![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাকের মতো গলা পাখির
উটের মতে ঠ্যাঙ,
বকের মতো লম্বা ঠোঁটে
শিকার করে ব্যাঙ।
মুখটা তাহার হাতির মতো
ভুঁতের মতো ডানা,
মিথ্যা তাহার মুখের রুচি
সত্যে ভীষন কানা।
এই পাখিটা দেখলে ভয়ে
চমকে উঠে পিলে,
দৈত্য দানব হস্তি ধরে
পুটীর মতো গিলে।
সবাই ভয়ে লুকিয়ে থাকে
সেই পাখিটির ডরে,
দরজা কপাট বন্ধ রাখে
সবার ঘরে ঘরে।
বাচ্চা যদি কান্না করে
মা- রা তখন কয়,
ভুত পেত্নীর বদল দেখায়
সেই পাখিটির ভয়।
মাঝেমধ্যে এই পাখিটা
সাঁজে আজব ভূত,
মুখে কথার খৈ ফুটিয়ে
খেলে ছি- কুতকুত।
বল দেখি কোন সে পাখি
অনেক তাহার গুন,
আদর করে সবাই ডাকে
জাতির আপন বোন।
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০০
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ শুভকামনা প্রীতি আর শুভেচ্ছা জানবেন প্রিয় আপু নার্গিস জামান।
শুভ দুপুর।
২| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮
ইসিয়াক বলেছেন: অতি চমৎকার।
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০২
কিরমানী লিটন বলেছেন: অতি ভালো থাকুন। পিঁয়াজ থেকে সাবধান....
৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... ছন্দে ছন্দে, পচিয়ে দিলেন!
উপস্থাপন ভালো হয়েছে।
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৯
কিরমানী লিটন বলেছেন: পঁচার কোন শরম নাই
সাতারের উপর পানি না.....
জুম্মা মোবার। ভালোবাসা জানবেন প্রিয় জুনায়েদ বি রাহমান ভাই। শুভকামনা রইলো।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: জুম্মা মোবারক।
১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আবারও....
৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: ভীষন সুন্দর।
১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা প্রিয় রাজীব নুর ভা। নীড়ের পাখী- ফিরুক নীড়ে, সুস্থ সুন্দর নিরাপদে। নিরন্তর শুভকামনা রইলো।
৬| ১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
সাইন বোর্ড বলেছেন: দারুণ লাগল ।
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৪
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা প্রিয় সাইন বোর্ড- ভাই আমার....
৭| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৭
শিখা রহমান বলেছেন: ছন্দে ছন্দে অনেককিছুই বলে দিলেন।
শুভকামনা ও শুভরাত্রি কবি।
ছন্দ কবিতা ভালো লেগেছে।
১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৪৩
কিরমানী লিটন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আর শুভাশিস প্রিয় কবি শিখা রহমান আপু। শুভরাত্রি.....
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪
নার্গিস জামান বলেছেন: বড় সুন্দর ছন্দ।