![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালকে যাহার বৃহস্পতি
আজকে তাহার শনি
কালকে যে জন পথের ফকির
আজকে বিরাট- ধনী।
চোখের তারায় একটি আকাশ
কালকে রাতের ঘোর,
আজকে সেথায় রোদের ঝলক
আলোর নাচন- ভোর।
কালকে সময় চকচকে খুব
রঙিন আলোয় ভরা,
আজকে জীবন খুব বিস্বাদের
সবটুকু জং ধরা।
কালকে ভীড়ের সব আয়োজন
আজকে ভীষন ফাঁকা,
নিজের ভিতর একলা আমি
আমার আমি- একা....!!
১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ সজীবয় ভরুক জীবন। শুভকামনা জানবেন প্রিয় আহমেদ জী এস ভাই, শ্রদ্ধায়- ভালোবাসায়।
টাইপো ঠিক করেছি
২| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
হাবিব বলেছেন:
সবাইতো একা দুনিয়ার পরে
একাই যেতে হবে কবরের ঘরে
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০০
কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন। এই ধ্রুব সত্যটা আমরা যদি উপলব্ধি করতাম - জীবন সত্যিই সুবাস ছড়াতো।
ভালোবাসা প্রিয় হাবিব স্যার, ভাই আমার.....
৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এর মাঝখানে আপনার আরো দুটো ছড়া পড়া হয়েছে, কিন্তু কষ্ট করে কমেন্ট করা হয় নাই। খুব ভালো ছড়া লেখেন লিটন ভাই। অনেক ভালো লাগে আমার।
এ কূল ভাঙে ও কূল গড়ে
সকাল বেলা আমির রে ভাই
ফকির সন্ধ্যা রে ভাই
এই তো বিধির খেলা রে ভাই
এই তো নদীর খেলা
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৪
কিরমানী লিটন বলেছেন: আপনার পছন্দের নাগাল ছুঁতে পেরেছি জেনে অনেক উজ্জীবিত হলাম। প্রেরণার আলোয় উদ্ভাসিত হলাম খুউব....
ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা সুপ্রিয় সোনাবীজ; অথবা ধুলোবালিছাই।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই
আগের বাহাদুরি এখন গেলো কই?
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০১
কিরমানী লিটন বলেছেন: জন্ম নিয়ে সবুজ পাতা
হলুদ হয়ে ঝরে,
গড়তে জীবন দৌড়ে শেষে
মৃত্যুটাকে ধরে....
এটাই প্রকৃতির অমোঘ নিয়ম। আফসোস, কেউ তা বুঝে না। ভালোবাসা আর শুভকামনা সুপ্রিয় নূর মোহাম্মদ নূরু ভাই।
৫| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৫
নার্গিস জামান বলেছেন: সুন্দর
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৩
কিরমানী লিটন বলেছেন: প্রাণীত হলাম সুপ্রিয় নার্গিস জামান আপু। স্নিগ্ধ শুভকামনা সতত.....
শুভরাত্রি.....
৬| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৬
রুমী ইয়াসমীন বলেছেন: বাহ্ বেশ ভালো লেগেছে ছড়াটা সাথে ছবিগুলোও সুন্দর বিশেষ করে তিন নাম্বার ছবিটা খুব কাছে টানলো আমার....
"নিজের ভিতর একলা আমি
আমার আমি- একা....!!”.....
শেষের এই চরনটা খুব ভালো লেগেছে যা সত্যি কথা আসলেই নিজের ভেতর আমরা বড়ই একা একলা।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১১
কিরমানী লিটন বলেছেন: আমি আমায় রেখে দূরে
পালাই অন্য আলোর ভোরে
তাকাই পিছন ফিরে ঘুরে
দেখি নতুন আঁদার ঝরে.....
জীবন এমনই- স্মৃতির উজানে তার হারায় অতীত। তনু তার চাষাবাদে থাকে না পতিত। কৃতজ্ঞ শুভকামনা প্রিয় কবি রুমী ইয়াসমীন আপু। শুভরাত্রি.....
৭| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২১
রাফি বিন শাহাদৎ বলেছেন: ভাল লাগলো
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৭
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা প্রিয় রাফি বিন শাহাদাৎ ভাই। শুভকামনা রইলো।
৮| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কবি
ছন্দময় কাব্যে ভাল লাগা
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৮
কিরমানী লিটন বলেছেন: প্রাণীত হলাম প্রিয় বিদ্রোহী। একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ভালোবাসা আর শুভকামনা। শুভরাত্রি......
৯| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: ছবি গুলো এবং কবিতা চমৎকার।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২১
কিরমানী লিটন বলেছেন:
আন্তরিক আর বিশুদ্ধ ভালোবাসায় উজ্জীবিত হলাম প্রিয় রাজীব নুর ভাই । শুভকামনা সব সময়....
শুভরাত্রি।
১০| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৮
সাইন বোর্ড বলেছেন: ভাবনা ও ছন্দ ভাল লাগল ।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৪
কিরমানী লিটন বলেছেন:
মুগ্ধ কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন সুপ্রিয় সুহৃদ সাইন বোর্ড। শুভরাত্রি.....
১১| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ছড়া। ++
ভীষণ বানানে একটু টাইপো আছে।
শুভকামনা প্রিয় লিটন ভাইকে।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৫
কিরমানী লিটন বলেছেন: আপনার আন্তরিক মতামত বরাবরই মুগ্ধ করে আমায়। একরাশ উজ্জীবিত হয় আমার লিখার প্রতিটি শব্দমালা। ভালোবাসা সুপ্রিয় পদাতিক চৌধুরী ভাই।
এডিট করতে সমস্যা হচ্ছে। মাঝে মাঝেই এমন হয়। টাইপো ঠিক করে নিবো। অনেক ধন্যবাদ সুপ্রিয়, পাশে চাই- এভাবেই। শুভরাত্রি.....
১২| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৮
শায়মা বলেছেন: সবাই তো একা ভাইয়া!
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২০
কিরমানী লিটন বলেছেন: কেউ কেউ রয়ে যায়
একা নিরালায়
পড়ে থাকে আড়ালের
শুন্য খাতায় ....
ঠিক বলেছেন আপু, সবাই একা- তবু কেউ কেউ নিজের থেকেও বিচ্ছিন্ন....
অনেক ভালো লাগলো সুপ্রিয় শায়মা'পুকে পেয়ে। অনেক কৃতজ্ঞতা জানবেন। সতত শুভকামনা আপু। শুভরাত্রি.....
১৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: আমি ও এখন একা।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৩
কিরমানী লিটন বলেছেন: আপনি পার্ট টাইম একা। কারো কারো একাকীত্ব জন্ম দাগের মতো লেপ্টে থাকে শরীরে। ভালোবাসা প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। আপনার খন্ডকালীন একাকীত্বের অবসান হোক। শুভকামনায় শুভরাত্রি।
১৪| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:২২
আখ্যাত বলেছেন:
কবিতা পাঠ কষ্টকর
কিন্তু এই কবিতাটি পড়তে কষ্ট হয়নি
১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৬
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ ভালোবাসা আর শুভকামনা জানবেন। আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম....
শুভ সকাল।
১৫| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬
নীল আকাশ বলেছেন: আমরা এই পৃথিবীতে আসি একা, বেঁচে থাকি বেশিরভাগ সময়ই একা আর চলে যাবার সময়ও একা!
এটাই বাস্তব, এটাই চরম সত্য।
১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬
কিরমানী লিটন বলেছেন: একলা মানুষ মাতৃগর্ভে
একলা মানুষ চিতায়
একলা পুরুষ করতো বিয়ে
একলা পুরুষ পিতায়,
মাঝখানে বাকীটা সময়
একলা না থাকার - অভিনয়....
ভালোবাসা সুপ্রিয় নীল আকাশ। স্নিগ্ধ দুপুরের শুভেচ্ছা।
১৬| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকুন।
১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩১
কিরমানী লিটন বলেছেন: আপনার বিনয়ের প্রতি - শ্রদ্ধা আর ভালোবাসা প্রিয় রাজীব ভাই।
সতত শুভকামনা জানবেন।
১৭| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২০
নীলসাধু বলেছেন: চমৎকার!
খুব ভালো লাগলো।
১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩২
কিরমানী লিটন বলেছেন: আপনার মতো গুণীর পছন্দের নাগাল ছুঁয়ার আনন্দে মন ভরে গেলো কানায় কানায়।
শুভকামনা সুপ্রিয় নীল দা, শ্রদ্ধায়- ভালোবাসায়.....
১৮| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালোবাসা প্রিয় ছড়াকার !! ++
২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ শুভকামনা আর ভালোবাসা জানবেন প্রিয় স্বপ্নবাজ.....
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন,
আজ আর কালের যাত্রা। বেশ ছন্দময়।
তবে টাইপো আছে। "ধনি" কে "ধনী" আর "ভীতর" কে "ভিতর" করে দিন।