নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

ডিম বালক এবং.....

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২১



সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপি সাবকে ফুলের মালা দেওনের জন্য তিনটা স্কুল বন্ধ করে দিয়ে ছাত্রদের জড়ো করা হয়েছে। সরকারী আদেশ অবজ্ঞা করে বাচ্চা ছেলেমেয়েদের রাস্তার দুইপাশে দাঁড় করায় রেখে এই আয়োজন। চাটুকার আয়োজকরা আশায় আছে তবুও যদি এমপি'র ভাগ বাটোয়ারার তালিকায় নিজেদের নামটা উঠানো যায়।

আইন ভঙ্গ করা হইছে - তাতে কি এমপি'র ভয় পাওন উচিত ?

পাগল নাকি ! কিসের আইন ? এমপিই তো আইনের মা বাপ।

আবার শুনলাম ঢাকায় কোন মেয়র সাব পরিষ্কার রাস্তায় ময়লা ছিটাইয়া তারপর ময়লা পরিষ্কার সপ্তাহ উদযাপন করা শুরু করছে।

এইটা শুইনা একজন মন্তব্য করছে - ভাগ্যিস ওনারে বলা হয় নাই " অগ্নি নির্বাপক সপ্তাহ " উদযাপন করতে। তাইলে দেখা যাইতো তিনি ঢাকা শহরে আগে আগুন লাগায়া দিতো পেট্রল ঢাইলা - তারপর ফিতা কাইটা ওনার অনুভূতির কথা প্রকাশ করতে গিয়া ঘন্টা খানেক বকতিতা দিতে গিয়া পুরা ঢাকা শহর আগুনে পুইড়া ছাই কইরা দিতো।

আজকাল গর্দভদের আচরণ দেখে মনে হয়, সত্যি সত্যি কিন্তু এমনই কান্ড ঘটাইতো।

ভাল তো ভাল না !

মানুষ যখন ভোট ছাড়া মুফতে চেয়ার পায় আর তারপর আনটাচেবল হয়ে যায় তখন এমন আচরণ করা শুরু করবে, এটা স্বাভাবিক।

এবার চলেন দেখি, ডিমওয়ালার কি খবর সেইটা একটু জানি।

ওই যে ফাউল কথা কইছে শুইনা একটা পিচ্চি পোলা অস্ট্রেলিয়ার সিনেটরের মাথায় ডিম ভাইঙ্গা দিছিলো, তার কথা কই।

নিউজিল্যান্ডের মসজিদে শেতাঙ্গ সন্ত্রাসী হামলা করে পঞ্চাশজন নিরীহ নিরস্ত্র মুসুল্লীকে খুন করলো। আহত হল আরো শতাধিক মানুষ। খবরটা জেনে ঐ সিনেটর 'শামীম ওসমান' টাইপ মন্তব্য করে বসল। ঐযে শামীম ওসমান বলছিল - খেলা হবে।

সিনেটর সান্তনা বাক্য না বলে উল্টা বাঁকা কথা বলছিল - মুসলমানরা সন্ত্রাসী। তাদেরকে নিউজিল্যান্ড জায়গা দিয়ে ভুল করছে। তাই এমন কান্ড ঘটলো।

কিসের ভিত্রে কি, পান্তাভাতে ঘি !

বেকুব পাগলটায় কইলো কি ! সেও কি সাম হাও বিনা ভোটে জেতা এমপি নাকি আল্লাহ মালুম।

তার এমন ফাউল কথা শুনে একটা সতের বছরের বাচ্চা ছেলে পর্যন্ত সহ্য করতে পারে নাই। ক্ষেপে গিয়ে সিনেটরের মাথায় ডিম ভেঙ্গে দিল সবার সামনে।

যে যার দেশে আমরা মানে আমাদের বয়সীরা কম বেশী সবাই নষ্ট ভ্রষ্ট মারাত্বক রেসিস্ট জেনারেশন। শুধু নিজেরটা ছাড়া আর কারো কথা ভাবি না।

কিন্তু দেখেন এইতো গত বছর দেশে তাদের সহপাঠীর গাড়িচাপা পড়ে খুন হওয়ার কারনে স্কুলের বাচ্চারা রাস্তায় নেমে গিয়েছিল ড্রাউভারদেরকে ট্রাফিক আইন মেনে চলা শেখাতে। ওদের মনে কোন দুরভিসন্ধি ছিল না। ওরা সরল মনে অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল নির্ভিকভাবে - যা আমার আপনার মত ভীতু লোভী এবং পাপী মানুষেরা করতে পারবো না।

দুনিয়ার সব দেশে সব বাচ্চারা এমন পবিত্র। ওদের মনে কোন পাপ নাই। বৈষম্য নাই। ওরা সব কিছু সরলরেখায় দেখে। নিজে শ্বেতাঙ্গ ক্যাথলিক বলে বাদামী চামড়ার মূললমানদের সন্ত্রাসী হিসাবের ভাবে না তারা। তাই অস্ট্রেলিয়ার সিনেটরের বাঁকা কথা সে সহ্য করতে পারে নাই। ডিম ফাটিয়ে দিয়েছে।

ভাগ্যিস ছেলেটা আমাদের দেশে এই কান্ড করে নাই কোন এমপি'র উপর। নইলে এমপি নিজেই হয়ত তাকে পিটিয়ে মেরে ফেলত আর নাহয় ক্রসফায়ারে পাঠানোর ব্যবস্থা করতো।

অস্ট্রেলিয়ার সতেরো বছর বয়সের ছেলেটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ন্যাশনাল, উঁহু ইন্টারন্যাশনাল হিরো হয়ে গেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে বটে। কিন্তু সাধারণ মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে।

তার নাম হয়ে গেছে "এগবয়।”

তার পক্ষে আইনী লড়াই লড়ার জন্য সেই দেশের সবচেয়ে নামী দামী ডিফেন্স লইয়ার ঘোষণা দিয়েছে, বিনে মজুরিতে সে এগবয়ের পক্ষে লড়বে।

লইয়ার জানিয়েছে - দোষ ছেলেটার না, বরং সিনেটরের - যিনি একটা কম্যুনিটির এমন শোকের সময়ে সান্তনা না দিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করেছে। ছেলেটা যা করেছে এটা তার স্বাভাবিক রিফ্লেক্স। এজন্য তার শাস্তি না হয়ে সিনেটরের হওয়া উচিত। পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরু করা উচিৎ। নইলে সে পাল্টা মামলা করবে।

রাষ্ট্র পক্ষ এবার বিপদে পড়ে সিনেটরের আচরণ বিধি লংঘনের ব্যাপার খতিয়ে দেখছে।

এগবয় এখন আন্তর্জাতিক হিরো। সবাই তার ফান্ডে পয়সা ঢালছে সারা দুনিয়া থেকে। সে ঘোষণা দিয়েছে এই ফান্ড সে মসজিদ হামলায় প্রাণ হারানো মানুষদের পরিবারের জন্য দান করবে।

পৃথিবীটা আসলে অনেক সুন্দর। সেখানে আছে অল্প কিছু শক্তিশালী বিষাক্ত কীট। আর বেশীর ভাগই ভাল মানুষ। তাই সবাই এখনো সহাবস্থান করতে পারে তাদের মতভেদ থাকা সত্ত্বেও। যদি সংখ্যাটা উল্টা হত, তাইলে এতদিনে মানুষ মানুষকে কামড়ে খাওয়া শুরু করে দিত।

গড ব্লেস ইউ, এগবয় ! কামনা করি সবার ঘরের সন্তানেরা তোমার মত এমন প্রতিবাদী হোক।

মন্তব্য ২৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

পৃথিবীটা আসলে অনেক সুন্দর। সেখানে আছে অল্প কিছু শক্তিশালী বিষাক্ত কীট। আর বেশীর ভাগই ভাল মানুষ। ++

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

কিরমানী লিটন বলেছেন: ভালো মানুষদের ঐক্যের ভিতটা খুবই নড়বড়ে - দুঃখটা এখানেই। আর শক্তিশালী বিষাক্ত কীটগুলো এই সুযোগটাই নেয়।

ভালোবাসা আর শুভেচ্ছা সতত প্রিয় স্বপ্নবাজ সৌরভ। ভাই আমার।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: অল্প কথায় অনেক কিছু নিয়ে আলোচনা করেছেন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

কিরমানী লিটন বলেছেন: আপনাদের দেখে শিখার চেষ্টা করছি। কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় রাজীব নুর ভাই। শুভকামনা অশেষ। শুভসন্ধ্যা.....

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ!
অসাধারণ একটি পোস্ট।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানবেন সুপ্রিয় মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই। শুভকামনা রইলো।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত;
আজ যারা কালের শীর্ষে কাল তারা পদানত’।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

কিরমানী লিটন বলেছেন: আজকে যাহার বৃহস্পতি
কালকে তাহার শনি,
আজকে যে জন পথের ফকির
কালকে সে জন ধনী.....

এটাই কালের নিয়তি - অথচ আমরা ভুলে যাই। ভুলে যাই শিকারিও সময়ের ব্যবধানে শিকার হয়ে যায়। অনেক ভালোবাসা প্রিয় নূর মোহাম্মদ নূরু ভাই। শুভসন্ধ্যা....

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

ওমেরা বলেছেন: এটা ১০০% সত্য কথা এখনো পৃথিবীর বেশীর ভাগ মানুষই ভালো অল্প মানুষ খারাপ নাহলে আপনি যা বলেছেন ঠিক তাই হত।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

কিরমানী লিটন বলেছেন: ভালো মানুষদের শুভ ইচ্ছারা ঐক্যবদ্ধ হোক। সুন্দর পৃথিবী সুবাসিত হোক। আমাদের প্রতিবব্ধি বিবেকের কালো ছায়াগুলো মুক্তি পাক... ।

ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় ওমেরা। শুভরাত্রি......

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



অষ্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপে এগুলো সম্ভব, ওরা জেনেটিক্যালী আমাদের থেকে আলাদা

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

কিরমানী লিটন বলেছেন: আমাদের রক্তের
স্রোতধারা বান,
কবে হবে সেই ছেলে
বিবেকের শান ...?

আপনাদের মতো গুণী মানুষরা দেশ ফেলে বিদেশ বিভুঁইয়ে পড়ে থেকে তাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করলে এর অবসান কোনদিনই হবে না। ভালোবাসা প্রিয় চাঁদগাজী ভাই। বিনম্র শ্রদ্ধা.....

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৩

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন,




এটা ঠিক, আমরা নিজেরটা ছাড়া আর কিছু ভাবিনে। ভাবিনে বলেই উপরে যে সব উদাহরণ দিলেন তেমন লোকজনদের মাথায় ডিম ফাটানোর "ডিমছেলে" র দেখা পাবেন না উল্টো ফুলের মালা হাতে সবাইকে পাবেন, যাতে ভাগ-বাটোয়ারার খাতায় নাম ওঠানো যায়।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫০

কিরমানী লিটন বলেছেন: শ্রদ্ধাভাজন
আহমেদ জী এস ভাই,
আমাদের এগবয়দের পরিকল্পিতভাবে ক্যাসিনোবয় বানানো হয় ক্ষমতার তানিজ কবজে। তাই তারা মূলোর পিছে ছুটতে থাকে অন্ধ হয়ে আর তথাকথিত ক্ষমতার হকার বাটপারদের নামে জিকির আসকারে মেতে রয়। আফসোস.....

শুভকামনা জানবেন, শ্রদ্ধায়- ভালোবাসায়......

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিখেছেন ভাইডি।
সেদিন দেখলাম এক কেউকেটা টয়লেট উদ্ভোধন করল।
উদ্ভোধনের কামডা জোলাপ খাইয়া করল কিনা হেইডা জানলাম না :P

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৬

কিরমানী লিটন বলেছেন: দেশে এসব হচ্ছেটা কী?
ভাল্লাগে না শুনতে আর
ক্লান্ত আমি, শ্রান্ত আমি
লাশ পারি না গুনতে আর....

পেঁয়াজের ব্যাপারীরা দেশের রাষ্ট্রচিন্তকের ভূমিকায় নামলে এমনই হয় মিতা। বাথরুম টয়লেট মুতশালা সবই দখলে নেয় উমিচাঁদের বংশবদরা.....

ভালোবাসা প্রিয় মিতা - অনেক শুভকামনা জানবেন......

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমগাছে আমই হয় জাম গাছে জাম
যেমন চলে রাস্ট্র পাবলিক তেমনি করে কাম;)
এগবয় , জাইদি বিবেকের টান
নষ্ট বীজে হয়কি কভু ফলনশীল ধান!

নতুন করে বীজতলা কর তৈয়ার
বিপ্লবেরই অগ্নিমন্ত্রে জাগো মন এবার
স্বপ্ন হোক সত্য সুন্দর দেশ জনতার
ফলাও ফসল সেই বীজেতে পাবে পুরষ্কার। :)

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০২

কিরমানী লিটন বলেছেন: জীবন

জীবন এখন অনিশ্চয়ে ভরা
এক জীবনে হাজার ভাঙাগড়া
প্রতি পদে
ঘোর বিপদে
সময় কাটে সবার
কারণ আছে আতঙ্কিত হবার।

নেই জীবনে আলোর সমারোহ
নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ
আছে শুধু
শূন্য ধু ধু
মাঠের পরে মাঠ
এক জীবনে হাজারো বিভ্রাট।

জীবন যেন এক চিমটি নুন
খাচ্ছে কুঁড়ে অনিশ্চয়ের ঘুণ।

ভালোবাসা প্রিয় শ্রদ্ধাভাজন। শুভরাত্রি।

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৯

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: ভালো মানুষদের ঐক্যের ভিতটা খুবই নড়বড়ে - দুঃখটা এখানেই। আর শক্তিশালী বিষাক্ত কীটগুলো এই সুযোগটাই নেয়।

চরম সত্য কথা।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৩

কিরমানী লিটন বলেছেন: মৃত্যুই জীবনের সব শেষ দায়
আছে কার সাধ্য- মৃত্যু এড়ায়?
সকলের নিতে হয় মৃত্যুর স্বাদ
সম্পদ নিয়ে তবু অযথা বিবাদ।৷

স্নিগ্ধ ভালোবাসা আর শুভকামনা জানবেন।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত;
আজ যারা কালের শীর্ষে কাল তারা পদানত’। - সহমত।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৪

কিরমানী লিটন বলেছেন: বলতে পার বাংলাদেশে
শুদ্ধ মানুষ কত ভাগ?
সন্দেহ নেই, শতভাগ।

সবাই যদি শুদ্ধ মানুষ
দুর্নীতি আজ কে করে?
খোঁজ কর গে শেকড়ে।

যার শেকড়ে পচন ধরা
মানুষ সে-তো অগণ্য
বিষয়টা নয় নগন্য।

এবার বলো বাংলাদেশে
দুর্নীতিবাজ কত ভাগ?
সে হিসেবে শতভাগ।

ভালোবাসা আর শুভকামনা জানবেন।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩২

হাসিবুল_শান্ত(হাসু) বলেছেন: আমাদের দেশে রাজনীতিতে ঢুকলে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস টা হারাতে হয়। ডিম বালক থেকে আমাদের শিক্ষা নেওয়া উচি।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাদের দেখে শিখার চেষ্টা করছি। কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় রাজীব নুর ভাই। শুভকামনা অশেষ। শুভসন্ধ্যা.....
আমি নিজেই শিখছি। শেখার কোনো শেষ নেই।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই সাহসী হোক অন্যায়ের বিরুদ্ধে।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লেখা
আসলেই পৃথিবীটা সুন্দর আমরাই অসুন্দর করার চেষ্টায় লিপ্ত থাকি

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গড ব্লেস ইউ, এগবয় ! কামনা করি সবার ঘরের সন্তানেরা তোমার মত এমন প্রতিবাদী হোক।
................................................................................................................................
ভাই, আমি সেই অষ্ট্রেলিয়া বসে আপনার লেখা পড়ছি আর
তাদের ইতিহাস , চালচলন , বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে
ষ্টাডি করছি ।
আশাকরি ভ্রমন কাহিনীতে তা সংযোজন করব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.