নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

বিএনপির হাই কমোড ও আওয়ামী হাইব্রিড নেতার কথপোকথন.....

০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৫




যখন বিএনপি ক্ষমতায়ঃ

- বিএনপি নেতাঃ বেয়াই কি খবর?

- আওয়ামী নেতাঃ আরে বিয়াই বইলেন না, আন্দোলন নিয়ে খুব পেরেসানীতে আছি।

- বিএনপি নেতাঃ কি বলেন, পেরেসানী কিসের আমি আছি না? আজ কিন্তু আপনার বক্তব্য জোস হয়েছে বিয়াই- একদম ফাটিয়ে দিয়েছেন....

- আওয়ামীলীগ নেতাঃ কালকের হরতালে আমি কিন্তু বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের দায়িত্বে থাকমু এবখ সামনে থেকে নেতৃত্ব দিমু!

- বিএনপি নেতাঃ কি যে কন বেয়াই, আপনি নেতৃত্ব দিবেন না কে দিবে- কালাচুরার বাপ? আপনি এগিয়ে যান- কেউ আপনার লোমও ছিড়তে পারবে না!

- আওয়ামীলীগ নেতাঃ বেয়াই, আপনি কিন্তু ঐ এলাকার দায়িত্বরত পুলিশের কর্মকর্তাকে ঠিকভাবে বলে দিয়েন...

- বিএনপি নেতাঃ আরে বিয়াই- এইডা নিয়া আপনারে চিন্তা করতে হবো না। আমি এক্ষুনি সব ম্যানেজ করে রাখছি। পুলিশ হালারা কাছে ভিড়লে সাইজ করইরা দিয়েন। দরকার হলে ওদের কান কামর দিয়ে ছিড়ে ফেলবেন!

- আওয়ামীলীগ নেতাঃ সমস্যা হবে না বিয়াই?

- বিএনপি নেতাঃ কি কইলেন এইডা- সমস্যা? আপনার বিয়াই কি.... ফালাইতে মন্ত্রী অইছে? আর শুনেন আমি লাখ পাঁচেক টাকা পাঠাইতেছি আমার পিএস দিয়ে- যেখানে যেখানে লাগে আপনি খরচ কইরেন?

- আওয়ামিলীগ নেতাঃ ঠিক আছে বিয়াই- রাখি, জয় বাংলা

- বিএনপি নেতাঃ জয় বাংলা.....


যখন আওয়ামীলীগ ক্ষমতায়। ফোনটা তখন বিরোধীদলের নেতাই দিবে ঃ

- বিএনপি নেতাঃ ক্রিং ক্রিং ক্রিং...... কি ব্যাপার বিয়াই ফোন ধরে না কেন? ঠিক আছে আবার দেই- ক্রিং ক্রিং ক্রিং.... না ধরে না। এভাবে সন্ধ্যা থেকে ফোন দিতে দিতে রাত একটায় গিয়ে আওয়ামী নেতার দয়া হলো ফোন ধরার।
হ্যালো হ্যালো- বিয়াই? স্লামালাইকুম। ভালো আছেন আপনি? বাড়ীর সবাই ভালো, বিয়াইন ভালো আছেন- বাড়ীর সবাই?

- আওয়ামীলীগ নেতাঃ মিয়া ফালতু বকবকানি রাইখা কি কবার জন্য জ্বালাবার লাগছেন হেইডা আগে কন? আপনারে না কইছি ওসব রাজনীতি ফাজনিতি ছাইড়্যা দিয়ে চিকিৎসার নাম কইরা বিদেশে যান গিয়া.....

- বিএনপি নেতাঃ ইয়ে মানে বিদেশ , হ যামুতো- তার আগে....

- আওয়ামীলীগ নেতাঃ যামু মানে- আজ পার্টি অফিসে গেছেন ক্যা? ফাইজলামি পাইছেন?

- বিএনপি নেতাঃ স্থায়ী কমিটির পদে আছি। পদ টিকানোর জন্য তিন মাসে একবার হাজিরা না দিলে..... আমি কিন্তু বক্তৃতা টকৃতা কিছু দেই নাই। কোন কথাও কই নাই। চুপচাপ বসে ছিলাম।

- আওয়ামীলীগ নেতাঃ আপনার নামেতো হুলিয়া নাজিল হইছে! আমি কিন্তু কিছু করবার পারমু না। ক্যাসিনো ফ্যাসিনো নিয়া এমনিতেই আমি বার ঝামেলায় আছি.....

- বিএনপি নেতাঃ কন কি বিয়াই। কাল নেত্রীর জামিনে শুনানি। ভাবছিলাম এক ঘুরান কোর্টে....

- আওয়ামীলীগ নেতাঃ কি উল্টা পাল্টা কথা কন- কোর্টে যাবেন মানে?

- বিএনপি নেতাঃ না- মানে, দলের সিদ্ধান্ত.... না গেলে....

- আওয়ামীলীগ নেতাঃ যান, সারা জীবন জেলে পঁইচ্যা মরবার চাইলে। আমি এর আগেও নাই পিছেও নাই।

- বিএনপি নেতাঃ বিয়াই এক কাজ করলে অয় না?

- আওয়ামীলীগ নেতাঃ না- আমি কোন কিছু করতে পারবো না। আপনি যা খুশী করেন- রাখি....

- বিএনপি নেতাঃ হ্যালো বিয়াই, কইছিলাম কি আমাকে বরং পুলিশ পাঠাইয়া সেফ কাষ্টরির ব্যবস্থা করলে হয় না? কিছুদিন জেলে থাইক্কা চিকিৎসার নাম কইরা বিদেশে.....

- আওয়ামীলীগ নেতাঃ কথাটা খারাপ বলেন নাই - কিন্তু খরচতো.....

- বিএনপি নেতাঃ খরচের চিন্তা কইরেন না লিডার, যা হয় আমি দিবো। কত লাগবে হেইডা কন?

- আওয়ামীলীগ নেতাঃ তা- দশ কোটির কম, সামলানো যাবো না।

- বিএনপি নেতাঃ ঠিক আছে লিডার, আমি আমার মিসেসরে দিয়া চেক পাঠাইতাছি- আপনি পুলিশ পাঠান। আমি বনানীতে আমার ছেলে মানে, আপনার মেয়ের জামাইয়ের বাসায় আছি আছি .......

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো

০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৪৬

কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসা ভাই আমার

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

হাবিব বলেছেন: আপনি কিন্তু ব্লগ নীতিমালা লঙ্ঘন করছেন

০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৪৭

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ....

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: আমি রাজনীতি বুঝি না। এবং রাজনীতি থেকে দূরে থাকতে চাই।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৪৮

কিরমানী লিটন বলেছেন: সেটাই নিরাপদ আর মঙ্লজনক ভাই। শুভকামনা জানবেন।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই দলের একে অন্যকে সাইজ করা নিয়ে পার্থক্যটা পরিস্কার। তবে আরেকবার আসতে পারলে আওয়ামী লীগারদের খবর আছে...

০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৫০

কিরমানী লিটন বলেছেন: আন্তরিক মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা জানবেন।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

জুল ভার্ন বলেছেন: স্যাটায়ার হলেও এটাই রাজনৈতিক বাস্তবতা। ভালো লেগেছে!

০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৫১

কিরমানী লিটন বলেছেন: শঅনেক কৃতজ্ঞতা ভাইয়া, শ্রদ্ধায় - ভালোবাসায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.