![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি ডাক আসে- ফিরে যাই,
ফেলে রেখে যাই- সব।
শুন্য আকাশ,নিঃসঙ্গ উপত্যকায়
কোথায় খুঁজবে আমায়?
কতগুলি প্রজাপতি- হয়তো হারাবে পথ,
একদল পাখি হারাবে ঠিকানা,
বিরান সে পথে বৃষ্টির হাহাকার-
কোথায় খুঁজবে তুমি- তৃষ্ণার জল?
উদাসী হাওয়া, মুছে দিবে কান্নার রঙ,
অলস বিকেল হারাবে গোধূলির শিখা।
নিবিড় রাতের ক্লান্ত নিস্তব্ধতা
আমাবস্যার অন্ধকারে ফিরে যাবে,
কোথায় খুঁজবে- আলোর ঝর্ণাধারা?
শোক ফুরালে- আলোর ভোরে জাগবে পৃথিবী,
নিঃসঙ্গ আকাশ ফিরে পাবে জোসনার ছায়া।
বসন্ত বাতাসে উড়বে জোনাকির মায়া,
নতুন ঘাস উড়াবে স্নিগ্ধ সুখ।
তখন- পড়বে কি মনে, খুঁজবে কি আমায়?
একদিন আমিও ছিলাম- এমনই মাতাল হাওয়ায়......!
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৯
কিরমানী লিটন বলেছেন: আমরা এমনই- জীবনের পিছে ছুটতে ছুটতে, মৃত্যুকেই ধরে ফেলি এক সময়.....
যথার্থ মন্তব্যে প্রাণীত হলাম সুপ্রিয় নূর মোহাম্মদ নূরু ভাই। শীতের স্নিগ্ধ শুভেচ্ছা আর শুভকামনা জানবেন। যথার্থ মন্তব্যে প্রাণীত হলাম সুপ্রিয় নূর মোহাম্মদ নূরু ভাই। শীতের স্নিগ্ধ শুভেচ্ছা আর শুভকামনা জানবেন।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কবিতায় ভালোলাগা রইলো।
চমৎকার ভাবনা।
কেমন আছেন আপনি ?
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৪
কিরমানী লিটন বলেছেন: শীতের স্নিগ্ধ শুভেচ্ছা প্রিয় স্বপ্নবাজ। আপবার মন্তব্যের জন্য কৃতজ্ঞ ভালোবাসা। আলহামদুলিল্লাহ ভাই - এখন কিছুটা ভালো আছি। ব্যক্তিগত ঝামেলা আর ব্যস্ততায় অনেক কিছুই মিস করেছি- এতদিন। আশা ও বিশ্বাস মঙ্গল মতোই আছেন- সকলে।
শুভকামনা জানবেন - সব সময়....
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাপূর্ণ
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৬
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা সুপ্রিয় মিতা আলমগীর সরকার লিটন। ভালোবাসা আর অশেষ শুভকামনা জানবেন।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫
কিরমানী লিটন বলেছেন: শীতের স্নিগ্ধতায় সজীব হোক জীবন। একরাশ ভালোবাসা আর শুভকামনা জানবেন- সুপ্রিয় রাজীব নুর ভাই।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: চিরন্তনী শুন্যতাবোধ!
মহাকালে নশ্বরদেহানুভবে অবিনশ্বরতার প্রতি আকুলতা!
ভাল লাগলো ভায়া
+++
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
কিরমানী লিটন বলেছেন: বহু বিচিত্র জীবনের এই পথচলা। বৈচিত্রের পরতে পরতে তার চড়াই আর উৎরাই খেল। তবু জীবন অনন্য- অবিনশ্বর। মৃত্যু নামের যতিঃরেখায় তা থেমে যেতে পরে কি? না, পারে না!
উজ্জীবিত প্রেরণায় আপ্লুত হলাম। ভালোবাসা আর শুভকামনায় উদ্ভাসিত আর অর্থবহ হোক জীবন। শুভেচ্ছা নিরন্তর।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯
নীল আকাশ বলেছেন: মানব জীবনের শুণ্যতা নিয়ে লিখেছেন। আসলে আমাদের জীবনের ব্যাপ্তি কত টুকু?
কবির নিরাভরণ আকুলতা স্পর্শ করছে আমাকে।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৯
কিরমানী লিটন বলেছেন: জন্ম আমার মৃত্যু দিয়ে
তৈরী করা সাঁকো—
এইটা দিয়েও ঈশ্বর আমায়
পুলসিরাতে ডাকো?
আকাশ বলে নেইতো কিছু
আকাশ শুধুই একা,
আকাশ ছুঁয়ে তাকিয়ে দেখি
শুন্য ভীষণ- ফাঁকা...
ভালোবাসা অফুরান প্রিয় নীল আকাশ- ভাই আমার।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৮
পদ্মপুকুর বলেছেন: কি হয়েছে? মন খারাপ ক্যান?
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭
কিরমানী লিটন বলেছেন: ইচ্ছে হলে ভাবতে বসি
ইচ্ছে হলে লিখি
মন দরিয়ায় ডুবে থেকে
ভাবের সাঁতার শিখি।
.
ইচ্ছে হলে আকাশ দেখি
ইচ্ছে হলে মাটি
ভাবনাগুলো অগোছালো
ভাবের কাটাকাটি।
.
ইচ্ছে হলে কথা বলি
ইচ্ছেতে যাই চুপসে,
কথার জালে আটকে গিয়ে
ছটফটানি খুব সে।
ইচ্ছেগুলো লাগাম ছাড়া
ইচ্ছে বনের পাখি,
বাধ্য হয়ে খারাপ সময়
গোপন করে রাখি।
মনতো পদ্ম পাতার জল, এই মেঘ- এই বৃষ্টি...
ভালোবাসা অফুরন্ত প্রিয় পদ্ম পুকুর। শুভকামনা জানবেন।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর শুভকামনা প্রিয় কাজী ফাতেমা ছবি আপু। শুভেচ্ছা সতত।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩
সাদা মনের মানুষ বলেছেন: মনটা যেন কেমন করে উঠল লিটন ভাই আপনার কবিতা পড়ে, সত্যিই একদিন আমরা হারিয়ে যাব। আপনজনরা কয়েকদিন শোক করবে, তারপর আবার পৃথিবী চলবে তার আপন গতিতে।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬
কিরমানী লিটন বলেছেন: যেমন ধরো গোল পৃথিবীর
ভাবনা কি আর চৌকা হয়
নদ শুকালে চরের বুকে
পাল তুলে কি নৌকা বয়?
অন্য কোন ইস্যু নিয়া
অন্যদিকে হাঁটি
তোমরা সবাই আকাশ নিলেও
আমার চাওয়া মাটি।
মাটির বুকে স্বপ্ন বুনে
আশায় কাটাই কাল
ফাগুন এলে রক্তবীজে
ফুল ফোটাবো লাল।
লাল গোলাপের সেই সুবাসে
ভরবো আমার মন
ও পৃথিবী কানে কানে
একটা কথা শোন।
প্লট নেবো না ফ্ল্যাট নেবো না
দেখছি উজানভাটি
আমি শুধু বুকিং দিলাম
সাড়ে তিনহাত মাটি।
শুভেচ্ছা আর ভালোবাসা প্রিয় সাদা মনের মানুষ- ভাই আমার।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা প্রিয় সেলিম আনোয়ার ভাই। শীতের স্নিগ্ধ শুভেচ্ছা রইলো।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩
ইসিয়াক বলেছেন: চিরন্তন সত্য কথা ফুটে উঠেছে কবিতায় ।
ভালো লাগা রেখে গেলাম ।
শুভবিকাল।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০
কিরমানী লিটন বলেছেন: শীতের স্নিগ্ধ বিকেলের শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাই। কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা রইলো- সব সময়।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা! একদিন আমিও ছিলাম। ভাল লাগল।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪১
কিরমানী লিটন বলেছেন: মৃত্যুই জীবনের সব শেষ দায়
আছে কার সাধ্য- মৃত্যু এড়ায়?
সকলের নিতে হয় মৃত্যুর স্বাদ
সম্পদ নিয়ে তবু অযথা বিবাদ।
ভালোবাসায় শুভরাত্রি প্রিয় সম্রাট ইজ বেস্ট। শুভকামনা …...
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'আমায় ভুলে যাবে না তো?' 'আমার কথা মনে রাখবে তো?' 'ভুলো না আমায়।' 'স্মৃতিটুকু থাক' - অন্যের মনে বেঁচে থাকার মানুষের এই বাসনা বা আকুতি চিরন্তন। আমি মরে গিয়ে কী হবো কোথায় থাকবো, সে সম্পর্কে নিশ্চিত না হয়েও মনেপ্রাণে চাই, সবাই যেন আমাকে মনে রাখে; আমায় যেন সবাই ভালোবাসে; দিন শেষে আমায় যেন কেউ ভাবে। এমনকি, প্রিয়জন ছেড়ে আমরা যখন দূরে চলে যাই, তখনো চাই, সবাই যেন আমাকে মিস করে, যেন আমাকে ভেবে আকুল হয়।
তোমাদের এই হাসিখেলায়
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়।
শুকনো ঘাসে শূন্য বলে আপন-মনে
অনাদরে অবহেলায়
দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলেম রাতে
সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে।
যখন আমার ও-পার থেকে গেল ডেকে ভেসেছিলেম ভাঙা ভেলায়।
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥
এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসিখেলায়
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়।
ছড়া ও কবিতায় আপনি অসাধারণ লিটন ভাই। অনেক ভালো লিখেছেন।
শুভেচ্ছা রইল।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫০
কিরমানী লিটন বলেছেন: মনে রাখিস...
টান পোড়নে ইচ্ছে গুলো
নিত্য দিনের ময়লা ধুলো
খুঁনসুটিদের সদলবলে
লুকিয়ে রাখিস চোখের জলে।
স্বপ্ন যেসব হয়নি ছোঁয়া
সত্য নহে- ফানুস ধোঁয়া,
গল্পটা তার লুকিয়ে রাখিস
পেটের গভীর কাঁধের বালিশ।
মন খারাপের সময় গুলি
ব্যাথার বাঁশী দু:খের বুলি
শক্ত করে আড়াল রাখিস
খুব যতনে ভুলে থাকিস।
তেপান্তরের ইচ্ছেটারে
মুঠোয় মুঠোয় দু'হাত ভরে
ছড়িয়ে দিতাম তোর দূয়ারে
সত্যি ছিল- শরীরজুড়ে।
তার আঁচলে মুখ লুকিয়ে
ক্ষনিক সুখের আদল মেখে
আমার ছবি পঁটে আঁকিস
আমার কথা- মনে রাখিস।।
আপনার আন্তরিক মতামতে আপ্লুত হলাম প্রিয় সোনাবীজ, অথবা ধুলোবালিছাই। ভালোবাসা আর শুভকামনা জানবে। শুভরাত্রি।
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
নার্গিস জামান বলেছেন: অসম্ভব সুন্দর
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫২
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ শীতের সজীব শুভেচ্ছা। শুভকামনা সুপ্রিয় নার্গিস জামান আপু। শুভরাত্রি....
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার লাগলো ।
শুভকামনা প্রিয় ভাইকে।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৩
কিরমানী লিটন বলেছেন: আপনার আন্তরিক মতামতে মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ, শ্রদ্ধায়- ভালোবাসায়.....
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৫১
কালো যাদুকর বলেছেন: বিচ্ছেদের বেদনা প্রকট কবিতাটিতে। ভাল থাকুন।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯
কিরমানী লিটন বলেছেন: জন্মের ঋণ শোদ মৃত্যু দিয়ে.....
প্রতিটি মৃত্যুই বিচ্ছেদ আর বেদনার। তাই মৃত্যুই এই কবিতার উপজীব্য বিসয়। বিষয়।
ভালোবাসা আর শুভকামনা রইলো প্রিয় কালো যাদুকর ভাই।
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শীতের স্নিগ্ধতায় সজীব হোক জীবন। একরাশ ভালোবাসা আর শুভকামনা জানবেন- সুপ্রিয় রাজীব নুর ভাই।
বেশ কিছু দিন আপনাকে ব্লগে দেখি নাই? কই গেছিলেন??
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫০
কিরমানী লিটন বলেছেন: কিছুটা শারীরিক অসুস্থতা আর ব্যক্তিগত ঝামেলায় ছিলাম ক'দিন। তাই এই অনিচ্ছাকৃত বিরতি। আশাকরি কুশলেই আছেন- সবাই। ভালোবাসা রইলো আপনার জন্য। অকৃত্রিম শুভেচ্ছা রইলো প্রিয় রাজীব ভাই।
১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৮
জুবায়ের বিন লিয়াকত বলেছেন: অসধারন ভাই, চিরন্তন আমোঘ সত্য ফুটে উঠেছে প্রতিটি শব্দ মালায়। শুভ কামনা রইলো।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬
কিরমানী লিটন বলেছেন: আপনার মননের আন্তরিক মতামতে মুগ্ধ হলাম সুপ্রিয় জুবায়ের বিন লিয়াকত ভাই। শীতের স্নিগ্ধ সজীব শুভেচ্ছা আর ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আধ্যাত্মিক ভাবধারায় রচিত
আপনার কবিতাটি পাঠঅন্তে
হিসাব করতে গিয়ে দেখলাম
পারের কড়ি যোগার করতে
পারিনি আজো।
খুব ভালো লাগলো আপনার
কবিতাখানি। শুভেচ্ছা জানবেন।