নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

সুখের কান্নায়- প্রাপ্তির দীর্ঘশ্বাস.....

৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭



গতকাল রাত থেকেই ও কাঁদছিলো। আমি বারবার অভয় দিচ্ছিলাম- " তুমি শুন্য পেলেও আমি খুশী। চেষ্টা করেছো- এটাই আমার তৃপ্তি। তোমার যোগ্যতা আছে- ভালো কিছু করার, আর রেজাল্টটাই চুড়ান্ত বিচার নয় । তাছাড়া তোমার মা- ওপাড় থেকে তোমার দিকে তাকিয়ে আছে, সমস্ত আশির্বাদ সাথে করে। তুমি অবশ্যই ভালো করবে। বারবার চোখ মুছেছি- লুকিয়ে লুকিয়ে। এই ভার- বেদনার বোঝা, কতটা কষ্টের তা বলে বা লিখে বুঝাতে পারবোনা।

জ্বী- আমার মা হারা এতিম মেয়ে কাংখীতা কিরমানী কৃতীর কথা বলছিলাম। এবার জেএসসি সমাপনী পরীক্ষায় এ+ পেয়েছে- আলহামদুলিল্লাহ। রেজাল্ট পাওয়ার পর থেকেই মেয়েটা একটানা কাঁদছে। আমিও- ওর সামনে যেতে পারছি না- যদি নিজেকে সামলিয়ে উঠতে না পারি, আরও ভেঙ্গে পড়ি- এই ভয়ে। হয়তো মাকে খুঁজছে, যে মা- ভোর থেকে রাত অবধি তার সাথে আঠার মতো লেপ্টে থাকতো- অসুস্থ শরীরের কষ্টগুলো আড়ালে লুকিয়ে রেখে। মাকে বলতেে চায়, মা- এই দেখো-
আমি পেরেছি। তোমাকে বাঁচিয়ে তোলার আমাদের চেষ্টা ব্যর্থ হলেও- তোমার চেষ্টা বিফলে যায় নি। কখনও কখনও প্রাপ্তিও দীর্ঘশ্বাসকে- শুধুই বিস্তৃত করে। সুখের বন্যা- লোনায় ভরে উঠে। জীবন এমনই- পরতে পরতে তার রহস্যের অবগাহন।

আপনাদের সবার আশির্বাদ কামনা করছি কৃতীর জন্য। সে যেন প্রকৃত মানুষের মতো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আলোকিত কীর্তিমান হও মা- জননী আমার।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: হাজারও লাল গোলাপের শুভ নববর্ষের শুভেচ্ছা রইল

৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা ভাই। শুভ নববর্ষ.....

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: এ প্লাস পাওয়ায় অভিনন্দন।
অনেক শুভ কামনা।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯

কিরমানী লিটন বলেছেন: অভিনন্দন পৌছে দিবো মেয়েকে। ভালোবাসা আর শুভকামনা আপনাকেও প্রিয় রাজীব নুর ভাই। নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

মনিরা সুলতানা বলেছেন: কাংখীতা কিরমানী কৃতীর মা' মনির জন্য অনেক অনেক আদর ! শুভ কামনা রইলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

কিরমানী লিটন বলেছেন: দোয়া করবেন আপু- সে যেন আপনাদের দেখানো পথে হাঁটতে পারে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রিয় মনিরা সুলতানা আপুর জন্য। শুভকামনা জানবেন।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪

ইসিয়াক বলেছেন: কাংখীতা কিরমানী কৃতী মা' মনির জন্য অনেক অনেক দোয়া রইলো্ ।
সেই সাথে আম্মু তোমার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইলো ।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৪

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা প্রিয় ইসিয়াক- ভাই আমার। আপনার শুভেচ্ছা আর সহানুভূতি পৌছে দেবো তাকে। নতুন বছরের শুভেচ্ছা জানবেন। অগ্রীম শুভেচ্ছা রইলো।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা
কাংখীতা কিরমানী কৃতী মামনির
এবার জেএসসি সমাপনী পরীক্ষায়
এ+ পাবার জন্য।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৩

নীল আকাশ বলেছেন: আপনার মেয়ের এই সাফল্যের পিছনে শুধু ওরা মা নয়, আপনার অবদানও রয়েছে।
ওর গৌরব উজ্জ্বল ভবিষ্যতের জন্য খুব করে শুভ কামনা রইল।
আল্লাহ আপনাদের এই কষ্ট সহ্য করার জন্য ধৈর্য দান করুন, আমীন।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৬

কাতিআশা বলেছেন: অনেক শুভ কামনা রইল আপনার মেয়ের জন্য!

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৬

করুণাধারা বলেছেন: কৃতীর জন্য দোয়া রইল, ওর জীবন শান্তি ও ভালোবাসায় ভরপুর হয়ে থাক!

অভিনন্দন আপনাকে, মেয়ের সাফল্যের পিছনে আপনার অবদান কম নয়। কৃতীর সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা।

৯| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৩

ইসিয়াক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইলো ভাইয়া।
আগামী প্রতিটি দিন আপনার ভালো কাটুক এই কামনা রইলো

১০| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৮:৩০

অগ্নি সারথি বলেছেন: কৃতী মা'মনির জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল!
পৌছায়া দিবেন কিন্তু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.