নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব সুন্দরকে গ্রহন করে প্রিয় মানুষগুলোকে সুন্দর রাখার প্রয়াস অবিচল রাখার প্রত্যয়ে।

কিশোর মাহমুদ

কিশোর মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির দপ্তর থেকে

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

আবহাওয়া মণ্ডলের উপর থেকে দেখতে আমাদের এই পৃথিবী কেমন?আমি দেখিনি।যারা দেখেছেন তারা ছোট্ট গোলাকার এই ধারার চমৎকার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। ভালোবেসে এক বিজ্ঞানি অনেক আগে বলেছিলেন, যদি পৃথিবীটার মত ব্যাসার্ধের গোলক কোথাও ভেসে থাকত এই মাটি জল,হাওয়া,গাছপালা,পশুপাখি,পোকামাকড়, ঠিক একই মাপেসাপে হত তবে তা দেখার মত জিনিস হত!
কিন্তু পৃথিবী তো তা না।যদিও সব কিছু তার মাঝে মিশিয়ে রয়েছে!দেখতে চাইলে অবাক হয়ে দেখা যায়!
তা পারে কেবল প্রকৃত পড়ুয়ারাই।
ঘর থেকে বেরিয়েদুটি জিনিস ঘাসের বুকে দেখা যায়-ঘাসের ফুল আর শিশির। একটি ঘাসমনি অন্যটা ঘাস ফড়িং!
তাই প্রতিদিনের কাজ এদের তালাশ করা। জীবনের আরেক প্রতিবিম্ব আমি এখানেই খুজে পাই!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.