নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব সুন্দরকে গ্রহন করে প্রিয় মানুষগুলোকে সুন্দর রাখার প্রয়াস অবিচল রাখার প্রত্যয়ে।

কিশোর মাহমুদ

কিশোর মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

স্বাগত স্বেচ্ছায়

০৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

একটি কবিতা সেই কবেকার দিনে লিখতে চেয়েছিলাম ;
সেই নস্টালজিয়ারর দিনগুলি,
ঝরা পাতার দিনগুলি
জীবনে কষিত স্বাগত উক্তি,মর্যাদার আসনে বসা দর্শন ;
অনাকাঙ্ক্ষিতভাবে চলে আসত কলমের ডগায়!
তারপরে?
রাতগুলো ছিল বিদীর্ণ,
ক্ষুধার আলো জ্বলত-নিভত,জ্বলত-নিভত।
স্টেশনের সেই জীর্ণ হোটেলে বিশ টাকার ভাত ;
বন্ধুর মেসে গেস্ট। থাকাটা হত ফুঁটপাতে,
জীবনেএ সংগ্রামী দিনগুলি জীবন্ত হয়ে উঠত
দিনশেষে ঐ ভিক্ষুকের হাত পেতে আয় করা কিছু ভাংতি
ছেঁড়া নোট আর জং ধরা মুদ্রারা মহার্ঘ আমি বুঝতাম!
আমার চোখ তখন লোভে চকচক করত!
মাঝে মাঝে নিজেকে ভিক্ষুকের চেয়ে ছোট মনে হত।
শিরদাঁড়া দিয়ে বইত সংগ্রামের স্রোত।
তখন আর কবি হতে পারিনি -
স্বাগতম তো হয় স্বেচ্ছায়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.