নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব সুন্দরকে গ্রহন করে প্রিয় মানুষগুলোকে সুন্দর রাখার প্রয়াস অবিচল রাখার প্রত্যয়ে।

কিশোর মাহমুদ

কিশোর মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আমি পরাজিত হতে ভালোবাসি

০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

অভিমানি ক্রন্দন আমি ভালোবাসায় আগলে রাখি
ব্যর্থতাগুলি প্রণয়ী হয়ে উঠে যখন ;
আমি বার বার পরাজিত হতে চাই
আমি পরাজিত হতে ভালোবাসি।
পুড়ে যাওয়া হৃদয়ে নিকষ কালো ধোঁয়া নিবেশিত হয়
স্বর্গে; ডাক আসে ধূমপানের,
ডাক আসে মদ্যপানের,
ডাক আসে যত মাদক বাদকের বাদ্যযন্ত্রের
আমি পরাজিত হতে ভালোবাসি।

দানবেরা রুপকথা ছেড়ে দ্রাঘিমা রেখায় পা ফেলেছে
কলমের কালিতে মিশিয়ে দিয়েছে অভিশাপের অশ্রু
কাব্যে তাই রাষ্ট্রের জয়জয়কার
কাব্যে শুধু বিষাদগ্রস্ত প্রেম!
আমি শুনতে পাইনা বসুধার প্রসূতির নগ্ন চিৎকার ;
আমি পরাজিত হতে ভালোবাসি।

জাল বুনছে কালো কুয়াশারা
নিষ্পন্ন জীবন ছিল দর্শনের
অথবা বাসী অন্তর্বাসের উৎকট গন্ধ (!)
এ প্রেম শুধুই সঙ্গম কিংবা অর্থনীতির।
আমি পরাজিত হতে ভালোবাসি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

সেজুতি_শিপু বলেছেন: ভালো লাগলো । সুন্দর কবিতা ।

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯

কিশোর মাহমুদ বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৪

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: "জাল বুনছে কালো কুয়াশারা
নিষ্পন্ন জীবন ছিল দর্শনের
অথবা বাসী অন্তর্বাসের উৎকট গন্ধ (!)
এ প্রেম শুধুই সঙ্গম কিংবা অর্থনীতির।
আমি পরাজিত হতে ভালোবাসি।"

দারুণ লিখেছেন।

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯

কিশোর মাহমুদ বলেছেন: ভালোবাসা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.