![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার এলো চুলে ধারালো অভিমান আমার স্বপ্ন প্রাচ্যকে টুকরো টুকরো করে কাটে ;
সাক্ষী ইতিহাস তার -
সে খঞ্জরের আঘাত ভুলা দায়,
যেখানে এসে থমকে দাড়িয়েছে নিঃস্বার্থের মানচিত্র!
অনেক দিনের বৃষ্টি জমেছিল আকাশে ;
অপেক্ষা শুধুই অপেক্ষার।
আত্মগ্লানি মুছে ফেলে জীবন হবে নীতিময় ;
যেখানে থাকবে না কোনো রেসের ঘোড়া, জোয়াড়িদের আসর,মুদ্রাস্ফীত অর্থনীতি।
* * *
রাষ্ট্রের সাথে যৌবনের মিলন (যদি নাও হয়)
নিষিদ্ধ কবির ভাঙা চশমার গ্লাস যদি ঝাপসা
হয় ; নীতি সেখানে অটল থাকবে,
অব্যবহৃত সংবিধানের ন্যায় (!)
প্রশ্ন আসবে,
কোন নীতি?
ব্যর্থ প্রেম যন্ত্রনাদায়ক।
©somewhere in net ltd.