| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার তোমার সকলের
কিশোর কারুণিক
সভ্যতার দিগন্ত রেখায়
অবুঝ আর্তনাদ,
মানবতা ক্রন্দনরত
আত্মহারা শিশুটির হাতে গ্রেনেড
মৃত্যুর সাথে নিত্য নৈমিত্তিক সহবস্থান যার ।
পথভ্রষ্টরা গ্রহন করে না ফুলের সুগন্ধি
ওরা ভুলতে চায়
সুর লহড়ীর মূর্ছনা,
সত্যকে পদ দলিত করে পেতে চায় সুখ ।
এভাবে চলতে পারে না
এভাবে চলতে দেওয়া যায় না ।
এখনই সময়, সময় হয়েছে
প্রতিবাদ করা, প্রতিবাদী হওয়া
ওদেরকে ফিরিয়ে আনতে হবে
অন্ধকার থেকে আলোতে ।
এই মাটি, এই মাটি আমার মা
স্বদেশ
বাংলাদেশ
আমার প্রিয় স্বদেশ প্রিয় জন্মভূমি ।
সুর্নিমল আকাশের ছায়া
শীতল সমীরণের মায়াবী খলা,
চির সবুজের মাতোহারায়
মন প্রাণ পথ চলা উদাসী বাউল প্রেমে ।
এসো
এসো হে বন্ধু
ধন্য করো নিজেকে
ধন্য করো
ধন্য করো মমতাময়ী মা জননী ।
আর নয় অবষাদ
আর নয় সন্ত্রাস
আর নয় মানুষ হয়ে-
মানুষকে ঘৃনা করা ।
এসো সবাই মিলে গেয়ে উঠি-
সাম্যের গান,
উপলব্ধি করি অসাম্প্রদায়িকতা
প্রিয় স্বদেশ প্রিয় জন্মভূমি
এই পৃথিবী
আমার তোমার সকলের ।
©somewhere in net ltd.