নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মস্তিষ্কের ভিতর আমার এই ক্ষুদ্র জীবনটিকে আরো অনেক বেশি সুন্দর রুপে যাপন করি। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি, আর ভালোবাসি স্বপ্ন দেখাতে । জীবন উপভোগই জীবনের একমাত্র উদ্দেশ্য।

অন্তু নীল

কী বলবো? ধুররর..!

অন্তু নীল › বিস্তারিত পোস্টঃ

অস্পর্শী নীল

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

দেখা হল, কথা হল চোখে চোখে
কীযেন কি হয়েগেল হৃদয়ে,
শত অভিযোগ মিথ্যে হল মনে
প্রেম পেল পূর্ণতা এই ফাল্গুনে,
হাজারো রুপের ডিঙ্গি নৌকা পেরিয়ে
কবি এল মালা নিয়ে ঘাটে,
প্রতিক্ষায় পেরিয়ে গেল বহুকাল
মলিন হয়ে এল রুপ যৌবন
প্রেম তবু রয়েগেল দু’চোখের কোনে।
কবি বলেছিল সেই কথা একদিন
গানে গানে, তুলেছিল সুর হৃদয়ের তানপুরাটায়,
বিফল হয়েছিল বারেবারে সেই সুরের মুর্ছনা
হৃদয়ের কান্নায় ভিজেছিল প্রেমের শরীর,
সময় ছিলনা থেমে, থেমে ছিল একরাশ শুভ্র শেওলা
তবুও প্রেম ছিল দু’চোখের কোনে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

অবনি মণি বলেছেন: কী যেন কি হয়েগেল হৃদয়ে !

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৬

এম মিজান রহমান বলেছেন: বিফল হয়েছিল বারেবারে সেই সুরের মুর্ছনা
হৃদয়ের কান্নায় ভিজেছিল প্রেমের
শরীর,
সময় ছিলনা থেমে, থেমে ছিল একরাশ শুভ্র শেওলা
তবুও প্রেম ছিল দু’চোখের কোনে।


অসাধারণ ।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০০

অন্তু নীল বলেছেন: ধন্যবাদ অবনি মণি আপনাকে।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০২

অন্তু নীল বলেছেন: কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ এম মিজান রহমান ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.