![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
তুই হাসবি শুধুই,
কাঁদবি নাকি আর ?
তোর মনের ওই নিঃশব্দ চিৎকার
যদি আরেকটি বার শুনি
তোর হেয়ালিপনায় ঢেলে দেব জল,
সেদিন তো তুই পার পাবি না
দু’চোখ জুরে খুজবি শুধুই মনমানানি।
তোর হঠাৎ চাওয়া ঘাসফরিঙের রঙ
তোর মায়া চোখেই কাজলজুরে থাকে,
তবুও কেন মনটি খারাপ শুনি ?
মিথ্যে হলেও করব আড়ি...
না পাওয়ার আর করিস যদি ঢং।
২
আকাশজুরে মেঘ-রোদ্দুর খেলা,
তোর সোনা গায়ে রঙ ঢেলেছে
শুভ্র মেঘের ভেলা,
তুই দেখবি যখন আকাশ পানে চেয়ে,
দুপুর তখন লাজে হবে
শান্ত বিকেল বেলা।
শরতের মাঠে ঘাসফরিঙের দেশে,
বনফুলগুলো মালা পরাবে
তোর রেশমি কালো কেশে,
তুই হাটবি যখন সবুজ ঘাসের বুকে,
বনফুল তোর পা ছোঁয়াবে
পরম ভালোবেশে।
জো্ৎস্না রাতে চাঁদ তারাদের ভিরে
তোর হাসির ঝলক সুখপাখি হয়ে
উড়বে আকাশ জুরে,
তুই গাইবি যখন রাতজাগানিয়া গান,
রাত্রি তখন গভির ঘুমে
ফিরবে না আর ভোরে।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪
অন্তু নীল বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। ভালো থাকবেন।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৪
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: প্রাণ ছুয়ে যাওয়া কবিতা । ভালো থাকুক মেঘ
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫
অন্তু নীল বলেছেন: ধন্যবাদ অঅঅ, আপনাকে। ..... থাকবে।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৯
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা।খুব ভালো লাগল
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪
অন্তু নীল বলেছেন: ধন্যবাদ জাহেদ ভাই।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
প্রামানিক বলেছেন: জো্ৎস্না রাতে চাঁদ তারাদের ভিরে
তোর হাসির ঝলক সুখপাখি হয়ে
উড়বে আকাশ জুরে,
চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ