![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুজেছি তোমায় শত শত বছর ধরে
যেখানে আকাশ মিলেছে মাটির সাথে
বিস্তীর্ণ সীমান্ত যেখানে হয়েছে শেষ
সোনালি রোদের ছায়া এখন পর্যন্তও পরেনি যেখানে
সেরকম কোনো দূর্গম স্থানে;
কখনো মাঠের সবুজ ঘাসের ডগায়
কখনো বা ঢিল ছোরা পুকুরের নিস্তব্ধ তরঙ্গে,
খুজেছি তোমায় শত শত বছর ধরে।
গিয়েছিলাম উত্তর আর দক্ষিন মেরুতে তোমার সন্ধানে
রাখালের বাঁশির সুর হয়ে ভেসেগিয়েছিলাম সুনীল আকাশে
মুক্ত বিহঙ্গের মত উরে বেরিয়েছি দিগন্ত হতে দিগন্তে,
বাদুরের তরঙ্গাকারে উরেছিলাম রাতে তোমার সন্ধানে
কিংবা জোনাকি হয়ে আলো ছরিয়ে।
শুধু তোমায় খুজেছি শত শত বছর ধরে।
সাদা বকেদের পালকের মাঝে অথবা মাছরাঙ্গার তীক্ষ দৃষ্টিতে
খুজেছিলাম একদিন,
পাকা ধানের উপর রোদের প্রতিফলনে
সুরেলা বাতাসের মুক্ত ধুলিকনা হয়ে
উরে বেরিয়েছি শুধুমাত্র তোমার সন্ধানে।
গিয়েছিলাম বর্তমানের ডানায় ভর করে ক্ষূদ্র অতীতে
তোমার সন্ধানে শত শত বছর ধরে ছিলাম সেখানে।
শুধু তোমার খোজে গিয়েছিলাম সুউচ্চ পর্বত শৃঙ্গে
হিমবাহ হয়ে,
নদীর চলার সাথে তাল মিলিয়ে গিয়েছিলাম উত্তাল সমুদ্রে
অথবা স্রোতের বিপরীতে তার উৎপত্তিস্থলে।
হাজার বছরের পথিক হয়ে খুজে বেরিয়েছি তোমায়
শুন্য হতে অসীম পর্যন্ত।
শত বছরের আলোকবর্ষ পারি দিয়েছি তোমার সন্ধানে।
অবশেষে তুমি এসে ধরা দিলে
আমার মনের ক্ষুদ্র খেয়ালে।
০৮ ই মে, ২০১৬ রাত ১:১৫
অন্তু নীল বলেছেন: প্রথমেই সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আপনাদের মত ব্লগারদের মন্তব্য পাওয়া আমার জন্য সৌভাগ্যের এবং অনুপ্রেরণার।
অনেক অনেক ধন্যবাদ।
আর হ্যা, নিজের মাঝেই অবিস্কার করেছি তাকে।
২| ০৮ ই মে, ২০১৬ রাত ১:৪৮
রিপি বলেছেন: এত পথ ঘুরে যে শেষ পর্যন্ত খুজে পাওয়া গেলো তাতেই তো জীবন সার্থক। কবিতায় ভালোলাগা রইল।
০৮ ই মে, ২০১৬ রাত ২:২০
অন্তু নীল বলেছেন: জ্বী, সার্থক এ জীবন আমার।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩| ০৮ ই মে, ২০১৬ রাত ১:৫৭
বাঁধ ভাঙার নতুন আওয়াজ বলেছেন: সন্দর লাগলো কবিতার কথাগুলো !
০৮ ই মে, ২০১৬ রাত ২:২১
অন্তু নীল বলেছেন: ধন্যবাদ, বাঁধ ভাঙার নতুন আওয়াজ।
ভালো থাকবেন।
৪| ০৮ ই মে, ২০১৬ রাত ৩:২৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার কথামালা। ধন্যবাদ হে কবি।
০৮ ই মে, ২০১৬ রাত ৩:৪৩
অন্তু নীল বলেছেন: ধন্যবাদ গৃহীত হইল।
আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩০
ভ্রমরের ডানা বলেছেন: এত খুঁজোখুঁজি করতে হয় কেন রে!
তাহার কি কোন টান নাই!
সুন্দর লিখেছেন!
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৪
অন্তু নীল বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৬ রাত ১:০৬
রাফা বলেছেন: সব যায়গায় খুজে ফিরেছেন..অথচ ঘর হইতে দুই-পা দুরে খুজে দেখেন নাই শিশির বিন্দুতে।
ভাগ্যিস নিজে এসে ধরা দিয়েছে মনের খেয়ালে।তা-নাহোলেতো সব ব্যার্থ হয়ে যেতো।
ভালো হইছে কবিতা,ধন্যবাদ-অন্ত নীল।