নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মস্তিষ্কের ভিতর আমার এই ক্ষুদ্র জীবনটিকে আরো অনেক বেশি সুন্দর রুপে যাপন করি। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি, আর ভালোবাসি স্বপ্ন দেখাতে । জীবন উপভোগই জীবনের একমাত্র উদ্দেশ্য।

অন্তু নীল

কী বলবো? ধুররর..!

অন্তু নীল › বিস্তারিত পোস্টঃ

যদি আবার দেখা হয়

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৮:৫০



যদি আবার দেখা হয় তার সাথে
তবে বলে দিও তারে
এ কবি হারিয়ে গেছে আশ্বিনের কালে।
চোখ দুটো ঘোলাটে হয়েছিল তার
নীল মনি হয়েছিল ধুসর বরণ
কুচকে যাওয়া চামড়ার ফাকে যে লোম
সেগুলোও হয়েছিল দূর্ভিক্ষের কারণ ।

মাতাল হাওয়ার উপস্থিতি ছিল সেদিন
মেঘ-বৃষ্টিও করেছিল ভীষন
সে সব ছুঁয়েও দেখেনি সে
চেয়েছিল, কেউ হাতে হাত রেখে বলুক
মেঘ হব, বৃষ্টির কারণ।


যদি আবার দেখা হয়
তবে বলে দিও
রঙ্গিন প্রজাপতির ডানায় যে স্বপ্ন
তার সাথে করেছিল সে আড়ি
কালো চশমার ফ্রেমে
সুতো ছেরা বোতামে
বন্দি করে রেখেছিল সে।

হাতে হাতঘড়ি ছিল সেদিন
দু’চারটে ছেঁড়া স্যন্ডেল ছিল আসেপাশে
দেখেনি সে, দেয়নি কোনো উত্তর
সুধু চেয়ে ছিল পথপানে,
কালো মেঘে ঢাকা ধুসর আসমানে।

যদি আবার দেখা হয়
তবে বলেই দিও
কোনোদিন সুখ চায়নি সে
রাতের জ্যোৎস্না চেয়েছিল এতটুকু
এক আঁচল জোনাকির আলো তার সাথে
দুচারটি কবিতার লাইন
আর চোখে চোখ মাখা আদর,
নেহাতই সামান্য দাবী ছিল তার।


এক আকাশ রঙধনু ছিল সেদিন
নক্ষত্রের আলোয় রাঙা রাত
সে সব চায়নি সে, খোজেনি,
শুধু চেয়েছিল এতটুকু,
ভীষণ আবেগ মাখা নরম দুটি হাত।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৯:০৭

ধ্রুবক আলো বলেছেন: বাহ্! চমতকার লেখনি, ভালো লাগলো.,,,, অভিনন্দন

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৯:১৫

অন্তু নীল বলেছেন: আপনার ভালো লাগল জেনে আমারো ভালো লাগল "ধ্রুবক আলো"।
ভালো থাকবেন।

২| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার।। কবিতা খুব সুন্দর হয়েছে।

কবিতায় প্লাস ++

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৯

অন্তু নীল বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা।
সুন্দর মন্তব্য পেয়ে খুব আনন্দিত হলাম। ভালো থাকবেন।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: আহারে! বড়োই কষ্টের কাব্য!
লেখা ভালো হয়েছে!

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩১

অন্তু নীল বলেছেন: ধন্যবাদ সাধু ভাই।
হ্যা, কষ্ট আছে বলেই কষ্টের কাব্য আছে।
ভালো থাকবেন।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩২

অন্তু নীল বলেছেন: ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩১

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: "এক আকাশ রঙধনু ছিল সেদিন
নক্ষত্রের আলোয় রাঙা রাত
সে সব চায়নি সে, খোজেনি,
শুধু চেয়েছিল এতটুকু,
ভীষণ আবেগ মাখা নরম দুটি হাত।"

এত মায়া কলমের ডগায় আনেন কি করে? চমৎকার লেখনী!
++

২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৭

অন্তু নীল বলেছেন: ধন্যবাদ নিপু।

মায়া আছে হয়তো, তাই এসে যায়।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.