নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মস্তিষ্কের ভিতর আমার এই ক্ষুদ্র জীবনটিকে আরো অনেক বেশি সুন্দর রুপে যাপন করি। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি, আর ভালোবাসি স্বপ্ন দেখাতে । জীবন উপভোগই জীবনের একমাত্র উদ্দেশ্য।

অন্তু নীল

কী বলবো? ধুররর..!

অন্তু নীল › বিস্তারিত পোস্টঃ

তবে তাই হোক

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৬


তবে তাই হোক,
আরেকটিবার সাইরেন বেজে উঠুক
মহা বিপদের সংকেত হয়ে,
মেট্রোপলিটান পুলিশ ব্যস্ত হয়ে পরুক
মহারাস্তার মোরে মোরে,
তোমার আমার প্রেম বলে কথা।

প্রেসক্লাব, টাউন হল, কিংবা পাবলিক লাইব্রেরী চত্তর
প্রেম বিদ্বেষী নিম্নবংশীয় মানুষের চোখে মুখে ছেয়ে যাক
তোমার আমার প্রেম গাঁথা।
সাংবাদিক সমাজ মহা ব্যস্ত হয়ে পরুক
আমাদের প্রেমের রহস্য সন্ধানে,
সুশীল সমাজ ঝড় তুলুক চায়ের কাপে
কিংবা টেলিভিশন চ্যানেলের সস্তা টক-শো গুলোতে,
হাজার হলেও তোমার আমার প্রেম বলে কথা।

বিরোধী দল সংবাদ সম্মেলন করুক
সরকার দলীয় লোকজন নেমে পরুক রাস্তায় রাস্তায়
হরতাল হোক, অবরোধ হোক, হোক ধাওয়া-পাল্টা ধাওয়া,
আমাদের প্রেম কাহিনী ছরিয়ে পরুক
গ্রামের পদ্মপুকুর হতে শহুরে পাঁচ তারকা হোটেল গুলো পর্যন্ত,
হঠাৎ চায়ের কাপে চিনি বেশি হয়ে যাক
গুণী ময়রার ডায়াবেটিক ধরা পরুক, পনেরো থেকে আঁট।
কারণ তোমার আমার প্রেম বলে কথা।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৩

মার্ক জুকারবার্গ বলেছেন:
সুশীল সমাজ ঝর তুলুক চায়ের কাপে ঝর

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৭

অন্তু নীল বলেছেন: হুম ঝড় তুলুক।

ধন্যবাদ মার্ক জুকারবার্গ।

২| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৬

সুমন কর বলেছেন: প্রেম বলে কথা ... তাই ভালোই লাগল। ;)

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৮

অন্তু নীল বলেছেন:
ধন্যবাদ সুমন ভাই।

ভালো থাকবেন।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৬

ধ্রুবক আলো বলেছেন: বাহ্... অত্যন্ত চমতকার লিখছেন.,,, অভিনন্দন...

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৪৯

অন্তু নীল বলেছেন:
অভিনন্দন গ্রহন করলাম।
অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো।

ভালো থাকবেন।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৯

দেবজ্যোতিকাজল বলেছেন: সহজ সরল...।ভাল..

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৪৮

অন্তু নীল বলেছেন:
ধন্যবাদ দেবজ্যোতিকাজল।

ভালো থাকবেন।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১৬

আনিসা নাসরীন বলেছেন: কারণ তোমার আমার প্রেম বলে কথা[/sb

সুন্দর আর মজার হয়েছে।

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৫১

অন্তু নীল বলেছেন:
ধন্যবাদ আপনাকে আনিসা।

আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকবেন।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৩

জেন রসি বলেছেন: প্রেম বিপ্লবে রূপান্তরিত হয়ে গেছে। কবিতা ভালো লেগেছে।



০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩০

অন্তু নীল বলেছেন:
ধন্যবাদ জেন রসি ভাই।
প্রেম ও বিপ্লবী শুভেচ্ছা।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৮

প্রামানিক বলেছেন: সুশীল সমাজ ঝড় তুলুক চায়ের কাপে
কিংবা টেলিভিশন চ্যানেলের সস্তা টক-শো গুলোতে,
হাজার হলেও তোমার আমার প্রেম বলে কথা।


দারুণ লাগল কবিতা। ধন্যবাদ

০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

অন্তু নীল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।
ভালো থাকবেন।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

বিজন রয় বলেছেন: সকালে কয়েকজনের ব্লগে আপনাকে দেখে মনে হয়েছিল আপনার ব্লগে আসবো। কিন্ত তার আগেই আপনি আমার ওখানে হাজির।
ইলুশান। ভেরি গুড।

আপনার এই কবিতায় সুভাষ মুখোপাধ্যায় বা তিরিশের স্বাদ পেলাম।
এই স্বাদটা নিতেই ব্লগে আসতেই হয়।

সবুজ সবুজ ভাললাগা।

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

অন্তু নীল বলেছেন:
ধন্যবাদ বিজন দা। অবশ্যই আসবেন।

আপনার লেখা আমি নিয়মিতই পড়ি। আপনার মন্তব্যও পড়ি বিভিন্ন লেখাগুলোতে।
আর তিরিশের স্বাদ পেলেন জেনে ধন্য হলাম।
সবুজ সবুজ ভালোবাসা গৃহীত হল।

অনেক অনেক ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.