![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন সত্যি মানুষ ছিলাম আসাদ চৌধুরী নদীর জলে আগুন ছিল
আগুন ছিল বৃষ্টিতে আগুন ছিল বীরাঙ্গনার
উদাশ করা দৃষ্টিতে
আগুন ছিল গানের সুরে
আগুন ছিল কাব্যে
মরার চোখে আগুন ছিল
একথা কে ভাববে।
কুকুর বিরাল থাবা হাঁকায়
ফোঁসে সাপের ফণা
শিং কৈ মাছ রুখে দাঁড়ায়
জ্বলে বালির কণা
আগুন ছিল মুক্তিসেনার
স্বপ্ন ঢলের বন্যায়
প্রতিবাদের প্রবল ঝড়ে
কাঁপছিল সব অন্যায়
এসব এখন স্বপ্নকথা
দূরের শোনা গল্প
তখন সত্যি মানুষ ছিলাম
এখন আছি অল্প।
©somewhere in net ltd.