![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিল্লিতে ধর্ষণকারীর ফাঁসির দাবীতে বিক্ষোভ আর আমাদের দেশে ধর্ষনের মামলা প্রত্যাহারের সুপারিশ!!! কোন দেশে বাস করছি আমরা?
খুন, হত্যার পর এবার একটি ধর্ষণের মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। মামলার আসামি রাশেদুল বেপারী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক; বর্তমানে শরীয়তপুর জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। ধর্ষণের শিকার মেয়েটির বাড়ি শরীয়তপুর জেলার সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের নেতৃত্বাধীন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির ৩০তম সভায় এ মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামে একটি ধর্ষণের ঘটনায় ২০০২ সালের ১ ফেব্রুয়ারি পালং থানায় মামলা দায়ের করা হয়। আসামি করা হয় একই গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে রাশেদুল বেপারীকে। রাশেদুল বেপারী তখন শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, মামলাটি দায়ের করেন ক্ষতিগ্রস্ত মেয়েটির মামা কাশিপুর গ্রামের আনোয়ার হোসেন মোল্যা। পালং থানা পুলিশ ২০০২ সালের ২৬ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাশেদুল বেপারীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জেলা কমিটি ২০০৯ সালের ২ আগস্টের সভায় মামলা প্রত্যাহারের সুপারিশ করার সিদ্ধান্ত নেয়। সভার সিদ্ধান্তের কার্যবিবরণী ও মামলার যাবতীয় নথি ৭ সেপ্টেম্বর ৬১২ নম্বর স্মারকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮
টোকাই সিকদার বলেছেন: বিড়াল না কুত্তারে খা্ওয়ানো উচিত
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: যে দলের সভানেত্রী ধর্ষণের সেঞ্জুরিয়ানকে বাহ! বাহ! উপাধি দিতে পারে সেই দলের থেকে ধর্ষণের প্রকৃত শাস্তি আশা করার মতো দিবাস্বপ্ন আপনি কিভাবে দেখেন ? ধর্ষণকারীরা রাজনিতিক আশ্রয়ের বাহিরে থাকুক, দুর্নীতি একটা সমাজকে তিলে তিলে শেষ করে দেয়, আর একটা ধর্ষণ একজন নারীকে গলা টিপে হত্যা করে ।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
ভিটামিন সি বলেছেন: যদি প্রধানমন্ত্রীর, স্বরাষ্ট্র মন্ত্রী বা আইনমন্ত্রীর মেয়েকে কেউ ধর্ষন করতো তাহলে তিনি বুঝতে পারতেন ধর্ষনের কি মজা।
তারপরই তারা তৎপর হয়ে আইন বানাতেন।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: ন
দৃষ্টিপাত
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ
আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।
আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: ন
দৃষ্টিপাত
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ
আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।
আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫
ফাহিম মুনতাসির বলেছেন: প্রতিটি ধর্ষক কুত্তার বাচ্চাদের লিঙ্গ কাইটা বিড়াল দিয়ে খাওয়ানো উচিৎ।