নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Sayem

সায়েম ইহতেশামুল হক

কার্ল মার্ক্স

সব কথা বলিতে নাই

কার্ল মার্ক্স › বিস্তারিত পোস্টঃ

অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার তথ্য !!!!

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র তিন মার্ক পেয়ে রাষ্ট্রবিজ্ঞানে অকৃতকার্য হয়েছিলেন—এমন একটি তথ্য তুলে ধরেছেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে হৃদয়ে বাংলাদেশ নামের একটি সংগঠনের এক আলোচনা সভায় বক্তব্য রাখাকালে এই তথ্যটি তুলে ধরেন তিনি।

হত্যা, গুম, হামলা ও মামলার রাজনীতির শেষ কোথায়—শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পাপিয়া বলেন, প্রধানমন্ত্রী শুধু অন্যের দোষটা দেখেন। তিনি নিজে মাত্র তিন পেয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পাস করতে পারেননি। পরবর্তী সময়ে স্কুলের শিক্ষকদের তলব করলে ওই বিষয়ে পাস করিয়ে দেয়া হয়। এ বিষয়ে যথাযথ প্রমাণ তার কাছে আছে বলেও সৈয়দা আসিফা আশরাফী উল্লেখ করেন। এ ব্যাপারে কী ধরনের প্রমাণ আছে জানতে চাইলে সৈয়দা আসিফা আমার দেশকে বলেন, আমি বিশিষ্ট কবি আবদুল হাই শিকদারের লেখা একটি উপসম্পাদকীয় কলামে এই বিষয়ে পড়েছিলাম। ওই কলামেই জনাব শিকদার তুলে ধরেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রবিজ্ঞানে অকৃতকার্য হওয়ার কাহিনী। এ ব্যাপারে জানতে চাইলে ওই কলামের লেখক বিশিষ্ট কবি আবদুল হাই শিকদার বলেন, আমার ‘বাংলাদেশের পথ’ (প্রকাশকাল ২০০২) গ্রন্থের একটি লেখায় এই তথ্যটি রয়েছে। এ লেখাটির শিরোনাম হচ্ছে ফেল করা রাষ্ট্রবিজ্ঞান, এঙ্গেজমেন্ট আংটি, এক সুলতানার শাহী সন্তান ও বিরাজমান অসঙ্গতি। লেখাটি দৈনিক ইনকিলাবে ১৯৯৯ সালের ১৮ এপ্রিল সংখ্যায় প্রকাশিত হয়। এই লেখায় ওই তথ্যটি আমি নিয়েছিলাম শেখ হাসিনারই লেখা ‘বাংলাদেশ : স্বৈরতন্ত্রের জন্ম’ গ্রন্থ থেকে।

কবি শিকদার ওই লেখার উদ্ধৃতি দিয়ে বলেন, এতে আমি লিখেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজিমপুর গার্লস স্কুলে পড়ার সময় মাত্র তিন মার্ক পেয়ে রাষ্ট্রবিজ্ঞানে অকৃতকার্য হয়েছিলেন। পরে ওই স্কুলের সংশ্লিষ্ট শিক্ষককে ডেকে এনে ওই বিষয়ে কৃতকার্য করানো হয়।

আলোচনা সভায় কেন এই ধরনের তথ্য উপস্থাপন করলেন জানতে চাইলে সৈয়দা আসিফা আশরাফী জানান, প্রধানমন্ত্রী নোয়াখালীতে এক জনসভায় বক্তৃতায় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গ করে বলেছিলেন, তিনি (খালেদা জিয়া) মেট্রিকুলেশন পরীক্ষায় ইংরেজি, উর্দু ও অঙ্কে পাস করেছিলেন। আর সব বিষয়ে ফেল করা ছাত্রী দেশের শিক্ষাব্যবস্থার কী উন্নতি করবেন। আমি আমার বক্তৃতায় বলেছিলাম, খালেদা জিয়া তো কঠিন তিনটি বিষয়ে কৃতকার্য হয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী অকৃতকার্য হয়েছিলেন সহজ বিষয় রাষ্ট্রবিজ্ঞানে।



facebook থেকে নেয়া Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

জিনিয়া_ইসলাম বলেছেন: হতে পারে,

কিন্তু যে বাকি সব বিষয়ে পাস করলো সে রাষ্ট্রবিজ্ঞানে মাত্র তিন তিভাবে পায়?

আরো কিছু নাম্বার বেশি পেয়ে ফেল করলে বিষয়টা আরো টাকটু গ্রহন যোগ্য হত

পরিক্ষায় কে পাস করলো না করলো সেটা বিষয় না,

দুইযনের প্রতি দুইজনে আচরন দেখে দুইজনকেই মুর্খ মনে হয়

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

ভেজাল* বলেছেন: একদম ঠিক আছে। ‌এখানেই খালেদা আর হাসিনার পার্থক্য। শেখ হাসিনা কটু ভাষা বললে খালেদা জিয়া জবাব না দিয়ে ৩য়/৪র্থ সারির নেতারা জবাব দিবেন।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: হাসিনার কথার জবাব যখন চতুর্থ সারীর বিএনপি নেত্রী জবাব দেয় তখন বুঝতে হবে হাসিার কথাটি কোন মানের ছিল।
আমার মনে হয় হাসিনার রং কথা-বাতা পরিহার করা উচিৎ। ওনাদের কথা শুনলে মনে হয় বস্তিতে বসবাষ করা দুই মহিলার ঝগড়া শুনছি।
হাসিনাকে অবশ্য আদালত মাথা খারাপ বলে রায় দিয়েছিল।
রাষ্ট্রবিজ্ঞানের সে ফেল করতে পারে। কারন বর্তমানে হাসিনার পররাষ্ট্র নীতি চলছে খুবই জঘন্ন তরিকায়

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

ঢাকাবাসী বলেছেন: ওবায়দুর রহমান বলেছেন 'ওনাদের কথা শুনলে মনে হয় বস্তিতে বসবাষ করা দুই মহিলার ঝগড়া শুনছি'।
একমত।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

শফিক আলম বলেছেন: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার নিজেকেও একবার দেখা উচিত। আমরা সংসদের ভিতর ব্যবহৃত তার ভাষাগুলো শুনেছি। প্রতিষ্ঠানগত শিক্ষা থাকলেই সভ্য হওয়া যায় না। ওটা শিল্পিত গুন, সংস্কৃত হয়ে শিখতে হয়।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

আহসান২০২০ বলেছেন: হাসিনা বাংলায় পাস করেছিলেন কিনা তাতেও সন্দেহ আছে। তবে ঝগড়া বিজ্ঞানে পিএইচডি আছে। খোচা-খোচিতেও এ+ আছে। কিন্তু তার আচরণ যে বস্তির মহিলাদের মতো এইটা বোঝার মতো জ্ঞানার্জন করতে পারেননি।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

চ।ন্দু বলেছেন: অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া- একজন নিকৃষ্ট ও অশালীন নারী। যিনি অষ্টম শ্রেণী পাশ নারীর পিছনে সূর তুলছেন, তার মুথে ডিগ্রী পাশ নারীর সমালোচনা মানায় না। তাছাড়া শেখ হাসিনা ইডেনের ভিপি ছিলেন।

তাছাড়া সৈয়দ আলীর ব্যাপার নিয়ে এইসব "জুতোর কালী"র বক্তব্য নিয়ে ব্লগ ভরানোর দরকারটা কি?

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

আবু শাকিল বলেছেন: হরতাল এ পাপিয়া আফা রে ভালা পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.