![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা মার কাছে ফিরে যেতে চায় নয়ন-বিউটি
অনুরোধ__আপনাদের একটু প্রচেষ্টায় বিপদগ্রস্থ পরিবারটি আপনাদের মতোই আনন্দময় হয়ে উঠবে । আপনার কাছে অনুরোধ অন্তত পোষ্ট টি ট্যাগ/শেয়ার/copy, paste করে পরিবার টি কে সাহায্য করুন।
ময়মনসিংহের ঈশ্বরেগঞ্জে আজ মঙ্গলবার সন্ধ্যায় দুটি শিশু পাওয়া গেছে। শিশু দুটির নাম নয়ন (৬) ও বিউটি (৫)। শিশু দুটি আপন ভাই বোন। তারা জানায়, তাদের বাবার নাম রাখাল, মায়ের নাম মণি, ঠিকানা ঢাকা দিঘির পার ছাড়া আর কিছুই বলতে পারে না।
নয়ন জানায়, বাবা, মা দুজনেই ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। সকালে ঘুম থেকে উঠে বাবা ও মা কর্মস্থলে চলে যাওয়ার পর বোনকে নিয়ে বাসার বাইরে গেলে অপরিচিত একব্যাক্তি দুই ভাই বোনকে ঘুরতে যাওয়ার কথা বলে গাড়িতে উঠিয়ে নিয়ে আসে। পরে অজ্ঞাত কারণে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জের শর্শী নামক স্থানে শিশু দুটিকে গাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় নামিয়ে রেখে যায়। এ সময় অটোরিক্সা চালক আব্দুল মতিন অসহায় অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকা শিশু দুটিকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ বাজারে নিয়ে আসে। শিশু দুটি বর্তমানে ঈশ্বরগঞ্জ থানা হেফাজতে রয়েছে। সন্ধান প্রার্থীর জন্য ঈশ্বরগঞ্জ থানার মোবইল নম্বর ০১৭১৩-৩৭৩৪৩৫।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
সিম্ফনি007 বলেছেন: প্রথম শ্রেনীর কোন পত্রিকার ভাই অথবা বোন যদি থাকেন, তবে দয়াকরে আপনাদের পত্রিকায় এই সংবাদটি প্রকাশ করে অসহায় ভাইবোন দুটিকে তাদের স্বস্থানে ফেরার ব্যবস্থা করার অনুরোধ রইল।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
চিন্তায় আছি বলেছেন: ফেসবুকে শেয়ার করলাম,
আপডেট দিয়েন
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
১১স্টার বলেছেন: নয়ন বিউটি বাবা মাকে ফিরে পাক।