নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি নিরপেক্ষ নই, সত্যের পক্ষে\"

খান মো. মামুন হোসাইন

খান মো. মামুন হোসাইন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭

স্বাধীনতার স্বর্গভূমি প্রিয় বাংলাদেশ
যেথায় দেখি মাগো তোর রূপের নাইকো শেষ।
সোনালী ধানের কাঁচা গন্ধে ভরে যায়রে বুক
আহা! মাগো, কত সুখ, কত সুখ!

এত রূপালী ইলিশ কোথায় মেলে বুকটি তোর ছাড়া!
বিশ্ব আজ ইলিশের ত্বরে হয়েছে মাতোয়ারা।
সমুদ্র সৈকত এত বড় মা, কোন দেশেতে আছে,
বাড়ির উঠানে ভাত শালিক কোন দেশেতে নাচে?

কবুতর ডাকে টিনের চালে বাক-বাকুম সুরে,
কোন দেশেতে দোয়েল পাখি ঘুম ভাঙায় ভোঁরে?
মায়ের হাতে সানকী ভরা ফুলের মত ভাত,
সন্ধ্যা হলেই কোন দেশেতে মিলে চাঁদের হাট?

নদীর বুকে নাক ফুলের ঐ কুপিগুলো জ্বেলে;
জেলেরা যায় মাছ ধরতে নৌকায় পাল তুলে।
কোন দেশেতে দোয়েল-কোয়েল, ময়না, শ্যামা ডাকে,
হিন্দু-মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান মিলে মিশে থাকে?

কলস কাঁখে পল্লীবধূ যায়রে নদীর ঘাটে,
সন্ধ্যা নামলে কোন দেশেতে কৃষাণ ফিরে বাটে?
কোন দেশেতে রাত দুপুরে ট্রেন চলে ঝকঝক
নদীর ধারে পুঁটি মাছের আশায় থাকে বক?

সে আমার সোনার বাংলা, সোনার বাংলাদেশ;
মাগো মরি যেন তোর কোলে, এইতো চাওয়া শেষ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

দারুণ। সত্যি এমন দেশ হাজার খুঁজলেও মিলবে না। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.