![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা কথায় বুঝি
এই বাংলায় সেই মাকেই খুঁজি,
যে মায়ের ছেলেরা বাহান্নতে
ভাষার জন্য দিয়েছিল প্রাণ;
ঘটিয়ে ছিল উনসত্তরে গণঅভ্যুত্থান।
আমি একটা কথায় বুঝি
এই বাংলায় সেই মাকেই খুঁজি,
যে মায়ের ছেলেরা সত্তরে
করেছিল নির্বাচন!
ইতিহাস যাদের মনে রাখবে আজীবন।
আমি একটা কথায় বুঝি
এই বাংলায় সেই মাকেই খুঁজি,
যে মায়ের ছেলেরা একাত্তরে
করেছিল মুক্তি যুদ্ধ;
বর্বর পাকসেনাদের করতে রুদ্ধ।
আমি একটা কথায় বুঝি
এই বাংলায় সেই মাকেই খুঁজি,
যে মায়ের ছেলেরা আগামীতে
দেশে আনবে বয়ে সম্মান-
ক্ষুধা, দুঃখ, দুর্দশা ঘুচিয়ে অপমান।
২| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭
নীল প্রজাপ্রতি বলেছেন: মা আছে কিন্তু আর্দশ নেই...
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৫
নুর ইসলাম রফিক বলেছেন: মা ঠিকি আছেন ভাই শুধু সেই সন্ত্রান গুলি নাই।