নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ও আইচ্ছা।

ও আইচ্ছা।

কিমা

ও আইচ্ছা।

কিমা › বিস্তারিত পোস্টঃ

দেশের পলিটিকেল হাওয়া কোন দিকে যাইতাছে?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

দেশের পলিটিকেল হাওয়া কোন দিকে যাইতাছে?



মানুষ কি মনে করতেছে?

চায়ের দোকানে, বাসে-ট্রেনে পলিটিকেল আলাপের ডিসিশনে মানুষ কোনদিকে উপসংহার টানতেছে?



নির্বাচনী পালে আওয়ামী লীগে অলরেডি বাতাস দিয়া প্রথমে পন্চগড়, বর্তমানে পাবনা অবস্থান করতেছে। কিছুদিন আগে কাউন্সিল শেষ করলো তারা।



জাতীয় পার্টিও আসন ভিত্তিক কেন্ডিডেটের নাম ঘোষনা করতেছে। সোহেল রানা(মাসুদ পারভেজ)কে কিছুদিন আগেই দলে নিছে নির্বাচনী কাজে সমন্বয়ের জন্য।



জামাতিরা আছে দৌড়ের উপ্রে (আগের একটা পোস্টেই কইছিলাম)।



আর, বিএনপিতে ভ্যাকু্য়াম তৈরি হইছে। বিরাট ভ্যাকু্য়াম।



থার্ড ফোর্স, তাদের অবস্থা কী??



লেটস আলোচনা, যদি এগ্রী থাকেন।



**পদ্মা বৃজ, মানবতা বিরোধীদের বিচার,

দেশের ইকনমি, ইনডিয়া, ইউএসএ, ইইউ, চায়না, রাশা সব ফ্যাক্টর পাইল আপ হইতেছে। বাট ক্রশ্যাল একটা ইসু: ইলেকশন কেমনে হইবো সেই ইসু অমিমাংশিত রইয়া যাইতেছে। আকবর আলীর সলুশন, নাকি হাসিনার ওয়ে অর হাইওয়ে? কী হইতে যাইতেছে???



**জন কেরি'র ফরেন সেক্রেটারি হওয়াতে ইউএস যেনো মি. ইউনূসরে ভুইলা না যায়, মানে বাংলাদেশের উপর থিকা ফোকাস যাতে না হারায় সেইজন্য ম্যাডাম জিয়ার নামে যেই লেখা পাবলিশ হইলো তার কি সুদূরপ্রসারী এফেক্ট ফেলতে পারে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

নিশ্চুপ শরিফ বলেছেন: দক্ষিন থেকে উত্তর দিক।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

কিমা বলেছেন:
মাইনে ডানপন্থীরা ডিমিনিশ হইয়া
লেফটিস্টরা পাওয়ারফুল হইতেছে?

রাশিয়ার লগে ঘনিষ্ঠতা হওয়ায় কী???

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

দুরন্ত-পথিক বলেছেন: পলিটিক্যাল হাওয়া গণঅভ্যুথ্থান এর দিকে যাচ্ছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

কিমা বলেছেন:
ইজিপশিয়ান স্টাইলে কী ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.