নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ও আইচ্ছা।

ও আইচ্ছা।

কিমা

ও আইচ্ছা।

কিমা › বিস্তারিত পোস্টঃ

জেমাতি/মৌলবাদীদের এই আন্দোলন ঠেকাইতে গভর্নমেন্টের করণিয়: খিয়াল কৈরা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

দুইটা ওয়ে:

১। ক. জেমাতিদের রক্তগংগা বইয়ে দিয়ে;

খ. প্লাস মির্জা ফখরুল মিয়ারে এরেস্ট করেন;

গ. আমার দ্যাশ অফ করেন, মামুদুররে বিশেষ ক্ষমতায় ঢোকান ৩১/১২/২০১৩পর্যন্ত।

ঘ. ইসলামি ব্যাংক অফ করেন।

ঙ. ব্যারিস্টার রাজ্জাকরে বিদেশে নির্বাসন দেনইত্যাদি আর বল্লাম না।



২। বিয়েনপিকে শেষ পর্যন্ত তাদের মূলাটা দিয়ে দেয়া; মানে নির্দালালীয়/তত্তাভোদাই সরকার মেনে নিয়ে, তাদের আশ্বস্ত করা যে, এখন আপনারা এখন ভোট অর্জন করার ফিল্ডে নেমে পড়েন; তারেইক্যার মামলাডা ঢিলা দেন।

ফলে, জেমাত তখন হইবো একলা।

ব্যস চামে দিয়া, লেফটিস্ট+ব্লগারগো দিয়া বলান শুধু জামাতরেই ব্যানড করতে।

এয়ারপরে, জমেতিগো বিরুদ্ধে প্রপাগান্ডা চালান, তারা জংগী। ইন্ডিয়া/মেরিকার/য়ূরোপের এম্বাসিতে হামলার পেলান তাগো ছিলো। সৈদি খালাফরে, রুনি-সাগররে তারাই মারছে। মসজিদে আগুন শিবির দিছে। ইত্যাদি।



ভহোত ফায়দা হোবে, এনশাল্লাহ।

জএ বাংলা।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

কিমা বলেছেন: ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

কিমা বলেছেন: :)

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

টুটুল২০০৮ বলেছেন: মসজিদকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা যাবে না।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

কিমা বলেছেন: যাবে না,যাবে না
কইয়া জিকির কর্লে কিসুই ফায়দা নাই।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

মেহেদী সুমন বলেছেন: জটিল প্রস্তাব

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

কিমা বলেছেন:
জ্বে, নাচতে নামছে যখন তখনে আরর ঘোমটা দিয়া লাভ নাইকা। :)

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

অর্ণব আর্ক বলেছেন: এন শাল্লাহ....
জ এ বাংলা :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

কিমা বলেছেন: আবার ফিল্ডে নামছে ব্লগাররা।
ঠিকাছে।
এইবার ঐ সিদদিকি নাজমুল আলম ভোম্বল শুয়রটাকে একটা লাত্তি দিয়া স্টেজ থিকা নামান।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

এস এইচ খান বলেছেন: ভাই, এত মারামারি কাটাকাটির মধ্যে আপনার যুগান্তকারী থিসিস পড়ে যার পর নাই হা হা প গে ;) :-B =p~ =p~


আওয়ামী লীগের উচিৎ শিঘ্রই আপনাকে আওয়ামি নীতি নির্ধারনী টীমের অন্যতম সদস্য হিসেবে নিয়োগ দেয়া ;) ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

কিমা বলেছেন:
no need, i'll provide free service :)

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

কিমা বলেছেন:
সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন

এস এইচ খান
এই আমি সেই আমি
চেয়ারম্যান সাহেব
সোহেল শাহেদ
মাফকরেবন বিচারপতি
সাগর৭৫
উদভ্রান্‌ত রিফাত
র.আহেম্মদ
রাজীব
অর্ণব আর্ক
মাতবার
আহমেদুল আরেফিন আসিফ
মেহেদী সুমন
টুটুল২০০৮
ওরাকল
বটতলার টারজান
জ্ঞাতিবৈর
মদন
কালোপরী
আনোয়ার হোসেন সাগর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.