![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a student of BUET studying in EEE department. My hometown is Ishwardi.
আমার এক বন্ধু জিজ্ঞসে করল,
"বাংলাদেশে কি পতিতবৃত্তি বৈধ।"
বিষয়টা জানা ছিল না।
তাই একটু খোঁজ নিলাম।
কনস্টিটিউশান আগেও পড়ছি।কিন্তু ঐভাবে মনে নাই।ল'ইয়ার দের একটা ফোরামে ডিটেইলস আলোচনা দেখলাম।
হুমমম।
বাংলাদেশের সংবিধান অনুসারে পতিতাবৃত্তি বৈধ।
দুঃখিত।
এখন সংবিধানবিরোধী হওয়া ছাড়া আমার আর কোন অপশান নাই।
********************
আমাদের কলেজের স্যারের কাছে শুনছি।
সেক্স ওয়ার্কেরদের মানবাধিকার নিয়ে আয়োজিত এক সেমিনারে সকল কলেজের প্রভাষকগণ উপস্থিত ছিলেন।
সেখানে বক্তারা বলল, দেখুন এরাও আমাদের মতই মানুষ।এদেরকে ঘৃণা নাকরে সহানুভূতির দৃষ্টিতে দেখুন।
স্যার দাঁড়িয়ে বলছিলেন, আপনারা যে টাকা দিয়ে সেমিনার করছেন।আমাদের ব্যাগ ,খাতা কলম দিচ্ছেন, টিএ ডিএ দিচ্ছেন সেই টাকা দিয়ে এদের পুনর্বাসন করেন।আমরা হেল্প করি।কিন্তু যা খারাপ সেটাকে তো ঘৃণা করবই।
তারা উত্তর দেয় নাই এই কথার।
আসলে কোন গোষ্ঠী যে কী এজেন্ডা নিয়ে কাজ করতেছে বোঝা কঠিন।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
রবিন আলম বলেছেন: বিষয়টি খুবই আপত্তিকর। তাই বর্তমান সংবিধান বাদ দিয়ে খোলাফায়ে রাশেদার সংবিধান পুণ:প্রবর্তন দরকার
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
কে এম শিহাব উদ্দিন বলেছেন: টিটকারী মারলেন কিনা জানি না।
আমি বুঝি একটু কম।
তবে খারাপ জিনিসকে কখনই বৈধতা দেওয়া সাপোর্ট করি না।
পূনর্বাসনের চিন্তা না করে কেন আমরা বৈধতা দিতে চাচ্ছি??
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
ইমন রকস বলেছেন: আপনাকে প্রগতশীল হতে হবে। এই ধরনের পুরনো ধ্যানধারনা নিয়ে থাকা উচিত নয়। একটু ভালো মত দেখেন। সেক্স এর উন্মক্ততা যে দেশে যত বেশি সে দেশ তত বেশি উন্নত। আমেরিকা,লন্ডন, জার্মানি সব কিন্তু উন্নত দেশ। সুতরাং আমাদের দেশকেও উন্মক্ত সেক্সের দেশ বানাতে হবে। নাহলে উন্নতি করতে পারবো না। আমাদের মা বোনকে পতিতা বানাতে হবে। না হলে উন্নতি হবেনা।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
কে এম শিহাব উদ্দিন বলেছেন: পোস্ট দিয়েই তো দেখি বিপদে পড়ে গেলাম।
কে সারকাজম করতেছে আর কে যে সিরিয়াসলি বলতেছে কিছুই বুঝি না।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
উৎস১৯৮৯ বলেছেন: লেখক বলেছেন: কে সারকাজম করতেছে আর কে যে সিরিয়াসলি বলতেছে কিছুই বুঝি না।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
কে এম শিহাব উদ্দিন বলেছেন:
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
আল ইফরান বলেছেন: লেখক বলেছেন: পোস্ট দিয়েই তো দেখি বিপদে পড়ে গেলাম।
কে সারকাজম করতেছে আর কে যে সিরিয়াসলি বলতেছে কিছুই বুঝি না।
আপনি তো দেখি প্রগতিশীলতা আর মুক্তচিন্তার (আই মিন মুত্রমনাদের) পথে বিরাট অন্তরায় হয়ে দাড়িয়েছেন
বাই দ্য ওয়ে, বাংলাদেশ হচ্ছে একমাত্র মুসলিম দেশ যে দেশে প্রস্টিটিউশান একটা লিগ্যালি রিকগনাইজড প্রফেশন।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০
কে এম শিহাব উদ্দিন বলেছেন: "বাংলাদেশ হচ্ছে একমাত্র মুসলিম দেশ যে দেশে প্রস্টিটিউশান একটা লিগ্যালি রিকগনাইজড প্রফেশন।"
তাই নাকি??
এটা তো জানা ছিল না।
তবে বিষয়টা খুবই খারাপ লাগলো।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
ঝটিকা বলেছেন: আমি আগে জানতাম, সংবিধানেও যে আছে সেটা জানতাম না। এটা যদি বৈধ হয় তাহলে অভাবে পড়ে যারা চুরি ডাকাতি করে সেটা বৈধ হবেনা কেন?
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২
কে এম শিহাব উদ্দিন বলেছেন: সেটাই।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, তাদের অভাব মোচনের চেষ্টা না করে বরং পেশাটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
রাতুলবিডি২ বলেছেন: কে সারকাজম করতেছে আর কে যে সিরিয়াসলি বলতেছে কিছুই বুঝি না।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
কে এম শিহাব উদ্দিন বলেছেন: হুমমমম
সত্যিই
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
রাতুলবিডি২ বলেছেন: এদের কাছে এই পেশা অনেক ভাল একটা পেশা, মহৎ পেশা!
নিজেকে খোদার চেয়ে শক্তিশালী দাবী করা আসিফ
Click This Link
আসিফের কাছে বাবা-মেয়ে বা মা-ছেলে যৌন সম্পর্ক স্বাভাবিক !
Click This Link
পর্ণ সাইট এডমিন আসিফ
Click This Link
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
কে এম শিহাব উদ্দিন বলেছেন: হুমমম।
আসিফ সম্পর্কে জানি
৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০১
তামিম ইবনে আমান বলেছেন: ব্রাদার! দিস ইজ আধুনিকতা !
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
কে এম শিহাব উদ্দিন বলেছেন: কিন্তু এইটা তো বরাবরই ছিল প্রাচীনকাল থেকেই।
সেই বৃটিশ সংবিধানই তো আমরা পরিবর্তন করি নাই ভাই।অনুবাদ করে দিছি খালি।তাই পরিবর্তনটাই সম্ভবত আধুনিকতা হতো।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
কে এম শিহাব উদ্দিন বলেছেন: রেফারেন্স:
Click This Link