নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ বাংলাদেশ

লেখালেখি করার ইচ্ছা আমার দীর্ঘ দিনের

কে এম সুমন

দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!

কে এম সুমন › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্থান যুদ্ধ হিসাবে প্রকাশ করায় প্রথম আলোর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহন করা উচিৎ নয়???

১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:১৯

প্রথম আলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পত্রিকা বলে প্রচার করে এদেশের সুচিল সমাজ খ্যাত অনেক ভারতীয় দালাল বুদ্ধিজীবীগণ। কিন্তু ইসলামী আন্দোলনে বিশ্বাসী এদেশের দেশপ্রেমিক জনগন বরাবরই বলে এসেছে যে প্রথম আলো ভারতীয় সংস্থা 'র' এর দালাল, মুখপত্র ও এজেন্ট।

এরা বরাবর ইসলামের বিরোধীতা করে এসেছে এবং ভারতের চামচামী করে এসেছে। আজ মোদীকে নিয়ে একটি লেখার মাধ্যমে তা আবার প্রমাণ করে দিল যে,

"প্রথম আলো ভারতের দালাল এদেশের শত্রু।"

তারা এদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না।



ভালো করে পড়ে দেখুন।

ভারতে গুন্ডে ছবিতে ইতিহাস বিকৃত করে ১৯৭১ সালে ভারত-পাকিস্থান যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি বলে এদেশের মানুষের সমালোচনার মুখে পড়েছিল।

পরে বাংলাদেশ থেকে দাবি জানানো হয়েছিল যেন ছবিটি থেকে কথাটি বাদ দেয়া হয়। ভারত কথাগুলো বাদ দিতে অস্বীকৃতি জানালেও ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছিল।

তারা ভীনদেশী তাদের বিরুদ্ধে জোরালো একশন নেয়ার ক্ষমতা আমাদের নেই কিন্তু দেশের অভ্যন্তরে যারা এমন অপরাধ করে তাদের বিরুদ্ধেতো ব্যবস্থা গ্রহন করার ক্ষমতা সরকারের রয়েছে??

তাহলে প্রথম আলোতে প্রকাশিত আমাদের মহান স্বাধনতা যুদ্ধ নিয়ে এমন বিকৃত কথা লেখার কারনে প্রথম আলোর কি শাস্তি হওয়া উচিৎ??

অবিলম্বে প্রথম আলোর প্রকাশক, সম্পাদক ও রিপোর্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হক। প্রত্রিকাটিকে সাময়িক ভাবে বন্ধ করে দেয়া যেতে পারে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৯

মদন বলেছেন: যা কিছু কালো, তার সাথে প্রথম আলো Click This Link

২| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৫

ফা হিম বলেছেন: মতির এ জন্য ক্ষমা চাওয়া উচিৎ এবং পত্রিকায় সংশোধনী প্রকাশ করতে হবে। জোরেশোরে একটা প্রতিবাদ হওয়া জরূরী।

১৮ ই মে, ২০১৪ সকাল ১০:২০

কে এম সুমন বলেছেন: অবশ্যই প্রতিবাদ হওয়া উচিৎ।

৩| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

দি সুফি বলেছেন: ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হয় অপারেশন সার্চলাইটের মাধ্যমে, যেটা আমাদের স্বাধীনতা যুদ্ধ। আর ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তান অপারেশন চেঙ্গুস খান নামে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যেটা ৩য় ইন্দো-পাকিস্তান যুদ্ধ নামে পরিচিত।
সুতরাং, ১৯৭১ সালে যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে, ঠিক তেমনি ইন্ডিয়া-পাকিস্তানের মাঝেও যুদ্ধ সংগঠিত হয়েছে।
যদিও পরথম আলু, ভারতীয় দালাল হিসেবেই পরিচিত, তারপরও এখানে ভুল কোন তথ্য নেই।

১৮ ই মে, ২০১৪ সকাল ১০:২৪

কে এম সুমন বলেছেন: কিন্তু ভারততো সেই মানুষিকতার দিক থেকে একথা প্রচার করে না তারা পুরো মুক্তিযুদ্ধকেই ভারত-পাকিস্থান যুদ্ধ বলে প্রচার করে।
তার সর্বশেষ প্রমান গুন্ডে ছবির প্রমোতে 'ভারত-পাকিস্থানের যুদ্ধে বাংলাদেশের সৃষ্টি'- কথাটি উল্লেখ করা।

৪| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

ঢাকাবাসী বলেছেন: উপরে দি সুফি সঠিক বলেছেন। ভাল করে ইতিহাস পড়ুন।

৫| ১৭ ই মে, ২০১৪ রাত ৮:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:

মুক্তিযুদ্ধ হয়েছিল ২০সে মার্চ ৭১ থেকে ১৬ই ডিসেম্বর।
ভারত-পাকিস্তান যুদ্ধ পশ্চিম ফ্রন্ট সহ সর্বাত্ত্বক যুদ্ধ সুরু হয়েছি্ল ৫ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর।

ভারতের দৃষ্টিতে এই ১১ দিন "ভারত-পাকিস্তান যুদ্ধ" বলা হলে মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে বলা যায় না।

১৮ ই মে, ২০১৪ সকাল ১০:২৬

কে এম সুমন বলেছেন: আপনি কি কোথাও ১১ উল্লেখ করে বলেছে??? নাকি পুরো মুক্তিযুদ্ধটাকেই ভারত-পাকিস্থান যুদ্ধ বলেছে??

৬| ১৮ ই মে, ২০১৪ রাত ১২:৪৪

ইসপাত কঠিন বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
মুক্তিযুদ্ধ হয়েছিল ২০সে মার্চ ৭১ থেকে ১৬ই ডিসেম্বর।
ভারত-পাকিস্তান যুদ্ধ পশ্চিম ফ্রন্ট সহ সর্বাত্ত্বক যুদ্ধ সুরু হয়েছি্ল ৫ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর।

ভারতের দৃষ্টিতে এই ১১ দিন "ভারত-পাকিস্তান যুদ্ধ" বলা হলে মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে বলা যায় না

এখানেই তো ঘাপলা। প্রথম আলো ভারতীয় দৃষ্টিকোন দিয়ে কেন দেখবে? কোন জবাব আছে জনাব?

১৮ ই মে, ২০১৪ সকাল ১০:৩০

কে এম সুমন বলেছেন: আপনি সঠিক বলেছেন।। আসলে বিষয়টা হচ্ছে বাংলাদেশটাকে প্রথম আলু গোষ্ঠি তাদের ও তাদের বাপ-দাদাদের নিজস্ব সম্পত্তি মনে করে তাই তারা যেভাবেই প্রচার করুক না কেন তাদের নিকট সবি সঠিক আর আপনি আমি বলতে গেলেই হয়ে যাবো রাজাকার দেশদ্রোহী।।
জুতা মারা দরকার প্রথম আলু সহ সকল ভারতীয় দালালদের।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.