নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ বাংলাদেশ

লেখালেখি করার ইচ্ছা আমার দীর্ঘ দিনের

কে এম সুমন

দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!

কে এম সুমন › বিস্তারিত পোস্টঃ

জাতীয় সম্প্রচার নীতিমালা সকল চ্যানেলকে বি.টি.ভি বানানোর প্রয়াস মাত্র।।

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৬

এসময়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে তথ্য মন্ত্রনালয় কর্তৃক গৃহিত "জাতীয় সম্প্রচার নীতিমালা" নিয়ে।

কেন সরকার এই নীতিমালা গ্রহন করেছে এনিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে।। কিন্তু আমার মতে এর কারন হল নিম্নরুপঃ



১৯৯৬-১৯৯৯ সালে যখন আওয়ামী সরকার ক্ষমতায় তখন দেশের মধ্যে ডিস এর ব্যবহার এত প্রচলিত ছিল না। একটি উপজেলায় দু-এক জনের বাসায় দেখা যেত। তাই বি.টি.ভিই ছিল একমাত্র ভরষা। আর সকলে ভাল করে জানেন বি.টি.ভি হচ্ছে সরকারী চ্যানেল। যখন যে সরকার ক্ষমতায় থাকে বি.টি.ভি তখন তার ব্যক্তিগত চ্যানেলে পরিনত হয়। তাই যতদিন যে ক্ষমতায় থাকে ততদিন বি.টি.ভিতে বিরোধী পক্ষের নেতা-কর্মীদের পজিটিভ কোন সংবাদ শুনতে পাওয়া যায় না এমনকি বিরোধীদলের প্রধানের ছবি একটি বারের জন্য পর্দায় ভেসে উঠে না।

তখন প্রায় সম্পূর্ন সময়জুড়ে থাকত শেখ মুজিবকে নিয়ে প্রচারনা। বিষয়টা এমন একটা পর্যায় গিয়েছিল যে দেশের মানুষের মুখে মুখে একটা ছড়া প্রচলিত হয়েছিল আর তা হল, "বাজারে গেলে সিলভার কাপ আর টি.ভি খুললেই শেখ হাসিনার বাপ।"

উল্লেখ্য যে সে সময় মাছের বাজারে সিলভার কাপ মাছ অনেক সহজলভ্য ছিল।

আর পর্যাপ্ত স্যালেটাইট চ্যানেল না থাকার কারনে মানুষ বাধ্য হয়ে একটু বিনোদনের জন্য বি.টিভি দেখত।

কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে ঘরে ঘরে ডিস থাকার এখন আর কোন মানুষ বি.টি.ভি দেখে না।

অপরদিকে বেসরকারী চ্যানেলগুলোকে সরকার ইচ্ছামতো ব্যবহার করতে পারে না এবং তাদের প্রচার প্রচারনাও চালাতে পারে না তাইতো সরকার এখন এসব নীতিমালার কথা বলে তাদের নিজস্বকাজে প্রাইভেট চ্যানেল গুলো ব্যবহারের চেষ্টা করছে।

এর প্রমাণ ইতোমধ্যে দেশের জনগন পেয়েছে বি.টি.ভির সংবাদ বাধ্যতামুলক ভাবে সকল চ্যানেলে প্রচারের আদেশ দেখে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৬

রেজওয়ান26 বলেছেন: বর্তমান বাংলাদেশে যতগুলো টিভি চ্যানেল আছৈ তার বেশির ভাগই (৯০%) তো বিটিভির মত খবর প্রচার করে। তাই এই নীতি বাস্তবায়ন খুব সহজ হবে।

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২০

কে এম সুমন বলেছেন: না তারপরও সমস্যা রয়েছে। নীতিমালার বিজ্ঞাপন অনুচ্ছেদে একটু শীতিলতা আনলে মনে হয় একটু সহজ হতে পারে।

২| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৬

ঢাকাবাসী বলেছেন: জিম্বাবুয়েতে প্রায় এরকম আইন! উ.কোরিয়াতেও!

৩| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩২

খাটাস বলেছেন: বাজারে গেলে সিলভার কাপ আর টি.ভি খুললেই শেখ হাসিনার বাপ।"
হাহাহা এটা খুব মজা পেলাম।
এত নিতিমালা না থাকলে ডিজিটাল বাংলাদেশ তো হয় না :#>

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৭

কে এম সুমন বলেছেন: মজা পাইছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ পড়ার জন্য।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.