![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
আজ একটি বইয়ের পঞ্চাশ পৃষ্ঠার মত পড়লাম। বইটি অনেক পুরোনো কিন্তু কয়েকটি বিষয় এমন মনে হয়েছে যা বর্তমান কিছু বিষয়ের সাথে হুবহু মিল রয়েছে। বইটির নাম হচ্ছে, "সে কাল আর এ কাল।" লেখক- শ্রী রাজনারায়ণ বসু। বইটি কলিকাতা থেকে নতুন বাঙ্গালা যন্ত্রে শ্রী যোগেন্দ্রনাথ বিদ্যারত্ন কর্ত্তৃক মুদ্রিত ও প্রকাশিত হয়। তবে প্রকাশের তারিখ ও সাল নিয়ে আমি একটু চিন্তায় পড়েছি। কিছুতেই মিলাতে পারছি না।
বইয়ের প্রথম সংস্করন নিয়ে লেখকের লেখার শেষে তার নামের নিচে রয়েছে ২২ এ আশ্বিণ ১৭৯৬ শক লেখা। আর দ্বিতীয় সংস্করণ সম্পর্কে লেখার লেখকের নামের নিচে রয়েছে ২২ এ চৈত্র ১৮০০ শক। এখানে ১৭৯৬ শক এ কি বুঝানো হয়েছে?? ইংরেজী সাল নাকি বাংলা সাল?? যদি ইংরেজী হয় তাহলে বাংলা তারিখের পর ইংরেজী সাল কেন? আর বাংলা হওয়ারতো প্রশ্নই আসে না কারন বাংলা এখনো ১৫০০ ই পুরন হয়নি?? কেউ কি বিষয়টি আমাকে একটু পরিষ্কার করে বুঝাবেন? তবে বইটি পড়ে ভালো লেগেছে।
২| ২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
শ্রাবণধারা বলেছেন: শক হল শকাব্দ, যা ভারতীয় উপমহাদেশে বহুলপ্রচলিত এক প্রাচীন সৌর অব্দ। এই অব্দ বঙ্গাব্দের ৫১৫ বছর পূর্বে এবং খ্রিস্টাব্দের ৭৮ বছর পরে প্রচলিত হয়।
তার মানে আপনার ১৭৯৬ শক হল ইংরেজী ১৮৭৪ সাল আর বঙ্গাব্দ ১২৮১।
আরও তথ্যের জন্য দেখুন:
View this link
৩| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ৭:১৭
কে এম সুমন বলেছেন: thanks all commenters for give this information...
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
জুন বলেছেন: খৃস্টপূর্ব ৭৫ অব্দে ভারতে শক সাম্রাজ্য প্রতিষ্ঠার লগ্ন থেকে গণনা শুরু হয় শকাব্দ বা শক