নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার আমিরে খুঁজিয়া বেড়াই....

অচেনা আগন্তুক

অচেনা আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

বেঁচে যাব সবাই- সত্যিকারের জীবনোবোধে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

কি হবে কবিতা লিখে?

যখন আঁধারে অক্ষরগুলো হারিয়ে যায়!



পিতার অপত্য স্নেহ, মায়ের আকুতি

ফালাফালা হয় নেশার ঘোরে,

অবোধ পিতা-মাতার সীমাহীন

লাগামহীন অনুশাসনহীন আত্মজ;

জীবন কেড়ে নেয়!



গণতন্ত্রএ কি তেমনি অবোধের হাতে নয়?



শুধু আত্মজের নিহত হওয়াই

আমাদের টনক নড়ায়!!!

তাও একপেশে; স্বার্থ পিছু ছাড়ে না!

আমরা নিহত হবার লাইনে দাড়াই!!



ব্যক্তি কেন্দ্রিকতা, স্বার্থ, লোভের মারনাস্ত্র-



কুড়ে কুড়ে খায় ব্যক্তি, পরিবার, সমাজ

ঘুণে ধরা প্রতিটি পিলার

শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, বিচার,

ঘুনপোকা কিলবিল করে, পতনের পূর্ব পর্যন্ত!!!



ধর্ম, নৈতিকতা, হাজার বছরের চেতনা!



ঝড়াপাতার মতো কুড়মুড়ে পায়ের তলায়

ডিস্কো, ডিজে, ইয়াবা, দূর্নীতি, স্বজনপ্রীতি

আত্মমূখীতা, বালূতে মুখ গুজে

প্রলয়ের অপেক্ষায়-আমরা সুশীলতায়।।



উন্নয়ন, অগ্রগতি, এগিয়ে যাওয়ার নেশায়



কর্পোরেট চাপে, নেকটাই উড়িয়ে

মিথ্যা, ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা

ঠগবাজি চতুরতা আর উন্নাসিকতায়

দলে দলে ঝাপিয়ে পড়ছি-আত্মহত্যার মহাসাগরে!!!



এক চিলতে মরিচিকা আশা-যদি জাগাতে পারি



শুভবোধ, শান্তি, প্রেম সহানুভূতিও

কল্যান, সার্বজনিনতা, সামগ্রিকতা

দেশাত্ববোধ, মাতৃত্ববোধ, আত্মজাগৃতি

বাঁচিয়ে দেবে, শপথ করে বলছি,

বেঁচে যাব সবাই- সত্যিকারের জীবনোবোধে।।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

অচেনা আগন্তুক বলেছেন: আশা-যদি জাগাতে পারি

শুভবোধ, শান্তি, প্রেম সহানুভূতিও
কল্যান, সার্বজনিনতা, সামগ্রিকতা
দেশাত্ববোধ, মাতৃত্ববোধ, আত্মজাগৃতি
বাঁচিয়ে দেবে, শপথ করে বলছি,
বেঁচে যাব সবাই- সত্যিকারের জীবনোবোধে।।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

অচেনা আগন্তুক বলেছেন: ব্যক্তি কেন্দ্রিকতা, স্বার্থ, লোভের মারনাস্ত্র-

কুড়ে কুড়ে খায় ব্যক্তি, পরিবার, সমাজ
ঘুণে ধরা প্রতিটি পিলার
শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, বিচার,
ঘুনপোকা কিলবিল করে, পতনের পূর্ব পর্যন্ত!!!

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

বোকামন বলেছেন:
ভাষা নেই মন্তব্য করার ...
সত্যিকারের জীবনোবোধ আসুক আমাদের সকলের মাঝে।।

ভালো থাকুন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

অচেনা আগন্তুক বলেছেন: ধন্যবাদ।

আপনিও ভালো থাকুন।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৭

অচেনা আগন্তুক বলেছেন: শুভবোধ, শান্তি, প্রেম সহানুভূতিও
কল্যান, সার্বজনিনতা, সামগ্রিকতা
দেশাত্ববোধ, মাতৃত্ববোধ, আত্মজাগৃতি
বাঁচিয়ে দেবে, শপথ করে বলছি,
বেঁচে যাব সবাই- সত্যিকারের জীবনোবোধে।।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: @বোকামনের সাথে সহমত।


সত্যিকারের জীবনোবোধ আসুক আমাদের সকলের মাঝে।

++++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

অচেনা আগন্তুক বলেছেন: ধন্যবাদ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যক্তি কেন্দ্রিকতা, স্বার্থ, লোভের মারনাস্ত্র-

কুড়ে কুড়ে খায় ব্যক্তি, পরিবার, সমাজ
ঘুণে ধরা প্রতিটি পিলার
শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, বিচার,
ঘুনপোকা কিলবিল করে, পতনের পূর্ব পর্যন্ত!!!

ধর্ম, নৈতিকতা, হাজার বছরের চেতনা!

ঝড়াপাতার মতো কুড়মুড়ে পায়ের তলায়
ডিস্কো, ডিজে, ইয়াবা, দূর্নীতি, স্বজনপ্রীতি
আত্মমূখীতা, বালূতে মুখ গুজে
প্রলয়ের অপেক্ষায়-আমরা সুশীলতায়।।

আপনার লাইনগুলো ব্যবহারের অনুমতি চেয়ে রাখলাম। :)

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০

অচেনা আগন্তুক বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:০৬

অচেনা আগন্তুক বলেছেন: এক চিলতে মরিচিকা আশা-যদি জাগাতে পারি

শুভবোধ, শান্তি, প্রেম সহানুভূতিও
কল্যান, সার্বজনিনতা, সামগ্রিকতা
দেশাত্ববোধ, মাতৃত্ববোধ, আত্মজাগৃতি
বাঁচিয়ে দেবে, শপথ করে বলছি,
বেঁচে যাব সবাই- সত্যিকারের জীবনোবোধে।।

নিজের কাছৈই ভাল লাগল। কথা গুলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.