নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

" আমি বন্দে বন্দি "

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৬


আমি বন্দে বন্দি, চাইলেও বাবুইর মত ডান মেলতে পারি না,
কবিদের কবিতা পড়ে মন নড়াচড়া করে,
কবির মনের কথা পড়ার পর মন বিমনা হয়ে উড়াল দেয়,
রাতের শেষে আরেকটা দিনের শুরু, আবার রাত,
ঠিক তেমন একটা কবিতার পর আরেকটা কবিতা।
কবি! কেউ কিছু করেনি বলে আপনি বসে থাকতে পারবেন না,
আপনার পেট আছে, আছে পিঠ, রোদে মগজ তাতায়, ছাতা লাগবে,
কেউ বানায়নি বলে আপনি তো আর ঠাঠা রোদে পুড়বেন না,
হয়তো কলাগাছের পাতা অথবা গুবাকের খোলে সূর্যকে আড়াল করবেন,
বিধায় কিছু করতে হলে নিজেকেই করতে হয়।
বাবুই বাসা বানাতে পারে, কোকিলা দূর থেকে তাকিয়ে থাকে,
কাক অথবা শালিকের ডিম ফেলে কোকিলের ছানা বড় হয়,
আমরা কি তাইলে অন্য ডিম?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


কার ডিম থেকে কে হয়, একজন জানেন!

আপনি কোথায় হারিয়ে গেলেন? পলাশ মিয়া বেশ কিছুদিন ব্লগ কাঁপালো, তারপর নিরুদ্দেশ?

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কোকিলের লীলা খেলা একবার দেখেছিলাম।
কোকিল বাসা বানাতে পারে না এবং কোকিল ছানা ডিম থেকে বেরিয়ে অন্য ডিম ফেলে দেয়। :)

হাতে অনেক অসমাপ্ত বই। দুইটা শেষ করেছি, আরো দুইটা শেষ করতে হবে। পলাশমিঞার গলায় দা লাগিয়ে রেখেছে।
আজ অবশেষে এই নিক থেকে লগিন করতে পেরেছি।
এবার আমি ব্লগিং করব। পালাশমিঞা কাল্পনিক চরিত্র।

খোঁজখবরের জন্য আন্তরিক ধন্যবাদ। কৃতজ্ঞতা জানবেন।

২| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


পলাশ মিয়ার মতো করে কিছু লিখুন, ব্লগারেরা বুঝুক আপনি আছেন!

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গলায় দা লাগাবে। আমার আসলে বন্ধুবান্ধব নেই। ব্লগে আসলে আপনাদের সাথে গল্প করতে পারি।

ক্ষমা চাই ক্ষান্তি।

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২০

বিদ্যুৎ বলেছেন: খুব ভাল। ফিরে আসায় শুভ কামনা রইল।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পলাশমিঞার গলায় দা লাগিয়েছে :(

৪| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৬

ধ্রুবক আলো বলেছেন: বুঝলাম না খুব

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাদ দেন দাদা, আমি নিজেই এখন বিভ্রান্ত।

পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ সব রহস্য ঘেরা কথা। ভালো লাগলো।
আমরা কি আসলেই অন্য ডিম !!!

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লোকে বলে কোকিল খাওয়া হারাম। হালাল হলে সেই কবে ঝামেলা শেষ করতাম।


পড়ার জন্য ধন্যবাদ।

৬| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কোকিল কি কোন ঝামেলা বাঁধায় ?
কোকিল তো মিষ্টি সুরে গান গায়, মানুষের মন ভরিয়ে দেয় কোন বিষণ্ণ ঘেরা মুহূর্তে।
এটাই কি ঝামেলা মনে করছেন !

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কোনো একদিন আমিও কোকিল ভালোবাসতাম। কোকিল পোষার জন্য বনবন ঘুরতাম। এখন ঘৃণা করার কারণ কোকিলরা খুনি। ওরা নিজে বাসা বানাতে পারে না। পরের বাসায় ডিম পাড়ে এবং ডিম ফোটে বাচ্চা বেরিয়ে প্রথম যা করে তা হলো, অন্য ডিমকে বাসা থেকে ফেলে দেয়।

আশা করি এখন খোলাসা হয়েছে।

৭| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, কিছুটা বুঝলাম। মিষ্টি কথার আঁড়ালে অনেক বিধ্বংসী মনোভাব।
বোঝা মুশকিল !! তাই বুঝি ভুল হয়ে যায়।
আপনার সাথে (৫নং প্রতিউত্তরের) একমত হয়ে গেলাম।
শুভকামনা রইল, ভালোবাসা সবসময়।

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

৮| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩

কাছের-মানুষ বলেছেন: ভাইজান পলাশ মিয়া কি জেনারেল থেকে সেইফ এ পদন্নোতি পেয়েছে ?
যাইহোক ফিরে আসায় অভিনন্দন রইল!

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না গো ভাই, পলাশমিঞাকে কালাপানিতে চালান করা হয়েছে।

আমি এখন আপনাদের সাথে থাকব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.