নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

সুখে থাকতে চাই!

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৬



শুধু ধনদৌলতে ধনী হওয়া যায় না। ধনী হতে হলে একটা সুন্দর মনের দরকার। একে অন্যের সাথে সুখ দুঃখ ভাগ করতে হয়। অন্যায়ের সাথে লড়তে হয়। ধনীরা অসহায়ের সাথে অন্যায় করে। অসহায়রা একে অন্যকে সাহায্য করে। মৃত্যুর মতো তিক্ত সত্যাকে ধনীরা মিথ্যা প্রমাণ করতে চায়। গরিবরা বিশ্বাস করে মৃত্যু একদিন হবেই এবং দুঃখের অন্ত হবে। গরিবের পাতে ভাত না পড়লে তাদের মনে শান্তি থাকে। ওরা বিশ্বাস করে সুখের দেখা না পেলেও দুঃখ তাদের সাথি। ধনীরা গরিবকে এড়িয়ে চলে। ধনীরা গৃহহারা এবং সর্বহারার মর্মব্যথা বুঝে না। শুধুমাত্র গৃহহারা এবং সর্বহারারা একে অন্যের মর্মব্যথা বুঝে। ধনীরা আরও ধনের জন্য মরিয়া। গরিবের পাতের ভাত বেচে ধনীরা আরও ধনে হতে চায়।
জগতে ধনীর সংখ্যা বাড়তে শুরু করেছে, সুখি মানুষের সংখ্যা কমতে শুরু করেছে। গরিবা এখন ধনীদের সাথে দূরত্ব বজায় রাখে। গরিবরা বুঝতে শুরু করেছে, ধনীরাই আসল কাঙাল এবং অসহায়।

গরিবরা ভুখা থাকতে ভয় পায় না। সুখ ভাগ করতে ভয় পায় না। সানন্দে দুঃখ ভাগ করে। গলাগলি করে বলে, দুঃখের নিশি ভোর হবেই, এই তো সুখে আছি।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৬

উম্মে সায়মা বলেছেন: 'সুখী মানুষ' গল্পটার মত। যার গায়ে জামা নেই সেই সবচেয়ে সুখী। আর যার ধন দৌলতের অভাব নেই তার মনে সুখের কানাকড়িও নেই।
শুভ কামনা পলাশমিঞা ভাই :)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই গল্প লেখার আগে একটা ভিডিও দেখেছিলাম এবং আমার বাস্তব জীবনের সাথে একটু মিলিয়ে লিখেছি।

জী, সুখী মানুষ গল্প আমি পড়েছিলাম।

আরও অনেক কিছু লিখতে চেয়েছিলাম, গলায় দা লাগাবে তাই লেখিনি। এখন সবদিকে খেয়াল করে ভালোমানুষের মত লিখতে হবে।

২| ২১ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:০২

উম্মে সায়মা বলেছেন: এত ভয় পাবার দরকারর নেই ভাই। যে জিনিসকে আপনি খুব বেশি গুরুত্ব দেবেন সেটা আপনার কাছ থেকে আরো ছুটে ছুটে যাবে। ভালোবাসার টানে সামুতে বারবার ফিরে আসেন বুঝি। আমরা সবাই ভালোবেসে শত ব্যস্ততার মাঝেও সামুতে সময় দেই। কিছু চিন্তাভাবনা করে পোস্ট দেয়া উচিৎ সেটা ঠিক আছে কিন্তু এত বেশি টেনশন থাকলেতো ব্লগিং করে শান্তি পাবেন না B:-)

২১ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জানি এই জন্য আমি পলাশমিঞা থেকে ব্লগিং করতাম। যাক, এখন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসব।

৩| ২১ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:১২

বিদ্যুৎ বলেছেন: জি জনাব, আপনার সুন্দর একটা মন আছে এটা আমি জানি। সময়ের অভাবে সুন্দর মানুষের সাক্ষাৎ থেকে বঞ্চিত হচ্ছি।
ধন্যবাদ জনাব।

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সাথে কিন্তু কফি খাওয়া হয়নি। সেদিন কী চা খেয়েছিলাম মনে হলে এখনও গায় কাঁটা দেয়। নিড দিয়ে চা আমি খাই না।


কবে আসবেন?

৪| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৬

প্রাইমারি স্কুল বলেছেন: ছোট লেখা মর্মার্থ অনেক

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। লেখর আগে একটা ভিডিও দেখেছিলাম।

৫| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তোমার এই লেখাটির অন্তর্নিহিত তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ পলাশ।

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ।

৬| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫২

ধ্রুবক আলো বলেছেন: সুখে থাকতে চাই +

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ দাদা।


চাইলে আমরা সবাই সুখে থাকতে পারব। :)

৭| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো আলোচনা। কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ভালো লাগলো।

ধনিদের সাথে গরীবরা একটু দূরত্ব বজায় রাখে। আমার মতে তাই ভালো। ধনিদের মনে সবসময় হিংসা আর অহংকার কাজ করে। আমি অহংকারী লোকদের ঘৃণা করি। আত্মমর্যাদা ভালো, তবে আত্ম অহংকার একটু কেমন যেন, অন্যকে ছোট করে ভাবায়। গরীবের কাছে আত্ম মর্যাদা থাকে, আত্ম অহংকার কমই থাকে তাই তারা একে অপরকে সহযোগিতা করে। ধনিরা তা পারেনা।

গরিবি আমার অহংকার।

অনেক কৃতজ্ঞতা ভাই, আপনাকে পেয়েছি বলে।
শুভকামনা রইল।

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবার দেহে ৬ টা রিপু আছে।

পড়ার জন্য ধন্যবাদ এবং মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

৮| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

নীল-দর্পণ বলেছেন: নতুন পরিচয় জানতাম না কিন্তু পুরনো পরিচয়টা দেখে মন কেমন চনমন করে উঠলো। ব্লগে এসে পুরনোদের দেখলে কী যে ভাল লাগে। ভাল আছেন নিশ্চই?

২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি খুশি হয়ে মন্তব্য করেছিলাম। পুরানকে দেখলে মন আশ্বস্ত হয়, অন্তত সাথি আছে।
জি আমিও ভালো আছি। বিশ্বাস করি আপনিও ভালো আছেন।

৯| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এইতো বেশ আছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লু হাল । সুখী করার মালিক যদি অন্তরে সুখ লিখে দেন।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বিশ্বাস করি সুখের মালিক আল্লাহ। আল্লাহকে আমি সেজদা করি।
আমরা সুখে আছি। আমিন।

১০| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের প্রতিটি মানুষ সুখে থাকার মতো সম্পদ আছে; প্রতিটি জাতিতে, বিশেষ করে অশিক্ষিত জাতিদের বেলায় সামান্য কিছু লোক সব দখল করে নেয়; ফেল, বাকীরা দারিদ্রতার মাঝে থাকে।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্য বলেছেন।
তবুও গরিবের মনে একটু সুখ বেশি থাকে।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২২

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: ধনী হতে হলে একটা সুন্দর মনের দরকার। খাঁটি কথা। নিজেকে এবার কিছুটা ধনী ধনী মনে হইতেছে। হা হা।
আসলে প্রাপ্তির আকাঙ্খা যার যত বেশী সে তত অসুখী।
আলহামদুলিল্লাহ! সুখেই আছি। সকলের জন্যই সুখ কামনা করি। সুখে থাকুন আপনিও।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সুখ শান্তি এবং স্বস্তি হোক আপনার সাথি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.