নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

তোমারও লাগিয়া

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০০



বর্ষায় সায়রে ভাসান জল,
ভেলায় বসে ভাটিতে ভাসতে মন চায়।
বাতাসে কদমের সুবাস, কোকিলা লুকিয়েছে বনে,
নদী ঘটে বসে মাঝি গুনগুন করে।
নির্জন নিরালায় বসলে মন একলা হয়,
দোকলার জন্য মন আনচান আনচান করে।

মন্তব্য ৪৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০

ওমেরা বলেছেন: মনকে শক্ত রশি দিয়ে বেঁধে রাখেন ।

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা, আপনিতো মজার মানুষ!

তোমারও লাগিয়া মনে আনচান আনচান করে
মন বান্ধিবার লাগি পাট দিয়ে দড়া বানিয়েছি। :P

২| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
গুরু.... একবারে ফাটিয়ে দিয়েছেন B-)

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গুরু গো, মন্ত্র চাই।

৩| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: তোমারও লাগিয়া সদাই কান্দে আমার প্রাণ প্রাণ বন্ধু কালিয়া রে!

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দাদা, আপনি অনেক দূর চলে গিয়েছেন আমি আসলে মজা করার জন্য লিখেছিলাম।

আসলে লিখতে চেয়েছিলাম "তোমারও লাগিয়া নতুন সাজে সেজেছি" পরে ভাবলা বেশি গম্ভির হয়ে যাবে। তাই যা মনে এসেছিলা তা লেখেছি।

মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৪| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আছে আছে ...... খুব সুন্দর লিখেছেন কিন্তু ! B-)

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যি!?

আমি আসলে মজা করে লিখেছিলাম।

৫| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


এখন বজরার দরকার, ভেলার দিন চলে গেছে।
হাওরের জলে ডুবে গেছে কৃষকের ধানক্ষেত।

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি তো মারাত্মক গান লিখেছেন!

৬| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:

সত্যিই তিন সত্যিই সুন্দর ........................ B-)

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তিন সত্যের এক সত্য মিথ্যা হলে দাঁতে ব্যথা হবে! :P

৭| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:

সমস্যা নেই ! এমনিতেই আমার আক্কেল দাঁত নেই । ডাক্তারি ভাষায় ৮ নাম্বার দাঁত । অপারেশন করে তুলে দিয়েছে । এটা কিন্তু মিথ্যা কথা না, একদম সত্য কথা । B-)

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আহহারে! দাঁত ফালাইলেন কেন? আবার উঠবে তো!

আমার একসাথে উঠেছিল। আমার বউর এক দাঁত কয়েকবার উঠেছিল। এখন ব্যথা হলে চিল্লাচিল্ল করে বলে, মাই গো আরেকটা গজাচ্ছে গো! (হাহাহাহাহা)

৮| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ দাদা।

৯| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
৮ নাম্বার দাঁত ..... এই বেটা বড্ড ঝামেলা করছিল । B-) আর এর নাকি প্রয়োজনও পরে না। তাই, শুভ কাজ সেরে ফেলেছি । এতে করে ডাক্তার সাহেবেরও কিছু লাভ হয়েছে। এই আর কি, আমি কত মহৎ মানুষ .... তাই না গুরু B-)

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা তো বটে, তবে সমস্যা হলো, বদ আক্কেলদাঁতরা বার বার এক জায়গায় গজায়!

আপনার অনেক আক্কেল আছে!! B-)

১০| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আর সম্ভবনা নেই শিকড় উপড়ে দিয়েছে ................


এবার যাই গা B-)
ভালো থাকুন।

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাসি খুশি থাকবেন।

১১| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৫

তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগা রইল প্রিয় কবি.....

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার নিক কিন্তা মারাত্মক ঝামেলা মার্কা বিশেষ করে আমার জন্য। ছন্দে ভাবে অর্থে মালিতে পারছি না।

"I have a request for you." বাংলায় হবে তোমার অথবা আপনার কাছে মিনতি।



১২| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছোট্ট হলেও অনেক সুন্দর কবিতা। যাক ফিরে এসে হয়তো দেখলেন সহ ব্লগাররা আপনাকে ঠিক মনে রেখেছে। বিষয়টি আপনার নিজেরও ভাল লাগার কথা।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পলাশমিঞার গলায় দা লাগিয়ে রেখেছে :(

১৩| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা সুন্দর হইছে, ভালো লাগলো। একদম স্বীকৃত।

শুভকামনা রইল প্রিয় কবি।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৪

উম্মে সায়মা বলেছেন: এখনো যদি দোকলার জন্য মন আনচান করে তাহলে কিভাবে হবে :P তবে ভালো হয়েছে :)

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দুঃখের কথা হলো সারাদিন একলা বসে থাকি দোকলা আমার ধারেপাশে আসে না। চায়ের সময় হলে চা দিয়ে যায়। কিছুর প্রয়োজন হলে হেঁকে বলে, এটা চাই ওটা চাই।

যন্ত্রণা!

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩০

সচেতনহ্যাপী বলেছেন: পুরাই জমাটি আডডা =p~ ।।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তিন সত্য করে সত্য বলছি আমি আসলে মজা করে লিখেছিলাম :P

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: তিন সত্যের এক সত্য মিথ্যা হলে দাঁতে ব্যথা হবে! [/sb
আর আমি কবিতা বুঝিই না :-P

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার দাঁতে সত্যি ব্যথা হবে :P

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৫

উম্মে সায়মা বলেছেন: তাহলে দোকলাকে এই কবিতা দেখান :-B

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না থাক, এখন বেশি ব্যস্ত। কবিতা পড়ার কথা বললে খামোখা আমার সাথে চিল্লাচিল্লি করবে। |-)

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: ব্যাথা-টেথা হারিয়ে গেছে,সেই ৩৫/৪০ বছর আগেই।। এখন শুধু ঝড়ার পালা।। যা যাবে আসে না।।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা, নকল দাঁতেও ব্যথা হয়। :P

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩২

মোস্তফা সোহেল বলেছেন: ছোট্ট মিষ্টি কবিতাটি অনেক ভাল লাগল। ভাল থাকবেন কবি।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হে পাঠক, আপনার মন্তব্যে মম প্রাণবন্ত হয়েছি।
আপনার জন্য মঙ্গলকামনা করি। আপনার মঙ্গল হোক।

২০| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গুরু কবিতাতো বেশ জব্বর হইছে।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি জব্বর মানুষ। আপনি কেমন আছেন?

২১| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৩

নতুন নকিব বলেছেন:



মনে রঙ ধরেছে না কি?

মাঝে মাঝে রঙ খারাপ না।

ভাল আছেন তো?

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কিন্তু আমার জান চমকিয়েছেন! ভিতরে মানুষ নাকি? :(

আমি ভালো আছি। আপনার খবর কী?

২২| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল আছি ভাইয়্যা। আপনি কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.