নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

মাথা নষ্টের মন্ত্র

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৮



কবিতারা এখন বাতাসে বসে গুনগুন করে গান গায়,
কউতররা দুলায় বসে দুল খায়।
কবিদের হাবভাব বুঝি না,
কউতরের কল্লায় গুল্লি মেরে বলে, আজ কবিতা লিখব।
কবিতা লিখে কবিরা সফলও হচ্ছে,
তবে বেশির ভাগ অভাগা, পাতে ভাত পড়ে না।
কবি হতে হলে প্রশান্ত হতে হয়, কবিদের পেট পিঠ নেই।
কল্পনার কল্পনায় কাল্পনিক সব কল্পনা,
আজ কাল জান ডাকলে জানরা ধমকায়।
অনন্তাকাশে মেঘ, পরিবেশ খুব সুন্দর,
জংলায় সোনার হরিণ থাকে, চাইলে ধরা যায় না,
তবে চাইলে পাপমোচন হয়,
শাপমোচন সহজে না হওয়ার কারণ মানুষের মনে দাগা লাগে।
তিন সত্যের এক সত্য মিথ্যা হলে দাঁতে ব্যথা হয়,
তোমারও লাগিয়া মনে আনচান আনচান করে,
মনকে বাঁধার জন্য পাট দিয়ে দড়া বানিয়েছি,
এখানে আবেগপ্রবণ হয়ে লাভ হয় না।
যন্ত্রের ভিতর আন্তরাত্মা নেই,
স্বপ্ন নিয়ন্ত্রণ করলে বাস্তব যান্ত্রিক হয়।
হে পাঠক, তব মন্তব্যে মম প্রাণবন্ত হয়েছি,
সবার মঙ্গল হোক, এই কামনা করি।


মাথা নষ্টের মন্ত্র

মন্তব্য ৬২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৮

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা লিখে কবিরা সফলও হচ্ছে,
তবে বেশির ভাগ অভাগা, পাতে ভাত পড়ে না। বাহ বেশ বলেছেন।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার চার পাশে কবি, মাঝখানে আমিও কবি। কবিদের ঘরের খবর আমি জানি। :(

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৯

কবীর বলেছেন:

ছবি দেখে তো পুরাই জাগ্রত ঘুমের মধ্যে দিয়ে যাচ্ছি ................। পুরাই লুল । B-)

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছবি কিন্তু আমার। আমি বানিয়েছিলাম।

কবিতার কথা কিছু বলবেন না? :(

৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৯

আমি চির-দুরন্ত বলেছেন: হে লেখক, মন্তব্য কিন্তু করিয়াছি,
আপনারও মঙ্গল হোক, এই কামনা করি।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পিঁয়াজের খবর কী?


আপনার মঙ্গল হোক।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, মাঠে মুগ্ধ ।
শুভেচ্ছা রইল ।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ ডাক্তরসাহেব।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৫

কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ++++

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অদ্য আমি যা করছি তা আপনাদের সাথে শেয়ার করছি।


এই কবিতা শুধু মন্তব্য দিয়ে বানিয়েছি।

আমার হাতে ৭০০ পৃষ্টা আছে শুধু মন্তব্য তা দিয়ে চারটা উপন্যাস বানাতে হবে। দুইটা হয়েছে এখন তিন নম্বরটায় কাজ করছি, এটা শেষ হলে ৪ নং আপসে শেষ হবে।

দোয়া কাম্য।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


মানুষ নিজের জীবন ও প্রকৃতিকে বিবিধভাবে অনুধাবন করতে চায়, কল্পনা করতে চায়, প্রকাশ করতে চায়; যাঁরা ভাষায় ও ভাব দিয়ে তা প্রকাশ করতে পারেন তাঁরাই কবি।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনি সত্য বলেছেন।

আপনার সূত্র মতে আপনি মরমি কবি। (আমার কাছে প্রমাণ আছে)

৭| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৬

কবীর বলেছেন:
বানিয়ে ফেলুন তারাতারি ...... অবশ্যই দোয়া করি । আমার শখের লেখালেখি ; শুধুমাত্র সামু ব্লগে লিখি । এ ছাড়া কোথাও কোন লেখা হয় না, আর তেমন সময়ও পাইনা । লেখালেখি সাধনার বিষয়ও বটে।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তিন নং এ কাজ চলছে। সাথে মাথা নষ্টের মন্ত্রেও কাজ চলছে।

আমার জন্য দোয়া করবেন।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

ধ্রুবক আলো বলেছেন: কবিতা সহজ বিষয়, অনেক কঠিন।

২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইতা কিতা কইলেন দাদা?

আজ কাল কবিতা পড়তেই পারি না দাঁত কটকট করে :(

৯| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

গেম চেঞ্জার বলেছেন: কবিতা জটিল চ্যাপ্টারের ব্যাপার স্যাপার! :|

২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি হয়, আমিও স্কুলে ভর্তি হয়েছি।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

হাতুড়ে লেখক বলেছেন: কবিতা কবির সন্তান হলে, কবি কার সন্তান?

২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এত জটিল প্রশ্নের উত্তর আমি কোথাও পড়িনি। আবার স্কুলে যেতে হবে।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

হাতুড়ে লেখক বলেছেন: উত্তরটা আমি জানি। কিন্তু আমি উচ্চামার্গীয় বোবা। B-)

২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কিচ্ছু করার নেই, কবি হতে চাই না।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

হাতুড়ে লেখক বলেছেন: আপনি কবি না হোলে আমাদের তৈল নিঃসৃত হওয়ার একটি যন্ত্র কমে যাবে। অতএব আপনি কবি হয়ে উঠুন (এত দিনে হওয়ার কথা!)। আমরা তৈল দেব। সৌদি আরবে তৈলের দাম কম ।

২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি হয়তো আমার খনির খবর জানেন না। তেলের সাথে আমি দূরত্ব বজায় রাখি। ডাক্তার আমাকে কড়া আদেশ করেছে।
কবি হয়ে ভুখে মরতে চাই না। এমনিতেই নুন আনতে গেলে পান্তা ফুরায়। সৌদের সাথে আমার সম্পর্ক তেমন ভালো নয়। আমি দৈনিক এক মাইল অন্তত হাঁটি। প্রয়োজনে সাইকেলে চালাব তবুও তেল কিনব না।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৫

সিনবাদ জাহাজি বলেছেন: তোমারও লাগিয়া মনে আনচান আনচান করে,
মনকে বাঁধার জন্য পাট দিয়ে দড়া বানিয়েছি

:P

আজকাল পাটের দড়ি তেমন একটা চলছে না

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসিতেছে!

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৫

উম্মে সায়মা বলেছেন: এজন্যইতো বলি এমন জোড়াতালি মনে হয় কেন :P সব কমেন্ট!

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পরে জোড়াতালি দেই। এখন জোড়াতালির উপর আমি চলছি। দুইটা উপন্যাস শেষ করেছি, হাতে একটা আছে। দোয়া করবেন।

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৭

সচেতনহ্যাপী বলেছেন: একটু সিরিয়াস, আমার কিন্তু শাপমোচন এই ৩৭ বছরেও যখন হয় নি।। হবেও না, আপনার কথাতে।।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যা পড়েছেন তা কি কিছু হয়েছে?

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: কি মনে করেন!!

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি প্রশ্ন করেছিলাম।


আমার মাথার কাম শেষ!

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এইযে হইলো কথা , বহুদিন পরে পড়ে গেলুম কবিতা
খেতে হবেগো করল্লার তিতা
ভাবের খেতে
লাগাইেয়েছি কচুলতা
পচা পানিতে লকলকে লতা
রাধুনীর গুনে হয়নি দেওয়া তাতে
তেতুলের টকাটা
কুটকুটাচ্ছে এখন পুরা গলাটা।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তায় পড়েছি, আপনি নিশ্চয় ভেজালি কচু খেয়েছেন ধুতরার রসে ভেজে।

ঝামেলা লাগছে!

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৩

ওমেরা বলেছেন: শ্রদ্বেয় নানাজান যদিও কবিতা আমি বুঝি না পছন্দ ও করিনা তবু আমার মনে হচ্ছে এটা কোন কবিতাই হয়নাই ।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: < মাথা নষ্টের মন্ত্র

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: পেটের চিন্তা করেই তো কবিত্ব বিসর্জন দিলাম!

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি সাধক হয়েছেন। পেটে ভুখ লাগলে ভাবুক হওয়া যায় না। অবসর সময় কাটাবার জন্য লেখালেখি উত্তম শখ!

২০| ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাথা নষ্ট কোবতে পড়ে আর ছবি দেখে

ভালাই লাগছে মিঞা ভাইয়া

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কিন্তু কবিতা লেখিনি। মাথা নষ্টের মন্ত্র নিয়ে চিন্তিত।

২১| ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৭

ধ্রুবক আলো বলেছেন: আসলে লিখতে চেয়েছিলাম, কবিতা সহজ বিষয় নয়।

সহজে কি আর কবি হওয়া যায়, অনেক অনেক সাধনা করতে হয়।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দাদা, ছয় মাস ধরে আমি মাথা নষ্টের মন্ত্র নিয়ে কাজ করছি। উপন্যাস দুইটা শেষ করেছি, এখনও দুইটা বাকি।
কবি এবং কবিতা শব্দের অর্থ আমি জানি না।

অবসর সময় কাটাবার জন্য শব্দের খেলা খেলতাম এবং এখনও খেলি।

২২| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো পরামর্শ গুলো।

কবি'র জন্যও অনেক শুভকামনা রইল।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ কবিসহাবে।


শুভ কামনা।

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১১

নাগরিক কবি বলেছেন: খুব সুন্দর কবিতা। ভাল লাগলো। :)

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আকাশে একটা চাঁদ আছে,
জলে ঝলমল করে তারার ছায়া,
জহ্নু, আমি তোকে ভালোবাসি।


জলে ভাসতে কেমন লাগে জানতে চাই।

২৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা লিখে কবিরা সফলও হচ্ছে,
তবে বেশির ভাগ অভাগা, পাতে ভাত পড়ে না।
কবি হতে হলে প্রশান্ত হতে হয়, কবিদের পেট পিঠ নেই।



:):)


প্লাস!:)

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ

২৫| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: আমি কেবল ধন্যবাদ নেই না!!!



তাই আপনাকেও ধন্যবাদ ফেরত দিয়া গেলাম! :):)

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কতৃজ্ঞতা।

২৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫১

বিলিয়ার রহমান বলেছেন: পারলে একাধিক শব্দের একটা মন্তব্য করে দেখানতো!!!:)


তাহলে বুঝবো সত্যিই কৃতজ্ঞ হয়েছেন!:)

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হয়েছি।

২৭| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: না এখনো আপনি আমার কোনো প্রতি মন্তব্যে একাধিক শব্দ খরচ করেননি!!!!:):)




আচ্ছা একাধিক শব্দ খরচ করতে কত চান?????

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নিখর্ব।

২৮| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০০

বিলিয়ার রহমান বলেছেন: নিখর্ব। মানে তো কিছুই বুঝলাম না!!! আর কত চান কথাটা দ্বারা আমি কিন্তু বুঝিয়েছি কত মন্তব্য চান সেটি আর কি!:)



আপনি কি ভেবেছিলেন?????

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সংখ্যা।

২৯| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: নিখর্ব = সংখ্যা!!!!!

নাকি

আপনি কি ভেবেছিলেন????? এর উত্তর হলো সংখ্যা !


অল্প বুঝি!! তাই একটু বুঝিয়ে বললে ভালো হতো আরকি???

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নিখর্ব - বি. দশ হাজার কোটি, 1, । [সং. নি + খর্ব]।

কবিসাহেব আপনি কেমন আছেন, মাথা নষ্টের মন্ত্র পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

৩০| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৮

বিলিয়ার রহমান বলেছেন: তাহলে অবশেষে একাধিক শব্দ ব্যবহার করলেন !!!!!


ভালো আছি!!


আপনার জন্যও শুভকামনা!!!

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবার মঙ্গল হোক।

৩১| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৩৯

মন থেকে বলি বলেছেন: চমৎকার লিখেছেন তো।

০৬ ই মে, ২০১৭ রাত ১২:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি পড়েছেন জেনে আমি খুশি হয়েছি।

মাঝে মাঝে কবিদের সাথে মজা করি।

পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.