নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

মন ভালো করার মন্ত্র

০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৯



অনেক সময় খামোখা আমাদের মন খারাপ হয়। ছোট কালে মারামির দৌড়াদৌড়ি করলে মন ভালো হতো। পড়ার জন্য বসলে মন খারাপ হত। টেবিলে মাথা মেরে মন ভালো হতো। মাথায় ব্যথা পেয়ে কান্নাকাটি করলে ছুটি দেওয়া হতো। দাদির বগলে বসে টিভি দেখে মন ভালো হত। কাজ শুরু করার পর মন খারাপ হলে বিড়ি টেনে কবিতা লিখলে মন ভালো হতো। বাল্যবিবাহ করার পর মন খারাপ হলে সোনাবউর পাশে বসে প্রেমালাপ করলে মন ভালো হতো। উপন্যাস লিখতে শুরু করার পর মন খারাপ হলে (দীর্ঘশ্বাস) এই ব্লগে লগিন করলে মন ভালো হতো।

এখনও মন খারাপ হলে ব্লগে লগিন করি, তার প্রমাণ নিজ নাম থেকে এই পোস্ট লিখেছি।

সবার মঙ্গল হোক।


মন্তব্য ৬২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জি গুরু সবার মঙ্গল হউক। সবার মন ভালো থাকুক সেই প্রত্যাশায় প্রথম মন্তব্য হয়তো ছূতে পেরেছি।

০২ রা মে, ২০১৭ রাত ৮:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপনি প্রথম হয়েছেন।

আসলে, অনেক সময় আমিও ছেলেমানুষি করি, প্রথম হওয়ার বাকের মত ধেয়ানি হই।

সবার মঙ্গল হোক।

২| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

হাতুড়ে লেখক বলেছেন: আমাদের যাদের সোনা বউ নাই তাদের মন ভালো করার মন্ত্র কি দাদু? B-)

০২ রা মে, ২০১৭ রাত ৮:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে কী হয়েছে দাদু, সোনাবউকে সোনাদানা না দিলে পাশে বসা যায় না। সোনাদানা কিনার জন্য আমিতো সকাল বিকাল কাজ করে বাল্যবিবাহ করেছিলাম :P


"আমি বিয়ে করতে চাই" এটা হলো মন্ত্র :D

৩| ০২ রা মে, ২০১৭ রাত ৮:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গুরু কি আজ খুশি মনে বলে গেলেন কথা গুলো ? নাকি কিছু দীর্ঘশ্বাস মিশানো আছে। কথাগুলো পড়তে দম ছাড়া নেয়ার মাঝে কেমন যেন লাগলো !!!

যা হোক, সবার মঙ্গল তো অবশ্যই কামনা থাকবে। আপনার সফলতাও প্রত্যাশা রাখি। আপনার মন ভালো থাকুক সবসময়। তবেই আমরা কিছু অভিজ্ঞতা মাঝেমধ্যে পাবো।

ব্লগিং জগৎের কথা বলতে গেলে, আমার নিজের অনুভূতি লিখতে গেলেও গল্পের মতো বড় হয়ে যাবে। আমি এখানে ঢুকে আনন্দ জ্ঞান আন্তরিকতা সহমর্মিতা স্নেহ ভালোবাসা উৎসাহ প্রেরণার কোনটাই কম পাইনি। সেজন্য সামহোয়্যারইনব্লগের প্রতি আমার কৃতজ্ঞতা কখনো শেষ হবে না। এখানে কিছু শ্রদ্ধাভাজন বড় ভাই আপু পেয়েছি যাদের উৎসাহ প্রেরণা আমাকে সারাজীবন অনুপ্রাণিত করবে। আল্লাহ্'র কাছে কামনা আমি যেন এই ব্লগ ও শ্রদ্ধাভাজন ব্লগারদের কাছ থেকে পাওয়া স্নেহ ভালোবাসা কখনো ভুলে না যাই।

অনেকদিন পর আজকে আমার দুটি পোষ্ট নির্বাচিত পাতায় দেখে ব্লগের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরও বেড়ে গেল। খুব আনন্দ হচ্ছিল। কিন্তু প্রকাশ করার জায়গা পাইনি। ব্লগের আনন্দ ফেসবুকে প্রকাশ করাটা ভালো লাগলো না তাই মনে অস্থিরতা ছিল। আপনার পোষ্ট পেয়ে আনন্দটা প্রকাশ করতে পেরে ভালো লাগলো। যে নয়ন লেখা কখনো কাউকে দেখাতে লজ্জা পেত, সেই নয়নের পোষ্ট নির্বাচিত পায়!!! এই সবই এই ব্লগ আর এখানের আন্তরিক সকল ব্লগারদের সহযোগিতায়। সেজন্য সবার প্রতি আবারও কৃতজ্ঞতা। কৃতজ্ঞ রইলাম আপনার প্রতিও, নতুন পোষ্ট করেছেন দেখে। থাকুন আমাদের মাঝে, যেন হারিয়ে না ফেলি আপনাকে।

অনেক অনেক শুভকামনা রইল।

০২ রা মে, ২০১৭ রাত ৮:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাঁধ ভাঙার আওয়াজ আপনার জন্যও "মন ভালো করার মন্ত্র" হয়েছে।

নাওয়া খাওয়া বাদ দিয়ে ব্লগিং মোবারক।

মনের টানে দৌড়ে আসতে হয়।
ব্লগিং আনন্দদায়ক হোক।

৪| ০২ রা মে, ২০১৭ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মন ভাল হয়ে যাক! :)

:)

ব্যাস! এইতো হেসে ফেলেছেন। মন ভাল হয়ে গেল :)

ভাল থাকুন আপনি। ভাল থাকুক ব্রহ্মান্ডের সকলে :)

০২ রা মে, ২০১৭ রাত ৯:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি দাদা, সবার মঙ্গল হোক, থাকুক সবাই হাসি খুশি।

৫| ০২ রা মে, ২০১৭ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগিং হোক আনন্দদায়ক ।

০২ রা মে, ২০১৭ রাত ৯:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এই কামনা করি।

সবার মঙ্গল হোক।

৬| ০২ রা মে, ২০১৭ রাত ৯:৪৯

ওমেরা বলেছেন: নানাজান কালকে আমরা এই ফুল দেখতে গিয়েছিলাম খুব ভাল লেগেছেনানাজান কালকে আমরা এই ফুল দেখতে গিয়েছিলাম খুব ভাল লেগেছে

০২ রা মে, ২০১৭ রাত ১১:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: cherry blossom নাকি? খুব সুন্দর ছবি। এসব গাছের দিকে তাকালে মন ভালো হয়ে যা, তাই না নানাভাই?

৭| ০২ রা মে, ২০১৭ রাত ১০:৫৯

ধ্রুবক আলো বলেছেন: ব্লগিং চলুক অবিরত
ব্লগিং হোক আনন্দময়

০২ রা মে, ২০১৭ রাত ১১:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি দাদা। নন্দে মন নন্দিত হোক।

৮| ০২ রা মে, ২০১৭ রাত ১১:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
গুরু, আগে বাংলা লিখতে পারতাম না ,ব্লগিং করতে করতে এখন মোটমুটি পাড়ি ! সবার ব্লগিং আনন্দদায়ক হোক !!

০৩ রা মে, ২০১৭ রাত ১২:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাংলা এবং ইংলিস টাইপিং নিয়ে শুরুতে আমার সাথে ঝামেলা হয়েছি। তখন তাদের সাথে টক্কর দেওয়ার জন্য পলাশমিঞা নিক রেজ করেছিলাম। হায় আল্লাহ, লোকজন আমাকে কত কী যে ডেকেছে। ওরা ভাবতো শুধু ওরাই টাইপিং এবং আগর বাগর জানে, আর কেউ জানে না। আমি ১৩ বছর বয়সে কম্পিউটিং শুরু করেছিলাম যদিও আমি ক্লাস ভাগা মারতাম। তখন মাউস ছিল না।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৯| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই মনের টান যেন থেকে যায় শেষদিন পর্যন্ত এমন প্রত্যাশা মনে পুষি।

০৩ রা মে, ২০১৭ রাত ১২:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবার মঙ্গল হোক।

১০| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:২২

সচেতনহ্যাপী বলেছেন: আমার মন খারাপের মন্ত্র " আরেকটা"।। আগে ধুম ধরে বসে থাকতাম।। (বোধহয় ঘরকুনো বলে!!) ব্লগে আসার পর লেখা এবং পড়েই।। এখন কাটছে আপনর সাথে গল্প এবং সিনিয়র/জুনিয়রদের লেখায় মন্তব্য করে।। সামুকে ধন্যবাদ ।।

০৩ রা মে, ২০১৭ রাত ১২:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে পেয়ে আমিও খুশি হয়েছিলাম।

আরেকট কোনদিন পোস্ট করবেন?

১১| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: আমিও কিন্তু পেয়েছি আপনাকে।। যেখানে "কচকচানীর" পরিবর্তে একটু নিঃশ্বাস নিচ্ছি।।
ঠিক যেদিন মন চাইবে।। আমি মনকে খুবই গুরুত্ব দেই।। তবে সেটা হয়তো হবে খুবই সাধারন একটি লেখা।। প্রতিনিধিত্ব করবে না কোন কিছুরই।।

০৩ রা মে, ২০১৭ রাত ১২:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলি, যা পাখি উড়।
আমার স্বপ্ন তখন পাখি হয়ে আকাশের নীলে ভাসে।


কত লে‌খা পড়ি, মনের কথা পড়া হয় না।

১২| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:৪৭

ওমেরা বলেছেন: জী নানাজান ।

০৩ রা মে, ২০১৭ রাত ১২:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেক সময় বোকা মন, অপমান শব্দের অর্থ বুঝতে চায় না।

তাই নানাভাই?

১৩| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:৫৩

ওমেরা বলেছেন: জী নানাজান । কেন কি হয়েছে নানাজান ?

০৩ রা মে, ২০১৭ রাত ১২:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন আমাদেরকে পাথর পর্যন্ত বানায়। আমি একবার পাথর হয়েছিলাম। আমরা অনেক সময় আবেগপ্রবাণ হয়ে আপন হয়ে যাই, তখন আপনজনরা অপমান করে।

১৪| ০৩ রা মে, ২০১৭ রাত ৩:৫৪

নাগরিক কবি বলেছেন: মন ভাল হোক, এই কামনা করে গ্যালাম। খুব সুন্দর অনুভূতি পূর্ণ লেখা। +

০৩ রা মে, ২০১৭ রাত ৩:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১৫| ০৩ রা মে, ২০১৭ ভোর ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:



কিছুক্ষণ আগে, ব্লগের "অনলাইনে আছেন" প্যানেল দেখলাম, মন ভালো হয়নি তেমন।

০৩ রা মে, ২০১৭ ভোর ৫:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি একবার ০ দেখেছিলাম।

১৬| ০৩ রা মে, ২০১৭ ভোর ৫:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: কামনা করি সব সময় যেন মন ভাল থাকে
মন খারাপের সকল দাওয়াই আছে সামুর পাতায়
অআপনার লিখাটির কনটেন্ট ও চিন্তা চেতনা
খুবই ভাল , অআশা করি দিনে তা আরো
বিকসিত হবে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সচেষ্টের আশা বাস্তব হয়।

উৎসাহের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৭| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:০১

ভবঘুরে যাত্রি বলেছেন: মোন ভালো করার নিয়ম জানানোর জন্য ধন্যবাদ :D

০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি জানি কেন এমন হাসি হেসেছেন :P

১৮| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:১৪

মোস্তফা সোহেল বলেছেন: কখন যে কার মন কিসে ভাল হয় বলা মুসকিল। তবে সামুতে ব্লগিং করলে অনেক সময় মন ভাল হয়ে যায় এটা সত্য।

০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সোহেলভাইসাব, মনে মনে হলেও একমাত্র ব্লগে আমি মন খুলে কথা বলতে পারি। বাস্তবে খালি ঝামেলা লাগে :(

১৯| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্নের মন অতলা খারাফ হয় ক্যারে

০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার বাড়িত আমি একবার গেছলাম।
আইচ্ছা, আমার মন কেনে অততা খারাপ হয় কইয়ার, হুরু কাল থাকি আমি সকলতা পাইছি, যখন যেতা চাইছি। আমি সময়ের সাথে বেড়ে দেখি, আমার যা তা সব আমার আয়ত্তের বাইরে চলে গিয়েছে।

এই জন্যে লেখার সাগরে ডুব দিয়েছিলা।

গতকাইল আমার একটা পোস্ট হাপিশ হয়েছে :((

২০| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইন্নালিল্লাহ কোনহান থাইকা হাপিশ হইছে...।

হুরুকালো মানুষ যেথা চায় ইতাই পায় - বুইড়া বয়সো খালি দেও ন লাগে

আমিও কষ্ট ভুইলা থাকনের লাইগ্ঘা লেখি

০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কেন ব্লগিং করি ০২

খাসমা হকলে খাইলিছে। তারা মনো করছিল আমি বিজ্ঞাপন দিছলাম :P

২১| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আশ্চর্য্য তো এটা তো খারাপ কিছু ছিল না
কেনো এমন করবে। এর প্রতিবাদ কি আমরা করব না :(

০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রতিবাদ করার দরকার নেই। আসলে আমরই ভুল হয়েছিল। আমিও মনে মনে চিন্তা করেছিলাম, ওরা তা বিজ্ঞাপন মনে করবে। তারপরেও ছবি দিয়েছিলাম এই আশায়, ব্লগে অনেক গ্রাফিক্স ডিজাইনার আছেন, উনারা এটা ওটা বলবেন কেমনে আমরো ভালো করা যায়।

আসলে আমার হুশ হয়েছে, আর এমন ভুল করব না।

২২| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই দু:খজনক :(

০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একবার জানতে চেয়েছিলা বিজ্ঞাপন দিতে কত লাগবে। আমার ভুল না হলে, দৈনিকা ৫ হাজার টাকা দিতে হয়। এত টাকা আমি দিতে পারব না। মাসে ৫ হাজার হলে হয়তো বিজ্ঞাপন দিয়ে রাখতাম।

২৩| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:১২

কলিমুদ্দি দফাদার বলেছেন: বয়স বাড়ার সাথে সাথে মন ভালো করার উপাদান ও কমে আসে।

০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কথা সত্য এবং আমার সীমাবদ্ধতাও আছে।

২৪| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: স্যার ভাল বলেছেন!

০৩ রা মে, ২০১৭ রাত ৯:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ চৌধুরীসাহেব।

২৫| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৪৪

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: ব্লগিং হোক আনন্দদায়ক!



০৩ রা মে, ২০১৭ রাত ৯:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আনন্দ জন্মাধিকারে পড়ে।

২৬| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অতপর বেদনায় কাতর হলে কি করবো গুরু? ব্যাথা সেতো অবার্চিনদের যার সমাজ সংকৃতি এখনো বুঝেনা। আমার বেলায় কি হবে?

০৩ রা মে, ২০১৭ রাত ৯:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাদেরকে এক হতে হবে। আমরা এক হলে আকাশ কাঁদতে শুরু করে।

২৭| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নদীর জলরাশি যেমন এক হয়ে সাগরে মিশে, আমরা মানুষ মরে কবরে যাই। আমাদের সবারতো একি গন্তব্য। একি পথে হাটছি।

০৩ রা মে, ২০১৭ রাত ৯:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কথা ঠিক, তবে আনন্দ এবং অধিকার আদায় করতে হয়।
যাক আপনার খবর কী, কেমন আছেন?

২৮| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আলহামদুলিল্লাহ আলা কুল্লু হাল। তবে দেশে যাওয়ার প্লান করছি হয়তো রোজাটা মায়ের সাথে করবো। একটি ছেলে দান করেছেন আল্লাহ। তার এখন ১৬ মাস চলে গত রোজাতে গিয়ে দেখে এসেছিলাম। এখন হাটতে জানে । দোয়া করবেন।

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি এই মিনতি, আপনি এ‌খন সবার জন্য দোয়া করুন, আপনার দোয়া কবুল হবে। আপনার মনে মা এবং সন্তানের টান। আপনার চোখে জল আসতে সময় লাগবে না। সবার জন্য শান্তি এবং স্বস্তির দোয়া করুন, সবার মঙ্গল হবে। আমিন।

আপনার ছেলে আপনার জন্য দুনিয়া এবং আখেরাতে খুশির কারণ হোক। আমিন।

২৯| ০৩ রা মে, ২০১৭ রাত ১০:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি দুনিয়ার সব মুসলমানের জন্য দোয়া করি। খাছ করে যাদের সাথে জীবনে চলতে পরিচয় হয়েছে সবাইকে আল্লাহ অনেক সুখী করুণ। আপনাকে ও আল্লাহ উত্তম যাযা দান করুণ।আমার জন্য গুরু আপনি দোয়া করেছেন।আমিন।

০৩ রা মে, ২০১৭ রাত ১০:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করলে মন দরাজ হয়।

৩০| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১:২২

উম্মে সায়মা বলেছেন: ব্লগের প্রতি আপনার কতটা টান তা আপনার ব্লগিং দেখলে বোঝা যায়। আপনার ব্লগিং শুভ হোক

০৪ ঠা মে, ২০১৭ রাত ১:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, কী পেলাম। মনে বলে বাংলা কথা বলতে হলে দাম দিতে হয়।

আপনি কেমন আছেন?

৩১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১:৩০

উম্মে সায়মা বলেছেন: এইতো ভাই আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি ভালো আছেন তো? মনটা কি কিছুটা বিক্ষিপ্ত?

০৪ ঠা মে, ২০১৭ রাত ২:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার ভুলে 'আমি কেন ব্লগিং করি ০২' সরিয়ে ফেলা হয়েছে।

হাঁটতে পাথে হঠাৎ থমকে দাঁড়ালে যায় হয় আর্কি।

আমিও ভালো আছি বোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.