নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাবে ভিড়ে

০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৫:০৪



"পরমাত্মীয়"

অধ্যাত্মতত্ত্বে তাত্ত্বিক হতে চেয়ে জেনেছি, আত্মা হলো আল্লাহর আদেশ। আত্মা এবং দেহের সমন্বয়ে সত্তা। সত্তায় আত্মা যোগ হলে জীব জীবন্ত হয়, আত্মা বিয়োগ হলে হয় জীবনান্ত। আত্মা অচিন্ত্য এবং অবিনশ্বর। পরমাত্মা এবং পরমাত্মীয়ের সাথে সম্পর্কচ্ছেদ করলে অত্যহিত হয়। আত্মা আমাদের জীবনীশক্তি। আত্মসাধনা এবং কায়সাধনায় সত্তা সংসিদ্ধ হলে দেহান্তে প্রশান্ত আত্মা স্বর্গে প্রত্যাবর্তন করে। তা প্রমাণসিদ্ধ এবং মৃত্যু অবধারিত জেনেও শৌভিকরা বিশ্বাস করে, তিথ্যমৃতযোগে কুমারীর রক্ত পান করলে অমর হতে পারবে। এমন এক শৌভিকের আবির্ভাব আউলিয়ার দেশে হয়েছিল। জাদুবলে মায়াবন বানিয়ে শবসাধনা করতো। ঐন্দ্রজালিক এবং সম্মোহনবিদ্যায় সে পারর্দশী ছিল। তার আহারবিহারে ভক্তরা বিত্রস্ত হলেও সে বিভ্রান্ত হত না। কানাকানি থেকে জানাজানি হলে গুরুমন্ত্র শিখতে যেয়ে যুবকরা নিয়ন্ত্রিত হতো। কোনোএক বৃহস্পতির বারবেলায় সূর্যগ্রহণের পূর্ণগ্রাস শুরু হলে, আকর্ষণশক্তিবিশিষ্ট তেগ কোষ থেকে বার করে শিষ্যদেরে দিকে তাকিয়ে বলল, ‘অবশ্যম্ভাবী, পূর্ণগ্রাসে পূর্বাভাস। আরাধ্যতিথিতে অমরত্ব লাভ করব।’
অপলকদৃষ্টে তার দিকে তাকিয়ে এক শিষ্য স্বগতোক্তি করে, ‘পঞ্চামৃতে অত্বর মুত্যু হয়। কদ্দিন আগে তুই নুন পান্তা খেয়েছিস। সত্বর মৃত্যু স্বাদ আস্বাদ করবে।’
হিংস্রদৃষ্টে তার দিকে তাকিয়ে শৌভিক বলল, ‘আমার সাথে চালবাজি করলে অকালমৃত্যু হবে। তোরা আমার চেলা। গুরুমারা বিদ্যা শিখে আমি দক্ষিণায় গুরুকে মৃত্যু উপহার দিয়েছিলাম। তোদেরকে বশ করে আমি নিরাপৎসু হয়েছি। স্বত্বর অমরত্ব উপভোগ করব। কেউ আমাকে স্পর্শ করতে পারবে না।’
নির্বাক শিষ্যরা ঠায় দাঁড়িয়ে থাকালে শৌভিক চিৎকার করে বলল, ‘যা, নন্দিরগাঁওর নন্দিনীকে নিয়ে আয়। সুন্দরী আজ ষোড়শী হয়েছে। কালক্ষেপে কালান্তর হলে কালান্তক হবে।’
আদিষ্ট শিষ্যরা যখন ভয়ে আড়ষ্ট তখন মৌজার রাখালরা গরু নিয়ে নন্দিরগাঁওর গোঠে যায়। অন্যরা যখন রাখালি করে তখন মাসুম নামের রাখাল বটগাছে হেলান দিয়ে বসে বাঁশি বাজায়। মোহনসুরে সম্মোহিত হয়ে নন্দিরগাঁওর জমিদারের মেয়ে দৌড়ে বেরোলে মা চিৎকার করে ডাকেন, ‘মালীহা, দাঁড়া।’
পিছন ফিরে না তাকিয়ে মালীহা দৌড়ে বটতলে যেয়ে মাসুমের মুখোমুখি হয়ে বলল, ‘তোমার ভালোবাসার জন্য আমি নিরাকুল হয়েছি। বাঁশির সুর আমাকে বশ করেছে। ভালোবেসে আমাকে বিবশ করো।’
মাসুম পিছু হেঁটে হাসার চেষ্ট করে বলল, ‘আমি এক গরুরাখাল। রাখালি করার জন্য গরু নিয়ে গোঠে এসেছি। ঘাস খেয়ে গরুরা তাজা হলে আমার পাতে ভাত পড়বে।’
‘আমাকে ভালোবাসলে গোঠের গরু কিনে দেব।’
এমন সময় শিষ্য অনুশিষ্যরা তাদেরকে আক্রমণ করে এবং আঁধীঝড়ে পরিবেশ বিপর্যস্ত হয়। শিষ্য দৌড়ে যেয়ে মালীহার হাত ধরে মাসুমের দিকে তাকিয়ে ব্যস্তকণ্ঠে বলল, ‘দৌড়ে দিগন্তরপুর যা, চাইলেও আমি তোকে সাহায্য করতে পারব না।’
শিষ্যের দিকে তাকিয়ে মালীহা বলল, ‘তাকে সাহায্য করো নইলে অমঙ্গল হবে।’
‘আমি এখন নিয়ন্ত্রিত এবং ওরা আড়ে-হাতে লেগেছে। তোড়-জোড়ে লাভ হবে না। আড়ে-দিঘে দৌড়ালে আমাকেও মেরে ফেলবে। আমাকে বিশ্বাস কর, আমি তোকে সত্যি ভালোবাসি। তোর ভালোবাসার জন্য আমি ভেলকিবাজ হয়েছি। এখন জোরাজুরি করলে অঙ্গল হবে।’

২৫ বছরে এই উপন্যাস শেষ করে নিজে প্রকাশ করেছি। আজ দেখতে চাই ২৫ বছরে কী করলাম?

বইর প্রচ্ছদ বিজ্ঞাপন হলে এবার হয়তো আমাকে ব্যান করা হবে।

মন্তব্য ৮২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনার কথা, মধ্য যুগের সময়কে মনে করায়ে দিচ্ছে; ভাষার গঠনও বেশ পুরানো দিনের; কাহিনীর শুরুও অনেককাল আগের, মনে হচ্ছে! আপনি সময় ও ভাবনাকে যুক্ত করেছেন, অভিনন্দন।

০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৫:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি চাঁদগাজী ভাই, ২৫ বছরে আমি এমন করতে সক্ষম হয়েছি। মনোযোগ দিয়ে পড়লে নতুন কিছু দেখতে পাবেন। কাল্পনিককে বাস্তবিক করার চেষ্ট করেছি। আমি হলিউডের ছবি দেখি। ওরা বাস্তবিক করতে চায়। আমরা ছোট কালে গল্প পড়েছি। সব মিলিয়ে নতুন কিছি করার চেষ্টায় ছিলাম। জানি না সফল হতে পেরেছি কি না?
এই এক পৃষ্টায় আমি কয়েক বছর কাটিয়েছি।

আপনার মন্তব্যে সত্যি নন্দিত হয়েছি।

আপনার মঙ্গল কামনা করি।

২| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৫:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সফলতা কামনা করি।

৩| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:২২

ধ্রুবক আলো বলেছেন: শুভ কামনা ও অভিনন্দন জানাই

০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ দাদা।

৪| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:০৯

ওমেরা বলেছেন: অনেক অনেক শুভ কামনা নানাজান ।

০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নানাভাই, হয়তো বিশ্বাস করবে না হয়তো বিশ্বাস করবে আমি মাত্র মনে মনে বলেছিলাম ওমেরা এখনও মন্তব্য করি, ওর ব্লগে যেয়ে দেখি নতুন কিছু লিখেছে কি না? সাথে সাথে তুমি মন্তব্য করেছ। তোমার সুখ শান্ত স্বস্তি কামনা করি।

৫| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:১১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ষোড়শীর নিগূর ভালোবাসার গল্প ব্যর্থ হবার নয়।

০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হয়তো সত্য বলেছেন।

কেমন আছেন আপনি?

৬| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:১২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
গ্রাফিক্সের কাজ ভালো হয়েছে।

০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেক সময় লাগিয়ে করেছি। মাথায় ধরে।

উৎসাহের জন্য আন্তরিক ধন্যবাদ।

বায় দা ওয়ে, আমার একটা পোস্ট গায়েব হয়েছে।

৭| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পরমাত্মীয়ের সূচনা পড়ে মনে হলো প্রেম আর আধ্যাত্বীক জগৎ সঙ্গে ভণ্ড কিছু কুসংস্কার ঘেরা যতীষ বা সাধু নিয়ে লেখা হয়ে থাকবে হয় তো। যদি তাই হয় তো একের ভিতর অনেক সাইড একসাথে পাওয়া যাবে বইটি থেকে। যদি কোনদিন সুযোগ হয় তো পড়ার ইচ্ছা রাখছি।

শুভকামনা আপনার পরমাত্মীয়'র জন্য।

০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবার মঙ্গল হোক।

৮| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:২৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
জী, ভালো আছি। ধন্যবাদ। আপনি কেমন আছেন?

পোস্ট গায়েবের ঘটনা দুঃখজনক। ব্যাকআপ রেখেছিলেন?

০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি। আমার কার্ড হয়তো উনাদের পছন্দ হয়নি। :P


কষ্টের বিষয় হলো, অনেক মন্তব্য ছিল :((

৯| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৫৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কার্ডটা মনে হয় উনাদের কাছে 'এবসারড' মনে হওয়ায় সেটাকে 'বার্ড' করে হাওয়ায় উড়িয়ে দেওয়া হয়েছে বলে মালুম হচ্ছে! B-)

০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাদ দেনরে ভাই, এখন সত্যি ডর লাগি। একটার গলায় দা লাগিয়ে রেখেছে এবং আমাকে সতর্ক করা হয়েছে। সর্বনাশ!

১০| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:০৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: নো প্রবস, ব্রাদার। আপনি লিখে যান। আমরা পড়ুয়ারা তো আছিই। দেখবেন, অনেক মন্তব্য হয়ে গিয়েছে আবারো!

ভালো থাকুন নিরন্তর।

০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ ভাইজান।

১১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:১৮

হাতুড়ে লেখক বলেছেন: অনন্য।

০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনন্যার সাথে নিশ্চয় দেখা হয়েছে ;)

আমি জানি আমি ভিন্ন।

১২| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:০৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
লেখক হওয়ার জন্য বড়ই সাধনার বিষয় !! B-) লেখা চালিয়ে যান ।

০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপনি সত্য বলেছেন।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৩| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:১৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: প্রতিউত্তরের জন্য ধন্যবাদ ।

প্রেম-পিরিতি নিয়ে না লিখে, মনবতার কথা, সমাজের ছোট বড় অসংগতির কথা নিয়ে লিখুন।
শুভ কামনা রইল ভাই ।

০৫ ই মে, ২০১৭ রাত ১:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই পোস্টে যা পড়েছেন তা হলো মাত্র এক পৃষ্টা, বাকি ১২৯৬ পড়তে হবে।

প্রেম পিরিতি বাদ দিলে আদম হাওয়া (আঃ) স্বর্গে থাকবেন। এই মন্তব্য আপনি করেননি।
কোনটা চান?

যে সমাজের সাথে আমি তাল মিলিয়ে চলতে পারিনি এবং পারবও না এই সমাজ নিয়ে আমি কী লিখব?

প্রেম থেকে স্বপ্নের জন্ম। আপনার ফেরিতে কিচ্ছু নেই।

দোয়া কাম্য।

১৪| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৪২

বিলিয়ার রহমান বলেছেন: শুভু কামনা!:)

লেখার হাত দারুণ! তয় আমার মতো আম,কাঠাল লিচু জনতার কিাছে একটু কঠিন মনে হইবে এই আরকি! ;)

০৫ ই মে, ২০১৭ রাত ১:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এক পৃষ্টা পড়ে এই মন্তব্য :((

১৫| ০৫ ই মে, ২০১৭ রাত ১২:১১

sunny09 বলেছেন: শুভু কামনা!:)

লেখার হাত দারুণ! তয় আমার মতো আম,কাঠাল লিচু জনতার কিাছে একটু কঠিন মনে হইবে এই আরকি! ;)

০৫ ই মে, ২০১৭ রাত ১:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হায়, আমার সর্বনাশ হয়েছে :(

১৬| ০৫ ই মে, ২০১৭ রাত ১২:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
শত শত শুভ কামনা রইলো গুরুজী ।

০৫ ই মে, ২০১৭ রাত ১:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জয় গুরু! :P

১৭| ০৫ ই মে, ২০১৭ রাত ১:১৫

ব্লগ মাস্টার বলেছেন: অন্যরকম ভাবনা আপনার জন্য অভিনন্দন থাকল।

০৫ ই মে, ২০১৭ রাত ১:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া কাম্য।

১৮| ০৫ ই মে, ২০১৭ রাত ১:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: আমার ফুটবল মাথায় ঢুকাতেই পারলাম না।। বেশী চেষ্টাও অবশ্য করি নি।। তাহলে মাথাটাই চুপশে যেত যে।।

০৫ ই মে, ২০১৭ রাত ২:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইতা কিতা কন? ফুটবল কোথায় ফেলেন? :-*

১৯| ০৫ ই মে, ২০১৭ রাত ২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আমের দিন চলে এসে গুরু,,, আম নিয়ে কবিতা লিখুন না। অথবা, একটি আমের প্রেম কাহীনী !!! B-) ফরমালিন ছাড়া প্রেম !!

০৫ ই মে, ২০১৭ রাত ২:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পরমাত্মীয়তে সব আছে ;)

মাত্র ১৩৭৩ পৃষ্টা।
কবিতা পড়তে চাইলে মাথা নষ্টের মন্ত্র পড়তে পারবেন

২০| ০৫ ই মে, ২০১৭ রাত ২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:

একটা পরে দেখলাম সুন্দর হয়েছে ।।। কঠিন শব্দের কবিতা পড়তে মজা লাগে । B-)

০৫ ই মে, ২০১৭ রাত ২:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাজারে বিজারে আছে, চোরচোট্টার ডরে প্রকাশ করি না :(

২১| ০৫ ই মে, ২০১৭ রাত ২:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক বলেছেন ..... বই বের করে ফেলুন ।।। B-)

০৫ ই মে, ২০১৭ রাত ২:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আমি কত আদর করি আর আপনি আমার ক্ষতি করতে চান? :(

২২| ০৫ ই মে, ২০১৭ রাত ২:২৩

মামুন ইসলাম বলেছেন: বাহ! চমৎকার সংবাদ।

০৫ ই মে, ২০১৭ রাত ২:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার ব্যান? :((

২৩| ০৫ ই মে, ২০১৭ রাত ২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ........ তাও কথা মন্দ বলেননি । ঠিক বলেছেন .......... :> ঐ কথাটা মজা লেগেছিল, যখন লোকে কাউয়া নাম দিয়েছি। পাবলিক B-)

০৫ ই মে, ২০১৭ রাত ২:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আগে আমাকে কে একজন কাউয়ার দলনেতা খেতাব দিয়েছিল :D

আগে লোকজন ভয়ে ভয়ে কবিতা পোস্ট করত এবং আমি লগিন করার সাথে সাথে সয়লাব হয়ে যেত :(( আমি তাদেরকে কত মিনতি করতাম কে শুনতো কার কথা :P

২৪| ০৫ ই মে, ২০১৭ রাত ২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ...নিন্দুক অনেক বলে .... পিছু লোকে কিছু কথা বলে স্বাভাবিক ।।। যাইহোক ,, এতো কিছু সহ্য করে যে এই পযন্ত এসেছেন কম কিসের !!! B-)

০৫ ই মে, ২০১৭ রাত ২:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহাহাহা। ডর লাগে গো ভাই। :(

২৫| ০৫ ই মে, ২০১৭ রাত ২:৩২

মামুন ইসলাম বলেছেন: কেন ? এখানটায় অ্যাড দেয়ায় বারন আছে বুঝি !:#P !:#P

০৫ ই মে, ২০১৭ রাত ২:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাই গো, এই ছবি আমার বইর প্রচ্ছদ। আমার একটা পোস্ট সরিয়ে আমাকে কড়া নিষেধ করা হয়েছে, পরের বার ব্যান করা হবে :((

২৬| ০৫ ই মে, ২০১৭ রাত ২:৩৬

ওমেরা বলেছেন: আমি চাই আপনার পোষ্টে প্রথম কমেন্ট করতে কিন্ত আপনি কখন পোষ্ট দেন আমি বুঝতেই পারি না নানাজান ।

০৫ ই মে, ২০১৭ রাত ২:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে আমি তোমাকে কানে কানে বলব। ফেইসবুকে কি আছ?

আমি হয়তো এসব ছেড়ে দেব। আজ এক পোস্টের মন্তব্য পড়ে আমি আবার ভয়ার্ত হয়েছি। ভয় হয়।

২৭| ০৫ ই মে, ২০১৭ রাত ২:৪৯

ওমেরা বলেছেন: না নানাজান আমি ফেসবুক ইউজ করি না ।

কেন কিহয়েছে নানাজান ?

০৫ ই মে, ২০১৭ রাত ২:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পোস্ট করার আগে তোমাকে বলতাম তখন তুমি সাথে সাথে মন্তব্য করতে পারবে। ঠিকাছে পরের পোস্ট করার আগে তোমার পোস্টে মন্তব্য করে জানাব। আমি কখন কী পোস্ট করি আমি নিজেই জানি না :P

২৮| ০৫ ই মে, ২০১৭ রাত ২:৫০

নাগরিক কবি বলেছেন: বইটি আমার কাছে আছে। আপনার কষ্টের ফসল আমি যত্ন করে পড়বো আশা করি। :)

০৫ ই মে, ২০১৭ রাত ২:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কে যেন ফোন করে বলল আজ সাগরে নাকি মাছ ধরা পড়েছে।

:P

২৯| ০৫ ই মে, ২০১৭ রাত ২:৫৪

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ নানাজান ।

০৫ ই মে, ২০১৭ রাত ২:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আগে আমরা প্রথম মন্তব্য করার জন্য কানা বগির মত বসে থাকতাম।

৩০| ০৫ ই মে, ২০১৭ সকাল ৭:১৪

উম্মে সায়মা বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা পলাশমিঞা ভাই :) আপনার বইয়ের সাফল্য কামনা করছি।

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ বোন উম্মে সায়মা। দোয়া আমাদেরকে দরদি বানায়।

৩১| ০৫ ই মে, ২০১৭ সকাল ৯:১৬

টুনটুনি০৪ বলেছেন: শুভ কামনা ও অভিনন্দন জানাই

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: টুনটুনি তুমি কেমন আছ? আমাকে চিনতে পারনি? আমি হলাম তোমার পলাশমিঞা আংকেল।

৩২| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৫৭

সিনবাদ জাহাজি বলেছেন: অনেক অনেক অভিনন্দন এবং শুভ কামনা জানাই।

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জাহাজি ভাইসাব, আপনি কেমন আছেন? পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

৩৩| ০৫ ই মে, ২০১৭ সকাল ১১:৪৬

সাহিদা সুলতানা শাহী বলেছেন: দোয়া করি যেন জীবিত থাকতেই যেন স্বীকৃতি পান। আল্লাহ আপনার মঙ্গল করুন - আমিন।

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনারা কি আমাকে গ্রহণ করেছেন?

আল্লাহ আমাদের মাবুদ।

৩৪| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনাকে আরো আরো লেখা উপহার দেওয়ার তৌফিক দান করুন- আমিন।

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।

৩৫| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিছুই হারিয়ে যাবে না!
মহাকালে কিছূই হারায় না!!!!

এতক্ষন আপনার পেইজে ছিলাম- মুগ্ধতায় ডুবে!!!!!!!!!!!!!!!!!!

আহা- এত দেরিতে নজর দিলেন ;) আপনার স্বরুপকে এত দেরিতে পেলুম!!! নিজেরই কেমন লাগছে!!!

দয়ালের ইচ্ছে যেমন- বেটার লেট দেন নেভার :)

ধর্মের মর্ম কথা, জিকরুল্লাহ! বাহ মন্ত্র মুগ্ধ টিউনে বুদ হয়ে ছিলাম!!!

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পলাশমিঞা আমাকে কী থেকে কী বানিয়েছে আমি নিজেই জানি না।
পলাশমিঞাকে প্রতিষ্টিত করার জন্য আমি রাত জেগে অভিধান পড়েছি। গান গেয়েছি। গ্রাফিক্স ডিজাইনার হয়েছি। মিউজিক কম্পুজার হয়েছি। ধনী ছিলাম আমি ফতুর হয়েছি। তবে খুশির খবর হলো, তার সাথে সাথে আমিও আপনাদের আপন হয়েছি।

দোয়া করবেন ভাইজান।

৩৬| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:২৫

সাদা মনের মানুষ বলেছেন:
অধ্যাত্মতত্ত্বে তাত্ত্বিক হতে চেয়ে জেনেছি, আত্মা হলো আল্লাহর আদেশ। আত্মা এবং দেহের সমন্বয়ে সত্তা। সত্তায় আত্মা যোগ হলে জীব জীবন্ত হয়, আত্মা বিয়োগ হলে হয় জীবনান্ত। আত্মা অচিন্ত্য এবং অবিনশ্বর। পরমাত্মা এবং পরমাত্মীয়ের সাথে সম্পর্কচ্ছেদ করলে অত্যহিত হয়।.........আমার দাঁত নড়বড় কর্তাছে, দেখি ডাক্তারের এখানে সিরিয়াল পাই কিনা ;)

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আজও বাংলায় কথা বলতে পারলাম না :((

৩৭| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৪

ফকির জসীম উদ্দীন বলেছেন: গুর তত্ত্ব উঠে এসেছে মনে হয় আপনার লেখায়,
আত্ম তত্বের সাধনা করতে গিয়ে কিভাবে দেহ তত্ত্বের
উচ্চ বিলাসে মানুষ অমরত্ব লাভ করতে চায় তা বুঝিয়েছেন সম্ভবত। শুভ কামনা রইলো।

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি তা বিশ্লেষিত হয়েছে এবং তা থেকেই শুরু হয়।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৩৮| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৫১

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা আপনার জন্য । :)

০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভেবেছিলাম, ভিড়ে হারিয়ে যাবে।

ওরা সত্য বলেছিল এবং তাদের ভবিষ্যদ্বাণী আপনারা সত্য করেছেন।

সবার মঙ্গল হোক।

৩৯| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১১

মোস্তফা সোহেল বলেছেন: শুভকামনা রইল ভাইয়া।

০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৪০| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:০১

ধ্রুবক আলো বলেছেন: বেশ গভীর ভাবে পূর্ণ, মধ্যযুগীয় সময়ের কথা মনে করিয়ে দেয়। +++



( মূল মন্তব্য করিতে দেরি হওয়ায় সরি :D )

০৫ ই মে, ২০১৭ রাত ৮:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা। পরের পৃষ্ট দিয়েছি পড়ে মতামত দেবেন দয়া করে।

৪১| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:২৫

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: নানাভাই আপনার এই পোস্টটা আগে নজরে না পড়ার জন্য আমি আন্তরিক ভাবে দু:খিত।

০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তার কারণ নেই নানাভাই, শয়ে শয়ে পোস্ট আসে।

পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.