নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

এ দুই শব্দের অর্থ কয়জন জানেন?

০৯ ই মে, ২০১৭ বিকাল ৫:২২



ইমান [ imāna ] বি. 1 ধর্মবিশ্বাস; 2 বিবেক, বিবেকবুদ্ধি। [আ. ঈমান্]। দার বিণ. 1 ধার্মিক; 2 সাধুস্বভাবসম্পন্ন; 3 বিশ্বস্ত; 4 বিবেকসম্পন্ন। দারি বি. ধার্মিকতা; সাধুতা; বিশ্বস্ততা।

মানব [ mānaba ] বি. মানুষ, নর, মনুষ্য। বিণ. 1 মনুসম্বন্ধীয়; 2 মনুপ্রণীত (মানব ধর্মশাস্ত্র)। [সং মনু + অ]। স্ত্রী. মানবী। .ক-মাণবক -এর অধিকতর প্রচলিত রূপ। .জমিন বি জমিরূপে কল্পিত মানুষ ('মানবজমিন রইল পতিত': রা. প্র)। তা, .ত্ব বি. মানুষের ধর্ম গুণ বা ভাব। .তা-বাদ বি 1 মানুষের সদগুণাবলির অনুশীলন; 2 মানুষের স্বাভাবিক গুণ বা ধর্মের প্রতি গুরুত্ব আরোপ। .ধর্ম বি. সর্বমানবের গুণ বা ধর্ম, সর্বমানবের আচরণীয় গুণাবলী। .লীলা বি. মানুষরূপে পৃথিবীতে জীবনযাপনকালে ক্রিয়াকলাপ। মানবলীলা সংবরণ করা ক্রি মারা যাওয়া। .প্রেমিক বি, মানুষকে যে ভালোবাসে। .সমাজ বি. পৃথিবীর মানুষ, সমগ্র মনুষজাতি। .হৃদয় বি. 1 মানুষের হৃদয়; 2 মনুষ্যত্বপূর্ণ অন্তঃকরণ; 3 মনুষ্যোচিত অনুভূতি। মানবাধি-কার বি মানুষ হিসাবে সম্মানের সঙ্গে ও নিরাপদে বাঁচার অধিকার। [সং মানব + অধিকার]। মানবিক বিণ. 1 মনুষ্যোচিত (মানবিক গুণাবলি); 2 মনুষ্যসুলভ; 3 মনুষ্যত্বপূর্ণ; 4 লোকহিতকর, humanitarian (মানবিকতার কারণে দয়াপ্রদর্শন)। বি. মানবিকতা (মানবিকতার বিকাশ)। মানবীয় বিণ. মানুষের পক্ষে স্বাভাবিক এমন (মানবীয় আদর্শ)। মানবোচিত বিণ. মানুষের পক্ষে উপযুক্ত।

দর্শন নিয়ে এত মাতামাতি এবং দেনদরবার হয় না যত হয় ধর্ষণ নিয়ে। এতে অনেক বিকৃত বিবেকের মানুষ উৎসাহিত হয়।

মা বাবাকে সচেতন হতে হবে, মসজিদের ভিতর শয়তানেও নমজা পড়ে। মসজিদ কমিটি আছে। ওরা বেতন নেয়, তাদের দায়িত্ব এসব নিরাপত্তা নিশ্চিত করা। এখন তাদেরকে জেলহাজতে কে নেবে? দেশেতো কোনো কিছুর আগা মাথা নেই। মাথামোটারা নীতিলীলা করে। কিছু হলে ইসলাম, মুলসমান, মসজিদ নিয়ে হাঁইহুই শুরু হয়, অন্যরা যেন মন্ত্রপাঠে পবিত্রচরিত্র।

মনে রেখ বাঘের বাচ্ছাও বিপদে পড়ে এবং সিংহের বাচ্ছাও হায়নার খাবার হয়।

আমার সব লেখার স্বত্ব আছে।

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

''বাঘের বাচ্চাও বিপদে পড়ে এবং সিংহের বাচ্চাও হায়নার খাবার হয়।''

সহমত।

১১ ই মে, ২০১৭ রাত ১:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

বানান পরে ঠিক করেছি ভাই।

২| ০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


এগুলো সাধারণ বাংলা শব্দ, এগুলো অর্থ শিক্ষিত, অশিক্ষিত সবারই জানার কথা, ব্যাপকতার লেভেল সমান হবে না, হয়তো!

১১ ই মে, ২০১৭ রাত ১:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যি বলছি, আমি জানতাম না।

৩| ১০ ই মে, ২০১৭ রাত ১২:৪২

ধ্রুবক আলো বলেছেন: ভাই আজকে সামুর সার্ভার খুব স্লো পারফর্ম করতেছে সকাল থেকে। Kকোনো লেখাই আজকে পড়তে পারি নাই

১১ ই মে, ২০১৭ রাত ১:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি দাদা, আহালে দিন কেটেছে।

৪| ১০ ই মে, ২০১৭ রাত ১২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: স্মার্টনেসের চেয়ে জ্ঞ্যান অগ্রগামী।।
তবে বিকৃতমনারাও নিজের অজান্তেই কিন্তু সমাজের উপকার করে চলছেন মন্তব্য, শেয়ার ইত্যাদি দিয়ে।।
যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ।। স্বভাবতঃই কিছু হলে ইসলাম, মুলসমান, মসজিদ নিয়ে হাঁইহুই শুরু হয়।।

১১ ই মে, ২০১৭ রাত ১:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

ইসলামালী এবং মুসলিমারাই আমাদের বারোটা বাজাচ্ছে।

৫| ১০ ই মে, ২০১৭ রাত ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর পোষ্ট +

সার্ভার স্লো থাকার কারণে, কয়েক দিন আম কাঠাল ছুটিতে ছিলাম । কেমন আছেন ভাই?

১১ ই মে, ২০১৭ রাত ১:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি অবসরে যাব, সময় কাটছিলনা, নিজের অজান্তে ব্লগে ক্লিক করে দেখি সচল হয়েছে।

আমি ভালো আছি, আপনার খবর কী?

৬| ১১ ই মে, ২০১৭ রাত ১:১৪

সচেতনহ্যাপী বলেছেন: ভালই তো আছি।। প্রতিদিনই এখানে ঘুরে যাই।।
আসলেই এরাই আমাদের ১২টা বাজাচ্ছে!!

১১ ই মে, ২০১৭ রাত ১:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বড়ভাই, আমার জন্য দোয়া করবেন।
আপনার খবর কী? আপনার সুখ শান্তি এবং সুস্থতার জন্য দোয়া করি।

৭| ১১ ই মে, ২০১৭ রাত ১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: আপনি আসলে ভালই লজ্জা দিতে পারেন।!!

১১ ই মে, ২০১৭ রাত ১:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: :((

বললে এখন লজ্জা পাবেন, আমি আসলে অসুস্থ। (আপনার পোস্টে মন্তব্য করেছি)

আমার কিডনির ফাংশন ৩০ ভাগ কমেছে। লেখালেখি করে সর্বনাশ করেছি। এখন কাজও করতে পারব না। কোমরে ধরেছে।

৮| ১১ ই মে, ২০১৭ রাত ৩:০৬

উম্মে সায়মা বলেছেন: অর্থ সবাই-ই কম বেশি জানে কিন্তু জীবনে ধারণ করেনা। সেটাই মূল সমস্যা :|
মানুষের বোধোদয় হোক।

১১ ই মে, ২০১৭ ভোর ৪:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তিন সত্য করে সত্য বললে আমি শতভাগ জানতাম না।

৯| ১১ ই মে, ২০১৭ সকাল ৭:২৭

হাফিজ রাহমান বলেছেন: ভাইজান ! আমাদের মাঝে শব্দ দুটি আছে কিন্তু শব্দ দুটির স্বার্থকতা নেই। আমরা শব্দ দুটির অর্থ জানি কিন্তু মর্মার্থ জানি না। আজ ঈমান ও মানব আছে। কিন্তু ঈমান ও মানবের চর্চা ও বাস্তবায়ন নেই। আজ প্রকৃত ঈমান ও মানবের বড়ই আকাল পড়েছে। এ আকালের সকাল হবে কবে আমরা কেউ জানি না; জানার চেষ্টাও করি না। হায় ! এভাবেই কি কেটে যাবে জীবন ! আমাদের করার কিছুই থাকবে না ! প্রভু আমাদের সুমতি দাও। স্বকীয়তাবোধ দাও। সাধনার শক্তি দাও। ধন্যবাদ। অনেক ভাল থাকুন।

১১ ই মে, ২০১৭ বিকাল ৫:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।

আপনি অন্তত সামান্য হলেও জানেন।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১০| ১১ ই মে, ২০১৭ সকাল ১০:৩২

নতুন নকিব বলেছেন:



অাপনার সুস্থতার জন্য আল্লাহ পাকের কাছে প্রানভরে দোআ করছি। ইয়া আল্লাহ, আপনি আমার ভাই আব্দুল হাক সাহেবকে পরিপূর্ন সুস্থ করে দিন।

আমীন।

১১ ই মে, ২০১৭ বিকাল ৫:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন। ইয়া আল্লাহ আমার ভাইবোন এবং প্রিয় মানুষদেরকে সুখ শান্তি দান করো, দুনিয়া থেকে অশান্তি দূর করে দাও। আমিন।

১১| ১১ ই মে, ২০১৭ বিকাল ৫:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অসাধারণ লিখেছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন-আমিন।

১১ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করবেন চৌধুরী সাহেব।

আপনার পোস্টে মন্তব্য করলে প্রথম পাতায় দেখায় না। কিছু হয়েছে নাকি?

১২| ১২ ই মে, ২০১৭ রাত ১:১৩

ওমেরা বলেছেন: আসসালামু আলাইকুম নানাজান ! কেমন আছেন নানাজান ?

১২ ই মে, ২০১৭ রাত ১:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওয়ালাইকুমুস সালাম, আমি ভালো আছি তোমার খবর কী? তোমার গল্প খুব ভালো লাগছে। পরের পর্ব কবে দেবে?

১৩| ১২ ই মে, ২০১৭ রাত ১:২৩

সচেতনহ্যাপী বলেছেন: আমার বুকটা খুলে ডাক্তাররা কি যেন করেছিলো।। আর কিডনীর খবরতো পুরাই অজানা।।

১২ ই মে, ২০১৭ রাত ১:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওরে সর্বনাশ!

এসব নিয়েতো কবিতা লিখতে হবে।

তোমাকে ভালোবেসে আমি অসুস্থ হয়েছিলাম,
ডাক্তাররা আমার বুক কেটে হৃদয় দেখেছিল।
ঘুম থেকে জেগে জানতে চাইলে ওরা বলেছিল,
প্রেম থেকে দূরে থাকলে আরো অনেকদিন বাঁচবে।

কবিতা পড়ে রাগলে আমি আর কবিতা লিখব না।

১৪| ১২ ই মে, ২০১৭ রাত ১:৪২

সচেতনহ্যাপী বলেছেন: একটু শুধরে দেই কবিতাটিতে।।
ডাক্তাররা আমার বুক কেটে হৃদয় ফেলে দিয়েছিলো
ঘুম থেকে জেগে জানতে চাইলে ওরা বলেছিল,
প্রেম আর না, অভিনয় করলে বাঁচতে পারবে!!!!

১২ ই মে, ২০১৭ রাত ১:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহাহা। শাবাশ, আমি সফল হয়েছি।
(সত্যি হৃদয়হীন নাকি?)

১৫| ১২ ই মে, ২০১৭ রাত ১:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: এই বয়সে আর সেটা চাই না।। গ্রামের ফার্মাসিষ্টও কিন্তু প্রকারান্তরে ডাঃ, জানেন তো??

১২ ই মে, ২০১৭ রাত ২:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, ওদের সাথে আমি দূরত্ব বজায় রাখি।

১৬| ১২ ই মে, ২০১৭ রাত ২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: আর আমি "নিরাপদ দুরত্ব বজায় রাখুন" দুরত্বে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.