নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

“চাক্ষুষ সাক্ষী প্রমাণ”

১২ ই মে, ২০১৭ বিকাল ৫:২৫



আমি বাস্তবিক চিন্তা করি, বাস্তবতা দেখে আমি শিখি এবং সাবধান হই।
নেংটা হয়ে নাচানাচি করা যায়, বাস্তবিক হতে হলে সাবধান হতে হয়। বাস্তবে কী হচ্ছে তা থেকে শিখতে হয়। আমরা মানুষ। অন্য সব জীবের মতন আমরা জীব। মানুষের বিবেক আছে, আছে বুদ্ধি। অনেকের বিবেক বিকৃত হয়। মানুষের মাঝে অনেক নির্বোধ আছে। সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো, অদৃশ্য শত্রু। যে শত্রুকে আমরা দেখি না, এমনকি অনুভবও করতে পারি না। আমাদের দেহে ষড়রিপু আছে। ষড়রিপুকে অদৃশ্য শত্রু নিয়ন্ত্রণ করে, যা আমরা ঘুণাক্ষরেও টের পাই না। হাঁইহুই হুজুগে কোনো কাজ হয়নি এবং হবেও না। আত্মশুদ্ধি করতে হলে ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে হয়।
“তুই আমার ধর্মের মা আমারে ছাইড়া দে।” এই সংলাপ আমি একদিন বলেছিলাম। খুলে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি তখন ক্যাবিং করতাম। দিনের ১ টায় চার নারী আমার গাড়িতে উঠেছে তাদেরকে ওয়েস্টএন্ড পৌঁছে দিতে হবে। আমি চালাতে শুরু করলে হঠাৎ একজন আমাকে পিছন থেকে জড়ি ধরে খিলখিল করে হাসতে শুরু করে। আমি চিৎকার করি এবং পলকে রেডিও হাতে লয়ে বলেছিলাম, এই বেটা, ইতাইনতে আমারে হাতাইলার।
কন্ট্রলার খিলখিল করে হেসে বলেছিল, মাইনষে পায়না আর তুমি চিল্লায়রায়নি?
তার কথার জবাব না দিয়ে হেঁকে বলেছিলাম, আমার গায়ে আবার হাত দিলে গাড়ি থেকে বেরিয়ে চেঁচামেচি শুরু করব।
বুড়ির ঘরের বুড়ি খিলখিল করে হেসে বলেছিল, এটা লন্ডন শহর। তোর কী হয়েছে?
আমি তখন দাঁত কটমট করে বলেছিলাম, আমার বউয়ে জানলে কল্লা কেটে ফেলবে। এখন গাড়ি থেকে বেরিয়ে যা।
অন্য নারীরা সবিনয়ে বলেছিল, দয়াকরে আমাদেরকে পৌঁছে দাও আর ঢং করবে না।
তা নাকি ঢং ছিল?
এখন আমার প্রশ্ন, বুড়ি না হয়ে আমি জড়িয়ে ধরলে কী হতো?
দেশে আসলে কী হচ্ছে তা বুঝতে হলে কয়েক হায়ন যাবে। দেশে এখন হুজুগ এবং হিড়িক চলছে।
আমাদেরকে সাবধান হতে হবে। একসাথে স্কুল কলেজে লেখাপড়া এবং কাজ করা এক বিষয়। রাতের বেলা একসাথে আড্ডাবাজি এবং ক্লাবিং অন্য বিষয়।
মনে রাখবে, ক্রাক কোকের অনেক দাম। কিছু পেতে হলে কিছু দিতে হয়। ক্লাবিং করে থানায় যেয়ে ধর্ষণের মামলা করলে থানার লোকরা হাসাহাসি করবেই। কারণ, ষড়রিপুর এক রিপুর নাম কাম!

মারামারি করলে নাক ফাটে দাঁত ভাঙে। ধর্ষিত হলে একটা জীবন নষ্ট হয়। বিকৃত বিবেকের মানুষ অসহায়ের সর্বনাশ করে। আবালবৃদ্ধবনিতারা অসহায়। মানা না মানা তা অন্য বিষয়। আবালবৃদ্ধবনিতার নিরাপত্তার জন্য আইন, কিন্তু আজকাল অপরাধিরা আইন ব্যবহার করে। সমাজ সবার জন্য হলেও সুশীলরা হলো সমাজের হর্তাকর্তা। সু শীল শব্দের অর্থ হলো সুন্দর ক্ষুর।
ধর্ষিতরা মামলা করতে গেলে চাক্ষুষ সাক্ষী প্রমাণ দিতে হয়। কেমনে কী হয়েছে তা বিশ্লেষণ করতে হয়।
আপনাদের মত আমিও চিৎকার করে বলতে চাই, ধর্ষণের বিশ্লেষণ কেমনে করবে? আমিও ধর্ষককে হত্যা করতে চাই। কিন্তু সমস্যা হলো, ধর্ষকের চাক্ষুষ সাক্ষী প্রমাণ পাওয়া যায় না, কিন্তু হত্যার চাক্ষুষ সাক্ষী প্রমাণ পাওয়া যায়।

অবশেষে বলতে চাই, আমার বোন, ভাগনি, মেয়ে নাতনি আছে। আমার মেয়ে সপ্তায় দুইদিন কাজ করে। আমি কাজ ছেড়ে মেয়েকে এগিয়ে আনার জন্য যাই। আধুনিকতায় আমি বিশ্বাস করি না। আমি আল্লাহে বিশ্বাস করি।

আমাকে বকাবকি করে কোনো লাভ হবে না, সাবধান হলে সবার মঙ্গল হবে।

মন্তব্য ৭৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৩

নতুন বলেছেন: মনে রাখবে, ক্রাক কোকের অনেক দাম। কিছু পেতে হলে কিছু দিতে হয়। ক্লাবিং করে থানায় যেয়ে ধর্ষণের মামলা করলে থানার লোকরা হাসাহাসি করবেই। কারণ, ষড়রিপুর এক রিপুর নাম কাম!

তার মানে কি? তাকে ক্লাবিং করলে এবং এক সাথে পাটিতে গেলে ধষ`ন করা জায়েজ?

আর ধষ`নের মাঝে কামের চেয়ে ধংষ এবং ক্ষমতার উপভোগ বেশি.... ।

১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দয়া করে লেখাটি পড়ে বুঝার চেষ্টা করলে লাভ হবে। আমি যা লিখেছি তা বাস্তব থেকে লিখেছি।

অনেকে না বুঝে ক্লাবিং করে, কিন্তু অনেক আছে কুকর্ম করার জন্যই ক্লাবিং করে।

নিষ্কামরা ধর্ষণ করতে পারে না।

২| ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৫

হাতুড়ে লেখক বলেছেন: পাঁচ ছয় বছরের শিশুগুলো বেশ আধুনিক কি বলেন দাদু? B-)

১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দাদু, আমি বুড়া হয়েছি, এখন তোমাদের পালা। বুঝলে এবং বাস্তবিক হলে সমাজ সুষ্ট হবে। হাসাহাসি করলে লাভ হবে না।

মানুষে বিবেক বিকৃত হলে কী হয়, যখন জানতে এবং বুঝতে শুরু করবে তখন মনে মনে বলবে বুড়ায় সত্য বলেছিল।

পরে আরেকটা বাস্তব গল্প তোমাদের সাথে শেয়ার করব।

৩| ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৮

সত্যের ছায়া বলেছেন: সুন্দর বিশ্লেষণ। তবে রেপিস্টদের শাস্তি হওয়া উচিৎ। তারা যেন কোনভাবে পার পেতে না পারে সেদিকে খেয়াল রাখা দরকার।

বখাটেদের ধর্ষণের কারণে ট্রেনের নিচে বাপ এবং মেয়ে যে আত্মহুতি দিল তাদের কি অবস্হা?

১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পোস্টে অনেক কিছু বিশ্লেষণ করার চেষ্টা করেছি। ধর্ষণ এখন একটা সমস্যা হয়েছে। বিচারকরাও বিপাকে পড়ে। চাক্ষুষ সাক্ষী প্রমাণ দিতে হয়।

"আবালবৃদ্ধবনিতার নিরাপত্তার জন্য আইন, কিন্তু আজকাল অপরাধিরা আইন ব্যবহার করে। সমাজ সবার জন্য হলেও সুশীলরা হলো সমাজের হর্তাকর্তা। সু শীল শব্দের অর্থ হলো সুন্দর ক্ষুর।"

৪| ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৪০

নতুন বলেছেন: আমাদের দেশের জনগনের ভন্ডামীই এর আসল কারন.... ভন্ডামী করে যে সবাই ভালো মানুষ কিন্তু টাকার জন্য সব কিছুই জায়েজ করে...

তাই টাকার বিনিময়ে আইন কিনে নেয় আর অন্যায় করা শুরু করে.... জানে পার পেয়ে যাবে তারা টাকা আর ক্ষমতার জোরে...



মানুষ কেন আগুনে হাত দেয়না? কারন জানে হাত পুড়ে যাবে ব্যাথা পাবে...

যদি মানুষ জানে যে ধষ`ন করলে তার জীবনর সবটুকু দিয়ে তার মূল্য শোধ করতে হবে তবে তারা কখনোই ধষন করবেনা।

কাম জাগলে টাকার বিনিময়ে তার খোজ করবে কিন্তু ধষন করবেনা।

১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি শুধু তা আপনাদের সাথে শেয়ার করেছি যা করলে অন্তত নিরাপদ থাকা যাবে।

বাঘ হিংস্র, আমরা দূরে থাকি। মানুষ হিংস্র হলে কী করবেন?

৫| ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৫১

সত্যের ছায়া বলেছেন: ইদানীং কালে ধর্ষণ নিয়েও বেবাক জনে বেবাক মত দিচ্ছে। আমার মতে রেপিস্টদের অন্য কোন পরিচয়/ মত থাকা উচিৎ না। তাদের একটাই পরিচর রেপিস্ট। কিন্তু আমাদের দেশে রেপ হলে বিভিন্ন জনে বিভিন্ন তথ্য হাজির করে! যা দু:খ জনক।

১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি শুধু বলব, এখন আমাদেরকেই সর্তক হতে হবে। কারণ দেশে আইন কানুন আছে না নেই আমি জানি না।

৬| ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


৪৬ বছরের অনেক প্রাপ্তির মাঝে সমাজে বিশাল বিশৃংখলাও একটি প্রাপ্তি

১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি সত্যি ভয়েছিলাম।

জি আপনি সত্য বলেছেন।

৭| ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৫

সত্যের ছায়া বলেছেন: ধর্ষণের কারণ চিহ্নিত করতে গিয়ে অনেকে নিজেদের দৃষ্টি কোণ থেকে বিভিন্ন রকম মতামত দিচ্ছে। আমার মতে, মত যা হউক আইনের কঠিন এবং বাস্তবিক প্রয়োগ হওয়া দরকার। আপনার কি মত?

১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আইন আমি ডরাই। কিন্তু দেশে আইন আছে না নেই আমি জানি না থাকলে তা প্রয়োগ করতে হবে।

৮| ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৫

হাতুড়ে লেখক বলেছেন: ধর্ষণ এখন একটা সমস্যা হয়েছে। বিচারকরাও বিপাকে পড়ে। চাক্ষুষ সাক্ষী প্রমাণ দিতে হয়।

বিচারকগণ বিপদে পড়বে যদিনা তার মস্তিষ্কে দেড় হাজার বছরের ভুত চেপে থাকে।

রূঢ় ভাষা ব্যবহার করলাম ক্ষমা করবেন।

১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দাদু, বিচারকের চেয়ারে বসে আন্দাজি রায় দেওয়া যায় না। চাক্ষুষ সাক্ষী প্রমাণ ছাড়া কেউ রায় দেবে না।

যা মন চায় তা বলতে পারবে। আমি যথেষ্ট তথ্য দিয়েছি।

৯| ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৯

সত্যের ছায়া বলেছেন: গ্রামে ধর্ষণের ঘটনাগুলো মিডিয়াতে আলোচিত হওয়া দরকার কিন্তু দু:খ জনক হলো খবরের এক পাশে তারা ছাপে। সরকার চাইলে এব্যাপারে এগিয়ে আসতে পারে।

১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিবেক বিকৃত হলে মানুষ হিংস্র হয়, তখন সিংহ দূরত্ব বজায় রাখে।

১০| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

সত্যের ছায়া বলেছেন: দেশে অনেক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনেক বখাটে ধর্ষণ করতেছে। অনেক মেয়ে মান ইজ্জতের ভয়ে কিছু বলে না। আবার অনেকের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করতে দেখা যায় (মাঝে মাঝে খবরের কাগজে এধরণের নিউজ আসে)। এব্যাপারে মেয়েদের আরো সচেতন হওয়া দরকার।

১২ ই মে, ২০১৭ রাত ৯:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লোভ খুব মারাত্মক বিষয়।

১১| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

কানিজ রিনা বলেছেন: খুব ভাল লিখেছেন খ্যাপা কুকুর থেকে
সাবধান থাকাই ভাল। বিশেষ বাবা মা।
আবার এটাও ঠিক খ্যাপা কুকুর বেঁচে
থাকলে একে একে কামড়াইতে থাকে
সবাই মিলে এক হয়ে পিটায়ে মেরে
ফেলতে শুরু করলে সমাজের উন্নতি
হবে। শুধু আইনের দিকে না তাকিয়ে
জনগন এই বিষধর সাঁপ মারার ব্যবস্থা
নিলে ভাল হয়। ধর্ষীত মেয়ের কাছ
থেকে নাম সংগ্রহ করে ধরার জন্য
প্রস্ততি নিতে হবে। ধন্যবাদ,

১২ ই মে, ২০১৭ রাত ৯:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আবালবৃদ্ধবনিতার নিরাপত্তার জন্য আইন, কিন্তু আজকাল অপরাধিরা আইন ব্যবহার করে। সমাজ সবার জন্য হলেও সুশীলরা হলো সমাজের হর্তাকর্তা।

বনে মানুষখেকো বাঘ থাকে জানলে আমরা একলা কখনই যাব না।
আমাদেরকেই সর্তক থাকত হবে। জানি তারপরে হায়নারা আক্রমণ করবে।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১২| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

শূন্যনীড় বলেছেন: সুন্দর আলোচনা।। ভালো লাগলো পোষ্ট পড়ে।

১২ ই মে, ২০১৭ রাত ৯:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৩| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ভাই। এর জন্যই লোকে বলে পুরনো চাল ভাতে বাড়ে ...

শুভ সন্ধ্যা ভাই।

১২ ই মে, ২০১৭ রাত ৯:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

আমি চির-দুরন্ত বলেছেন: ------এত্ত যুক্তি খন্ডনের কি আছে ভাই??
"সুষ্ঠ, সুন্দর জীবনযাপনের জন্যে ধর্মীয় নিয়মকানুনের বিকল্প কিছু নাই।
কুকুরের সামনে মাংস দিয়ে একটা তামাশা শুরু করছে,,
শুনুন,পচা বীজ রোপন করে তা থেকে কখনোই ভালো ফসল আশা করা যায় না।
আধুনিকতার নামে যে অসভ্যতামী চলছে,
-----সাফাত,সাদমানের কুকর্ম তারই ফসল।।
লোকচক্ষুর আড়ালে প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা।
মান সন্মানের ভয়ে অনেকেই লুকিয়ে রাখে বিষয়গুলা।
আর কত জনেরই বা বিচার হচ্ছে????
কাজেই ধর্মীয় অনুশাসন মেনে চলুন,দৃষ্টিভঙ্গি পাল্টান,শালীনতা রক্ষা করুন,
নিজেকে শোধরানোর চেষ্টা করুন।
অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচুন।।
""" " "" প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভাল""" """""


এক ভাইয়ের ফেসবুক পোস্ট। সঠিক না ভুল বিচার করতে পারি নাই। মনে হল আপনার পোস্টের সাথে কিছু মিল আছে ,তাই দিলাম। মাফ করবেন


১২ ই মে, ২০১৭ রাত ৯:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যুক্তি দিচ্ছি না, শুধু বলছি সতর্ক হতে। যারা ধর্ম মানে না ওরাই কুকর্ম করে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০১

রাজীব নুর বলেছেন: সেক্স ব্যাপারটাই আমার কাছে গা ঘিন ঘিন করা একটা ব্যাপার।

১২ ই মে, ২০১৭ রাত ৯:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সব থেমে যাবে।

১৬| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

ওমেরা বলেছেন: নানাজান সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ ।আমি চির দুরন্ত ভাইয়ার কমেন্ট ও খুব ভাল লেগেছে ।

১২ ই মে, ২০১৭ রাত ৯:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ নানাভাই।

১৭| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার সততায় মুগ্ধ্। আপনি মনে হয়, শুক্র বা শনিবার রাতে/ভোর সকালে গাড়ি চালিয়েছিলেন।

তবে, নিচের কথাটায় একটু প্রতিবাদ জানাতে চাই-

''আমি কাজ ছেড়ে মেয়েকে এগিয়ে আনার জন্য যাই। আধুনিকতায় আমি বিশ্বাস করি না। আমি আল্লাহে বিশ্বাস করি।''

আল্লাহকে বিশ্বাস করা কি আধুনিকতা নয়?

১২ ই মে, ২০১৭ রাত ১০:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না ভাই, তখন সপ্তাহে ছিল। আমি পরে ক্যাবিংই ছেড়ে দিয়েছিলাম।

ভাইজান, ধর্মের চেয়ে অত্যাধুনিক আর কিচ্ছু নেই। আল্লাহ সব সৃষ্টি করেছেন।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৮| ১২ ই মে, ২০১৭ রাত ৮:২৫

কানিজ রিনা বলেছেন: চির দরন্তর সাথে একমত।

১২ ই মে, ২০১৭ রাত ১০:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জবাব দিয়েছি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৯| ১২ ই মে, ২০১৭ রাত ৮:২৭

ধ্রুবক আলো বলেছেন: খুব গুরুত্ব পূর্ণ কথা আলোচনা করেছেন +++++++

সাবধানে মঙ্গল।

১২ ই মে, ২০১৭ রাত ১০:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি দাদা সাবধানে মঙ্গল।

সবার মঙ্গল হোক।

২০| ১২ ই মে, ২০১৭ রাত ৮:২৮

ধ্রুবক আলো বলেছেন: দেশে এখন হুজুগ এবং হিড়িক চলছে।

ইহা দাদা একখান জবরদস্ত কথা কইছেন

১২ ই মে, ২০১৭ রাত ১০:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কি মিথ্যি বলেছি?

কিছু হলে হাঁইহুই শুরু হয় এবং কয়েকদিন পর সবশেষ।

২১| ১২ ই মে, ২০১৭ রাত ৯:৪৭

নতুন বলেছেন: রাজীব নুর বলেছেন: সেক্স ব্যাপারটাই আমার কাছে গা ঘিন ঘিন করা একটা ব্যাপার।

নুর ভাই বলেন কি? গা ঘিন ঘিন ভাবলে তো সমস্যা... :)

১২ ই মে, ২০১৭ রাত ১০:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উনি হয়তো ভোগবাসনিবিমোখ হয়েছেন।

২২| ১২ ই মে, ২০১৭ রাত ১০:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধর্ষকদের জন্যে মৃত্যুদন্ড ধার্য করা হোক বাংলাদেশে।

১২ ই মে, ২০১৭ রাত ১১:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শাইয়্যান ভাই, আপনিতো লন্ডন আসছেন তাই না? এখানে আসার পর বাস্তবতা দেখেও আপনিও আমার মত অবাক হবে না।
দেশে মাত্র শুরু হয়েছে, শেষ হবে না। সবাইকে সতর্ক হতে হবে। কিছু মানসিকরোগি আছে ওরা দেখতে আমাদের মত হলেও ওরা এত অসুস্থ যে তা আমরা চিন্তাই করতে পারব না।

২৩| ১২ ই মে, ২০১৭ রাত ১১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
সাবধান হলে সবার মঙ্গল হবে। একমত ...


কখনো কখনো নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেকে করতে হয়। যদি কোন কারণে, আমি বাঘের খাচাঁ সেচ্চায় পা রাখি, তবে
বাঘ কামড় দিবেই, এটাই স্বাভাবিক ব্যপার। এখানে আগে এ দোষ কার ? যদি এমন হতো, আগে আমার বিচার হতো,পরে বাঘের বিচার হতো । কেমন হতো ??

১২ ই মে, ২০১৭ রাত ১১:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, আমি আলাভোলা মানুষ। লন্ডন বড় হয়েছি, ইংলিস বাদ দিয়ে আমি বাংলা চার্চা করে নিজের মাথায় বেউড় বাঁশ দিয়ে বাড়ি মেরেছি। দেশে কী হচ্ছে তা আমার আন্দাজের বাইরে। আমিতো কাল্পগল্প লেখি। হয়তো কোনো একদিন, হয়তো কেউ একজন আমার লেখা পড়ে বলবে লোকটার মাথায় সমস্যা ছিল।

আপনি কী বলেন?

ক্লাবিং করতে গেলে কী আমি জানি না কারণ বাপের জন্মে আমি ক্লাবিং করিনি। তবে শুনেছি ক্লাবে সব চলে, সকালে অনেকে ধর্ষণের মামলা করে।

২৪| ১৩ ই মে, ২০১৭ রাত ১২:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: একটি অসহায় পিতা তর ধর্ষিতা কন্যাকেও সাথে নিয়ে আত্মঘাতি হলো।। কি এমন হয়েছে আলোচনা? আন্দোলন?

১৩ ই মে, ২০১৭ রাত ১:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আগের বার জমি এবং টাকা নাকি দেওয়া হয়েছিল?

এবার কী দেওয়া হবে জানতে চাই।

২৫| ১৩ ই মে, ২০১৭ রাত ১:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার দেশের বাড়ী কি পাবনা ?? তাইলে নেই কোন ভাবনা !! B-) বিখ্যাত লোকজন বা বড় মাপের লোকজন সবসময় নিজেকে ছোট চোখে দেখে !! সে যাহোক,


ইচ্ছাকৃত ভাবে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। সম্ভবনা থাকতে পরে না, সে কথা খাদও জানতো, এখন এতো চিল্লাচিল্লি করার কি দরকার, শিক্ষিতা মেয়ে জানতো না সে, গেলে সেখানে তার বিপদও হতে পারে!! আর বিয়ে আগে কেন গেল সে, তাও কোন এক হোটেলে !

এ ঘটনার বিচার চাই ।

১৩ ই মে, ২০১৭ রাত ১:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার বাড়ি সুনামগঞ্জে। হাওড়ের দেশে। জানে সবসময় ডর থাকে গো ভাই।
তো যাক এখন আসি আপনার কথায়, সব জানতে হলে বিচারের রায়র জন্য অপেক্ষা করতে হবে। কোথায় কী হয় আজকাল সকলে জানে, তাই নয় কি?

২৬| ১৩ ই মে, ২০১৭ রাত ১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, নাম খ্যাতি সবি বাঁচে যদি জীবন বাঁচে, সেখানে জীবন প্রশ্নবিদ্ধ, সেখানে আর নাম খ্যতি দিয়ে কি হবে !! এর চেয়ে নিবোধ হয়ে সবকিছু দেখা ভালো ।। X((

১৩ ই মে, ২০১৭ রাত ১:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার সাথে রাগ করে কোনো লাভ হবে না, কারণ আমি এখন বুড়া হয়েছি, সবকিছু অন্য চোখে দেখি। একজন আমাকে চড় মারলেও আমি তার কাছে ক্ষমা চেয়ে বলি, ভাইরে মাফ করে দে, বুড়া হয়েছি তো চোখে কম দেখি।

দেশে আইন নেই, সাবধানে থাকবেন।

২৭| ১৩ ই মে, ২০১৭ রাত ১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
যে দেশের জনগন যেমন, সে দেশের আইন ব্যবস্থা তেমন... একারণে, কাউকে দোষ দিয়েও লাভ নেই, আমিও একজন অপরাধী !! B:-/

১৩ ই মে, ২০১৭ রাত ১:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার ভুষ্টিনাশ হয়েছে। কাজ করলে অন্তত ব্যস্ত থাকতাম এবং ব্যাংকে লাখ লাখ পাউন্ড থাকতো। এখনতো এসব খবর পড়ে আমিও পাগল হয়ে যাব।

পাবনার খবর কী?

২৮| ১৩ ই মে, ২০১৭ রাত ১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
পাবনা খবর ভালো না, আর পাবনা গিয়ে পগাল হয়ে থাকা ভালো, কারণ উপর ওলা নাকি পাপলদের কোন হিসাব নিবে না ।। B-)

১৩ ই মে, ২০১৭ রাত ২:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাই গো, সেই পাগল হয়ে বাঁচতে চাই না।
যাক, নতুন কিছু লিখবেন না?

আমিও আপনার মত হব। ছয় মাস নয় মাসে একটা পোস্ট দেব।

২৯| ১৩ ই মে, ২০১৭ রাত ২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আজকে নতুন পোষ্ট দিতে পাড়ি !! কি যে বলেন না .... আপনারা লিখতে লিখতে অভিজ্ঞ ..... আপনাদের প্রতিদিন পোষ্ট দেওয়া উচিৎ ।।

১৩ ই মে, ২০১৭ রাত ২:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি তো ব্লগিং করি। লেখালেখি অন্য বিষয়।
পোস্ট কি করেছেন?

৩০| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:০৪

সচেতনহ্যাপী বলেছেন: মানে জমি এবং টাকা দিলেই আন্দোলন,আালোচনা হবে না B:-/ ।। না কি অন্যকিছু??

১৩ ই মে, ২০১৭ রাত ৩:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, আপনিতো যন্ত্রমানব, তাইলে আমার মত আবেগপ্রবণ হচ্ছেন কেন?

অন্তত আপনি বুঝার কথা, রঙলীলায় লাল করে ওরা লালে লাল হচ্ছে।

৩১| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:১৩

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের তথাকথিত শিক্ষিত সমাজটাকে নিয়ে কিছু লিখুন, প্লিজ।।

১৩ ই মে, ২০১৭ রাত ৩:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উনাদেরকে নিয়ে লিখতে হলে আমাকে মহাশিক্ষিত হতে হবে। আপনার নামের দিকে তাকিয়ে তিন সত্য করে বলছি, আমি অল্পশিক্ষিত। এত মারাত্মক কাজ আমাকে দিয়ে হবে না। :((

৩২| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:১৯

সচেতনহ্যাপী বলেছেন: মহা লজ্জা দিলেন ভাই।। নিক নেবার সময় এটাও আমার ভাবা উচিৎ ছিল :-P

১৩ ই মে, ২০১৭ রাত ৩:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহাহা। আপনার মন্তব্য পড়ে সত্যি শরির কাঁপিয়ে হেসেছি!

৩৩| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:২৬

সচেতনহ্যাপী বলেছেন: হাঁসাতে পেরে আমি সুখী।।
ভাল থাকবেন অহরহ।।

১৩ ই মে, ২০১৭ রাত ৩:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আল্লাহ আপনাকে সকল সময় হাসি খুশি রাখবেন। আমিন।

৩৪| ১৩ ই মে, ২০১৭ সকাল ১১:৪৭

টারজান০০০০৭ বলেছেন: এবিষয়ে আমার পুরোনো মন্তব্যই আবার দিলাম। মনে হইলো আপনি যাহা বলিতে চাহিয়াছেন তাহা খোলাসা হইবে। সুন্দর বলিয়াছেন। ধন্যবাদ। এইটাই বুঝে আসিতেছে না। সবাই ধর্ষণের শাস্তি চাহিতেছে , আমিও। কিন্তু সমস্যার গোড়া কোথায় , গোড়া কাটিতে হইবে ইহা কহিতেছে না !

অন্ধের মতন পাশ্চাত্য সংস্কৃতি অনুসরণ করিলে বাই প্রোডাক্ট হিসেবে ধর্ষণ তো হইবেই ! এখনকার সিস্টেমটাই তো ধর্ষণের সিস্টেম। সংষ্কৃতিটাই হইয়া গিয়াছে পার্টি , লিটনের ফ্লাট , হোটেল, রুম ডেটের সংস্কৃতির। পরস্পর সম্মতিতে হইলে প্রব্লেম নাই , না হইলে ধর্ষণ ! দীর্ঘদিন সহবাস করিয়া বিবাহ না করিলে ধর্ষণ। প্রতিপক্ষরে জব্দ করার লাইগা ধর্ষণ ! সংবাদপত্রের কাটতি বাড়াইতে ধর্ষণ !
ছিঃনেমা , নাটক , অপন্যাশ , বিজ্ঞাপন , গল্প , পত্রিকা, সিরিয়াল সব জায়গায় পিরিতের আলোচনা, যেন ইহা ছাড়া আর কিছু নাই ! সবসময় সুড়সুড়ি দিয়া পতাকা উড্ডয়ন করিতে বলিবে , আর পতাকা উড়িলে দোষ দিবে তাই হয় নাকি !
হোটেলে , লিটনের ফ্ল্যাটে যাওয়ার সংস্কৃতিতো আমরাই চালু করিয়াছি ! আগুনে ঘি রাখিলে গলিবে না , তাহা ভাবা কি ঠিক হইবে ? ঘি যেন আগুনের কাছে না যায় তাহার ব্যবস্থা করিতে হইবে !

আর বোকা মাইয়াগুলারও দোষ আছে । জলে কুমির আছে জাইনাও জলে নামে , এরপর কুমিরের পেটেই যায়।

তবুও বলি ধর্ষণ প্রমাণিত হইলে বিচি কাটিয়া নেওয়া হউক , ডান্ডায় আইফেল টাওয়ার ঝুলানো হউক ! যেই হোক কোনো ছাড় নাই।

১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সব ভালোই লিখেছিলেন, শেষের লাইন অন্য ভাবেও লিখতে পারতেন।

যাক, মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৫| ১৩ ই মে, ২০১৭ দুপুর ১:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাদের মত আমিও চিৎকার করে বলতে চাই, ধর্ষণের বিশ্লেষণ কেমনে করবে? আমিও ধর্ষককে হত্যা করতে চাই। কিন্তু সমস্যা হলো, ধর্ষকের চাক্ষুষ সাক্ষী প্রমাণ পাওয়া যায় না, কিন্তু হত্যার চাক্ষুষ সাক্ষী প্রমাণ পাওয়া যায়। এটা বড় সমস্যা।

১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৬| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:১৫

শেষ খেয়া বলেছেন: মানুষ দেখে শেখে ......... আজ যদি একটা বিচার করা হতো তাহেল কেউ ভুলে ও এমন কথা ভাবতো না জানে ই তো কয় দিন পর সব আগের মতো

১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওরা জানে, শেষমেষ কিচ্ছু হবে।

৩৭| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:০৩

শেষ খেয়া বলেছেন: হবে না ,আজ আমি বলে দিলাম ,,,,মিলিয়ে নিয়েন।

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার না বাদ পড়েছিল :(

তা ওরা জানে,

৩৮| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:১৭

শেষ খেয়া বলেছেন: এই কামনা ই করি না টা যেনো বাদ পড়ে ই যায়.....তাহলে অন্তত একটা বিচার তো পাবো

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অসহায়ের শেষ ভরসা কী অসহায়রা যখন জানবে তখন কিন্তু সর্বনাশ হবে।

৩৯| ১৫ ই মে, ২০১৭ ভোর ৪:০২

উম্মে সায়মা বলেছেন: ঠিক বলেছেন ভাই। আগে নিজেদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

১৫ ই মে, ২০১৭ ভোর ৪:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.