নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

না হলাম কবি না বুঝলাম কবিতা :((

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:৪৭



আমি আসলে ভালোমানুষ হতে পারিনি কারণ আমি সত্য কথা বলতে পছন্দ করি। আমি বিশ্বাস করি যারা সত্য কথা বলে ওদেরকে অনেকে অপছন্দ করে। আমিও খুশি হওয়ার কারণ, মিথ্যা বলতে শুরু করলে গল্প খালি লম্বা হয়। সত্য বললে বেশি কথা বলতে হয় না এবং লোকজন দূরত্ব বজায় রাখে।

ক বি তা " এই তিনটা অক্ষর এক হয়ে যে শব্দ হয় তার অর্থ আমি এখন আর বুঝি না। কবিতা পড়লে আমার মাথা ইংলায়, পেট আমলায়।

কবিদের মঙ্গল হোক। কবিতারা হোক সহজ।


সবাইকে রোজার শুভেচ্ছা। রোজামাসে মিথ্যা বললে বেশি পাপ হয়।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার হঠাৎ এমন মনে হলো কেন আমি বুঝলাম না ভাই!! সত্যি বলছি, একটুও মিথ্যা বলিনি এখানে।

০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছোটকালে কবিতা পড়তাম। আমার আম্মা আমাকে কবিতা পড়াতেন, সুরাও পড়াতেন।
এখন কবিতা পড়লে আমার মাথার ভিতর সমস্যা হয়। সত্যি বলছি, আমি কিচ্ছু বুঝি না।

২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:৫৭

উম্মে সায়মা বলেছেন: হাহাহা আব্দুলহাক ভাই। আমিও কবিতা বুঝিনা :P

০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাই বোন বলে কথা। কবিদের সাথে দূরত্ব বজায় রাখলে নিমের বড়ি খেতে হয় না।

৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: কবিতা অবোধ্য আমার কাছে।। ছড়া যাও দু/আধটু বুঝি।। গল্প সহজ সরল হলে পড়ি।। তবে বেশীক্ষন মনোযোগ ধরে রাখতে পারি না।। সব মিলিয়ে একজন অতি সাধারন।।

০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি জানি আপনি একজন ভালোমানুষ। সমস্যা হলো আমি ভালোমানুষ হতে পারিনি। :(

আপনি কেমন আছেন?

৪| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ২:৪০

ওমেরা বলেছেন: নানাজান কেমন আছেন ? আপনি তাহলে আমার দলে নানাজান হি হি হ হি হি কি মজা !!

০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নানাভাই, কবিতা পড়লে ১৯৯ ডিগ্রি জ্বর ওঠে। ডরেভয়ে কাঁপতে শুরু করি।

৫| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:৩০

তপোবণ বলেছেন: কবিতা আমিও বুঝিনা, কিন্তু পড়তে কেন যে ভাল লাগে তাও বুঝিনা

০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি নিশ্চয় যোগসিদ্ধ হয়েছেন।

৬| ০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৫:১৩

ধ্রুবক আলো বলেছেন: আপনার সব কথাই বুঝলাম!
এখন বলেন কেমন আছেন ভাই?

০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি সত্যি ভালো আছি ভাই, আপনি কেমন?

মজার কথা বলি, দেড় মাস আগে আপেল কিনেছিলাম এখনও তাজা। ইফতারের সময় একটা ফেলছি। এত ভয়ত্রস্ত হয়েছিলাম।

৭| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৮:১৬

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা না বুঝলেও প্রতিটি মানুষ কবি ।
রবিন্দ্রনাথ , নজরুল কবি ও কবিতা বুঝতেন
তারা ছিলেন মানুষ , আপনিও মানুষ
তাই প্রতিটি মানুষই কবি ও কবিতা বুঝে
যারা বলে বুঝিনা তারা আরো বেশী বুঝে :)
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ডাক্তরসাব, কেমন আছেন? আমি সত্য বলেছিলাম। আধুনিক কবিতা পড়লে আমার হাত পা কাঁপতে শুরু করে এবং আমি কিচ্ছু বুঝিনা।

৮| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
এখন একজন আপনার ব্লগে অকবির আগমন। B-)

কেমন আছেন ?


০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
আমি ভালো আছি আপনি কেমন আছেন?

আপনার ব্যাকরণে মারাত্মক সমস্যা আছে।


আপনি ভালো লিখেন।

৯| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৪৩

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: ১৯৯ ডিগ্রি! ওরে বাবা! নানাভাই, এই রোজা রমজানের দিনে কবিতা পড়ে জ্বর বাধাইয়েননা। কবিতা থেকে ১০০ হাত দুরে থাকুন। হা হা হা। :)

নানাভাই, আমি কিন্তু কবিও না, লেখকও না। আপন মনে লিখে যাই মনের আনন্দে! কিন্তু কারো আনন্দ যদি কারো জ্বরের কারণ হয় তবেতো প্রবলেম। উপায় কি নানাভাই? :)

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কইলাম আর্কি নানাভাই।

কবি লেখক হওয়া অনেক সাধনার কাজ। কবি এবং গল্প লিখতে পারলে অনেক ভালো। আর কিছু না হলে লেখক ভদ্রলোক হয়। আধুনিক হতে চাইলে সমস্যা হয়। আধুনিক না হয়ে নতুন কিছু করার চেষ্ট করলে নিশ্চয় কিছু হবে। আমি নতুন কিছু করতে চেয়েছিলাম। যা সময় নষ্ট করেছি তা কাজে লাগালে অনেক কিছু করতে পারতাম। কিছু হয়নি ঠিক তবে আমি সমাজে সম্মানী হয়েছি।
কেউ আমাকে বকা দেয় না। তুমিও তা করবে, অন্তত বকা শুনবে না। লেখকরা আত্মসাধক। আত্মসাধনা অত্যন্ত জটিল কাজ।

যাক কেমন আছ? সবাইকে সালাম বলে দোয়া করার জন্য বলবে।

১০| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি ভালো আছি !! আর আপনি ঠিক বলেছেন !!

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি সত্য বলতে ভয় পাই না। অনেকে বকাকরি করে।
তো যাক, দেশে রোজা কয় ঘণ্টা? এখানে ১৮ ঘণ্টা। দোয়া করবেন আমার জন্য।

১১| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:০৬

শূন্য-০ বলেছেন: আমিও তো কিচ্ছু বুঝিনা কবিতা!!
একটু সহজ কবিতা গুলোই বেছে পড়ি।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বুঝেছি, আপনিও আমার মতো বিপাকে পড়েছেন।

আপনার মঙ্গলকামনা করি।

১২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কবিতা পড়লে আমার মাথা ইংলায়, পেট আমলায়।

সর্বনাশ, ভাই! :-&

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বর্তমানের কথা বলেছিলাম।

আপনি কেমন আছেন?

কিছু কবিতা আছে পড়ার পর হাত পা অবশ হয়। :D

১৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: জী, ভালো আছি আপনাদের দোয়ায়। সামুর বাঁধনে বাঁধা পড়ে আছি।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মনের টান! মায়া, হায় মায়া।

দোয়ায় মন দরাজ হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.