নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

এখন যা করতে হবে

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৪



সবকিছু অত্যাধুনিক হচ্ছে, কিন্তু আমরা এখনও তথ্য এবং প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হতে পারিনি। বাংলাদেশ এখনও অনেক পিছনে। লন্ডনের মত শহরে এখনও শিশুধর্ষক আছে, নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, বয়স্কনির্যাতন, লীঙ্গ, বর্ণ, ধর্ম অনৈক্য, বৈষম্য, আধুনিক দাস, যৌনদাস। ন্যায় বিচার হয় না। চুরি ডাকাতি হত্যা হচ্ছে। এমনকি শিশুধর্ষক জেলে থাকার কথা সে জেল থেকে বেরিয়ে আবার স্কুলে কাজ শুরু করে এবং একজনকে হত্যাও করেছে। ৯০ বছরর বৃদ্ধাও ধর্ষিত হয়েছে।
এসব আমাদের ভুলেই হয়। আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ পদে কাজ করি তখন আমরা একটু মারাত্মক মাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে যাই। ভাবটা এমন, অন্যরাতো আমার গোলাম। আমি যা বলব তা ওরা করবে। আমি কখনও ভুল করতে পারি না।

আমাদেরকে ভুল থেকে শিখতে হবে। তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। এখন চাইলে কে কখন কী করছে সব জানা যায় কিন্তু আমরা কানিচোখে দেখেও দেখিনা এবং খালি কানাকানি করি।
বিকৃতমস্তিষ্ক এবং মানসিক রোগ এক নয়।

Mental disability and mental illness aren’t same
A mental disorder, also called a mental illness or psychiatric disorder, is a behavioral or mental pattern that may cause suffering or a poor ability to function in life.

কিছু বিকারগ্রস্ত মানুষ এমন অপর্কম করে যা সবার জন্য কষ্টকর হয়। এদেরকে কী করতে হবে তা বিচারকরা সুস্থভাবে চিন্তা করে সিদ্ধান্ত করবে।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৭

ওমেরা বলেছেন: ধন্যবাদ নানা আমাদেরকে সর্তক থাকতে হবে ।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি নানাভাই, সমস্যা হলো আমরা খামোখা একটু বেশি ব্যস্ত হই এবং সর্বনাশ হয় :(

২| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সব কিছু চক্রে আবদ্ধ হয়। সময়ের পরিবর্তনে এই চক্রদের দৌরাত্বের কৌশল পাল্টে যায়। কিন্তু সাধারণ মানুষগুলো থেকে যায় আগের মত।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভুল থেকে শিখতে হবে।

মানুষ ভুল থেকে শিখে।

৩| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অমানুষগুলো ভাল মানুষের মুখোশ পড়ে থাকলে সাধারণের চিনতে কষ্ট হয়। সমাজে এই মুখোশধারী মানুষের সংখ্যা আগের যেকোনো সময়ের চাইতে আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে! যা চিন্তার বিষয়।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আরও ভয়ঙ্কর বিষয় হলো ওরাই এখন হর্তাকর্তা। :(

৪| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমাদেরকে ১০ বছরের মাছে শিক্ষিত হতে হবে; সমস্যা ১০০ গুণ কমে আসবে।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এই বিষয়ে আমাদেরকে তাড়া করতে হবে নইলে মহামারি শুরু হবে।

৫| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:১১

সুমন কর বলেছেন: বিবেক শুন্য মানুষরাই এসব ঘৃণ্য কাজ করে যাচ্ছে !! এরা মানুষ নামের পশু।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জিন এবং ইনসানের মাঝেই উত্তম এবং অধম। মৃত্যুর জান্নাতুল ফেরদাউসে এবং হাবিয়া জাহান্নামে যাবে। জিন এবং ইনসানের জন্যই হাসরে বিচার হবে।

ইয়া আমার প্রতিপালক আমাকে রক্ষা করো, ক্ষমা করো, আমাকে জান্নাতুল ফেরদাউসের যোগ্য করো, আমিন।

৬| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:০২

আখেনাটেন বলেছেন: কিছু বিকারগ্রস্ত মানুষ এমন অপর্কম করে যা সবার জন্য কষ্টকর হয়। এদেরকে কী করতে হবে তা বিচারকরা সুস্থভাবে চিন্তা করে সিদ্ধান্ত করবে। -- সহমত।

অর্থের পিছনে লাগামহীন ছুট বিবেকহীন মানুষের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত।

সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

৭| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:১২

কানিজ রিনা বলেছেন: বিকৃত মস্তিস্ক ও মানুষীক রোগ এক নয়।
অতি মুল্যবান কথা বলেছেন। বিকৃত মস্তিকর
মানুষ দিন দিন বেড়েই চলেছে। এদের সন্তানেরা মানুষীক বিকারগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সহমত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

৮| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯

ধ্রুবক আলো বলেছেন: আসলে পৃথিবী বদলাচ্ছে, সাথে সাথে বেশিরভাগ মানুষও কেমন যেন বদলে যাচ্ছে!!

০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাই, আমাদেরকে সর্তক হত হবে।

৯| ১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: কিছু বিকারগ্রস্ত মানুষ এমন অপর্কম করে যা সবার জন্য কষ্টকর হয়। এদেরকে কী করতে হবে তা বিচারকরা সুস্থভাবে চিন্তা করে সিদ্ধান্ত করবে।
সহমত নানা ভাই। অনেকদিন পরে এলাম। কেমন আছেন আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.