নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

উদাস মাঝি

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫




ছুটি কাটাবার জন্য ফুটানিবাবু পাটন থেকে পাড়াগাঁ এসেছেন। পারঘাটে দাঁড়িয়ে ফাঁটফাঁটি শুরু করলে হঠাৎ পা পিছলে চিৎপটাং। বাবুর হাতে বৈঠা দিয়ে পাটনি পিটটান করে। বেচারা ফুটানিবাবু, সেই থেকে গলুইয়ে বসে দুঃখের বারোমাসি গায়।

এক ফাঁকিবাজ পারঘাটে পৌঁছে নতুন পাটনিকে দেখে চিন্তিত হয়। বকেয়ার খাতায় তার নাম একাধিকবার লেখা। নতুন পাটনির দিকে তাকিয়ে মনে মনে বলল, ‘অনাদায়ি টাকা দিয়ে আজ আমি বাঁশরি কিনব।’
পাটনি তখন স্বরগ্রাম চর্চা করছিল, ‘গ্রামিক হওয়ার জন্য গ্রামে এসে গ্রাম্য হয়েছি, গ্রামোফোনে গান শুনে গ্রামান্তরে পৌঁছেছি।’
মাঝিকে ডেকে ফাঁকিবাজ বলল, ‘ও উদাস মাঝি! আজ এত উদাস কেন?’
‘আমার সোনাবউ নাইয়র গিয়েছে। মন খালি আনচান আনচান। বুকের ভিতর টনটন উচাটন।’
‘কারবার শেষ! আজ আর কেউ বাজারে যেতে পারব না। গাঙ ভরা পানি। খালে বিলে শুশুক আছে। ধরতে পারলে কামড়িয়ে খাবে। ও মাঝি ভাই। আরে মিঞাভাই এপারে আসুন। আপনার সাথে গপসপ করতে চাই।’
‘আজ না বেনিয়া ভাই। পারলে কলাগাছের ভেলায় বসে বাজারে চলে যান। আমার সোনাবউ বেনারসির জন্য বায়না ধরেছে। আজ আর বউনি করব না।’
‘দৌড়ে এপারে আসুন, অনাদায়ি টাকা দিয়ে বিদেশি বেনারসি কিনে দেব। দাদার বান্ধবী আমার বউকে দাদনে কয়েকখান দিয়েছিলেন। দৌড়ে আসুন।’
‘আপনি হয়তো জানেন না, পাটব হওয়ার জন্য আমি পাটনাই গিয়েছিলাম। পাটিপত্র ঠিকঠাক করার জন্য পাটন থেকে পাটনি এসেছিল। বনিবনা না হলে লেনদেন চুকাবার জন্য কেউ পাটকেল মেরেছিল। সেই থেকে উদাস মাঝি হয়েছি।’
‘আজ আমি শেষ! বাজারে না গেলে পাটকাঠির বাড়ি একটাও মাটিতে পড়বে না। মাঝিভাই! তোমার হাতে পায়ে ধরি আমারে গাঙ পার করে দাও।’
‘আপনি নিশ্চয় জানেন, বিনয়ীরা বিনম্র বচনে ভাব প্রকাশ করে। আজ আমি বিনয়নে বিনয়ী হতে চাই।’
‘খাইছে আমারে। উদাস মাঝিকে আজ কবিতার ভূতে জেঁতেছে। ও মাঝভাই আমি বিশ্বাস করি আপনি বিনয়ী।’
‘ভাই গো, জাঁকের জা জাঁতা কিনে বেজুত হয়েছে, জাঁদরেল জহুরি জাঁকড়ে জাওলা বেচে পালিয়েছে।’
‘বুঝেছি ফক্কড়ের খপ্পরে পড়ে ফড়িঙ্গা আজ ফক্কিকা হয়েছে। মাঝিভাই, জীবনে আর ফক্কুড়ি করব না। আমাকে পার করে দাও। আমার গলার ফকরে মালা তোমাকে দান করব।’
‘আমাকে কিচ্ছু দিতে হবে, শুধুমাত্র একটি বার এই বৈঠার মুঠা ধরলে হবে।’
‘দূর যা! আমি আর গাঙ পার হব না।’

স্বত্ব মো.আ.হা

ছবি নেট থেকে

মন্তব্য ৮৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৭

প্রামানিক বলেছেন: ১ম হইছি চা দেন- - --

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ডেগের পানি গরম হয়ে আকাশে ভাসতে শুরু করেছে, কী দিয়ে চা বানাব?

(কেমন আছেন?)

২| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪২

প্রামানিক বলেছেন: ভালো আছি, তবে মনে হয় আপনার ডেগের পানি আকাশ থেকে বাংলাদেশে আইসা পড়ছে।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে কী হইছে, আমি চা বানাতে পারি না :(

৩| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

সিনবাদ জাহাজি বলেছেন: ২য় হইছি কফি দেন
:D ;) B-)

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কফির দাম বেশি, ঠান্ডা পানি দেই?

৪| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: উপরে সবাই দেখি চা চাইতেছে !! তাইলে আমায় একটা পান দেন !! ;)













২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে কী হয়েছে, আমি গরিব মানুষ পানভোজনের আয়োজন করতে পারব না :((

৫| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১

সিনবাদ জাহাজি বলেছেন: বন্যার ঠান্ডা পানি খাইতে খাইতে অবস্থা খারাপ। গরম কিছু দরকার।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে, কয়টা নাগামরিচ দেই =p~

৬| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
কেহ গরিব অর্থের জন্য কেহ গরিব রূপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে ।

এই দুনিয়ার সাবাই গরীব ! এখন যা আছে তাই দেন !!! :P



২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গরিবের উঠানে যখন এসেছেন তখন অন্তত একটা বড়ুই খেয়ে যান। (হাহাহাহা)

৭| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩

সিনবাদ জাহাজি বলেছেন: :P :P
বগুড়ার মানুষকে দেখাচ্ছেন মরিচের ভয়?????

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না ইয়ে মানে, এখন এত গরম হলেন কেন? (হাহাহাহা)

৮| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৯

সিনবাদ জাহাজি বলেছেন: :D :D
একটু কফিই নাহয় খাই্তে চাইছিলাম ,খাওবেন না বললেই হয়।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না ইয়ে মানে, দাম বেশি তো :``>> গরিব হলেও কাঙাল নয়।

৯| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনার সাথে ব্লগারেরা আলাপ করতে ভালোবাসে

২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, তা আমি জানি এবং এই জন্য আমি পলাশমিঞা হয়েছিলাম। জেনারেল করে আমার সর্বনাশ করেছে। :((

তবে এই আলাপ আলোচনায় আমি সাহিত্য চর্চা করি।

যেমন এই গল্প, শব্দের খেলা, কবিতার ভর, মন বা বলে তা বকি।

যাক, আপনি কেমন আছেন?

১০| ২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ১০ হইছি পান দেন :)

২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নিদানে আছি, :((


পরে কোন দেশে যাবেন?

১১| ২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: জানিনা, ব্যস্ত সময় যাচ্ছে।

২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্যস্ত থাকা ভালো, মন নিস্তেজ হয় না।

১২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

সুমন কর বলেছেন: উদাস মাঝি পড়ে উদাস হয়ে গেলাম... :(

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেন, কী হয়েছে?

আমাদের উদাস মাঝি কোথায় গেলেন?

১৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গুরুজি চা, কফি, আর নাগা মরিচ আমার কিছুই চাইনা। আমাকে দোয়া দিন শুধু।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে সুখি করবেন। আমিন।

আমার সফলতার জন্য দোয়া করবেন।

১৪| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২২

সুমন কর বলেছেন: আমাদের উদাস মাঝি'কে আসলেই দেখা পাওয়া যাচ্ছে না !!

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বেচারা, উদাস মাঝি! নিশ্চয় বউর জন্য বেনারসি কিনার জন্য বাজারে গিয়েছে। আমার হাতে বৈঠা দিতে চেয়েছিল। (হাহাহাহাহাহা)

১৫| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৭

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,




ধ্বন্যাত্বক শব্দে ধ্বনিময় গল্প লিখতে গিয়ে উদাস হয়েছেন । তাই তাল কেটে মাঝি চিৎপটাং ।

তবুও বলি ---- মাঝি বাইয়া যাওরে ................

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে কী হয়েছে ভাইজান, আমাদের উদাস মাঝিকে চেতাবার জন্য এই গল্প লিখেছিলাম। আমাদের মাঝি হয়তো বেনারসির জন্য বাজারে গিয়েছেন।


জি ভাইজান, বেচার মাঝির নাও বাওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। মারধর করলেও আমি বৈঠা ধরব না।

১৬| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫

সনেট কবি বলেছেন:






সাহিত্যিক মোহাম্মাদ আব্দুলহাকের উদাস মাঝি গল্পে মন্তব্য-

ফুটানি বাবুর থেকে উদাস মাঝির
রূপান্তর। ফাঁকিবাজ বেগরে মাঝির
ফাঁকে পড়ে গড়াগড়ি, চাল সব যায়
চুলায়, মাঝি কথনে ফাঁকিবাজ ক্লান্ত।
উদাস মাঝির স্বরে বৈঠা প্রদানের
আগ্রহে ফাঁকিবাজের গাঙ পেরুবার
আগ্রহ হারিয়ে যায়, বিপদের আঁচ
টেরপেয়ে ফাঁকিবাজ রনে ভঙ্গ দেয়।

ফুটানি বাবুর তবে গাঁয়ে অভিজ্ঞতা
মন্দ হয়নি। পাটনি পিটটান দিয়ে
তার অভিজ্ঞতা ঋগ্ধ করেছে এযাত্রা।
চিম চাম গল্প ফাঁদে পাঠক কিছুটা
দিশেহারা হয়ে কষ্টে দিশা খুঁজে পেয়ে
অবশেষে ফিরে যায় নিজ গৃহ পানে।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জয়োস্তু!

আমাদের মাঝিভাই কোথায়?

আপনি লিখতে থাকুন। কবিতায় মনে ভাব প্রকাশ করা যেনতেন কাজ নয়।

১৭| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৬

সনেট কবি বলেছেন: ভাইজান গল্প চিত্র কি ধরতে পারলাম?

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গল্পে সব বিশ্লেষিত আছে। আসল ঘটনা আপনি বিশ্লেষণ করতে পেরেছেন। শব্দের খেলা সবাই পছন্দ করে না। আমারও মাথা ঘুরায়।

১৮| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৫

সনেট কবি বলেছেন: কাল কবি শাহরিয়ার কবীরের কবিতায় ভালই হাবু ডুবু খেলাম। আর আপনার গল্পে কোন রকমে নাক জাগিয়ে ভেসে রইলাম। ভাল লাগছে মজার গল্প পড়তে পেরে।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

আজকের জন্য কবিতা একটা লিখেছিলাম, বেশি গুরুত্বপূর্ণ হওয়া পোস্ট করিনি।

কিছু পোস্ট করতে হবে তাই এই গল্প লিখেছিলাম।

আপনাদের সঙ্গ পেতে হলে শব্দের খেলা খেলতে হয়।

১৯| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

জাহিদ অনিক বলেছেন: আপনিই পলাশমিঞা জানা ছিল না

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, ভুলটুল হইলে ক্ষমা করবেন। আমি বুড়া মানুষ।

২০| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৭

উদাস মাঝি বলেছেন: ‘আপনি হয়তো জানেন না, পাটব হওয়ার জন্য আমি পাটনাই গিয়েছিলাম। পাটিপত্র ঠিকঠাক করার জন্য পাটন থেকে পাটনি এসেছিল। বনিবনা না হলে লেনদেন চুকাবার জন্য কেউ পাটকেল মেরেছিল। সেই থেকে উদাস মাঝি হয়েছি।’[/sb

মিয়া আমারে নিয়া মশকারা করেন ? X( এহহহহ কেস করুম, আফনেরে জেলে ঢুকামু । X((
হেরপর ভাবি জান রে লইয়া নাউরে যামু ;)

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি তো পাটনির লগে গল্প করছিলাম আপনি চেতলেন কেন?

আইচ্ছা, ভাবিজানের লগে দেখা হইলে আপনের খবর বলবনে, ঠিকাছে ;)

২১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫১

উদাস মাঝি বলেছেন: এইযে কাকু দ্যাটস মাই ভাবিজান B-) আপনার নহে X(

খারান ভাবিরে কই্তে দেন, আপনার পাটনগিরি ছুটাইবনি ;)

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওকে ঠিকাছে, আমি আর পারঘাটেই যাব না। :D


গল্প কেমন তা না বলে চেতলেন কিতা লাগি :P

২২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫২

জাহিদ অনিক বলেছেন: পলাশমিঞার সাথে আমার কোন ক্যাচাল হয়েছিল বলে মনে পড়ে না ;)

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাইলে ঠাকাছে।

আমি সত্যি ভয় পাইছিলাম।

গতকাল আপনি কবিসাবকে চেতিয়ে‌ছিলেন :|

২৩| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০১

জাহিদ অনিক বলেছেন: গতকাল আপনি কবিসাবকে চেতিয়ে‌ছিলেন :| হায় হায় কি বলেন ? কাকে চেতিয়েছিলাম ! নিজেই তো ভুলে গেছি মনে হয়।
একটু মনে করিয়ে দিবেন কাকে রাগিয়েছিলাম B:-) আজকাল কিছুই মনে থাকে না

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখানে ক্লিক করলে দেখতে পাবেন

২৪| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৬

জাহিদ অনিক বলেছেন: ওহ আচ্ছা, আচ্ছা। কবীর ভাই !
না না না, কবীর ভাই আমার উপর চেততেই পারেন না। কিছুতেই না B-)

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাইলে ঠিকাছে। আমি ডরাইছলাম :|

২৫| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল গল্পের প্লটে
শুভকামনা আপনার জন্য

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মঙ্গল হোক।

২৬| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৯

সচেতনহ্যাপী বলেছেন: পড়লাম।। যাকে উদ্দেশ্য করে লিখেছেন, সেইতো হাজিরাা দিয়ে গেল মনে হয়।।
কেমন আছেন

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: খালি নামে মিল :P

কেমন আছেন আপনি?

আমার জন্য দোয়া করবেন, কবিতার বই প্রকাশ করতে চাই।

২৭| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: ভাল। অবশ্যই করবো।। তবে ভাই পাপীবান্দাতো কতটুকু কবুল হবে, জানি না।।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবার দোয়া কবুল হয়। আর আপনার মত পাপীবন্দার দোয়া আরও বেশি দ্রুত কবল হয়।

২৮| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৭

উদাস মাঝি বলেছেন: মন খালি আনচান আনচান। বুকের ভিতর টনটন উচাটন

গুরুজি,এইসব গভীর বিষয় ক্যামনে জানলেন আপনি ? তবে কি আপনিও ..... :-B

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইয়ে মানে, বউ নাইয়র গিয়েছ তো, এই আর্কি :P

২৯| ২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:১৩

উদাস মাঝি বলেছেন: শুনলাম আপনি নাকি সবিতার সই থুক্কু ;) কবিতার বই প্রকাশ করতে চাচ্ছেন, সেইটা বড় কথা না
বড় কথা হল বাড়িতে জানে তো :P

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি হয়তো জানেন না, আমি আসলে বড় ভালো মানুষ। রীতিমত বাড়ির কাজ করি, কারো লগে কাজিয়া করি না। স্কুল জমানায় কী হয়েছিল আমি ভুইলা গেছি :D

আমার কাছে হাজারে বিজারে কবিতা আছে। ছাওয়াল কালে লিখেছিলাম। ৪/৬ বছর আগে কবিতার জন্য একটা ফউলডার বানিয়েছিলাম, তাতে ২২ টা ফাইল আছে। গতকাল কিছু কাজ করতে যেয়ে দেখি আমার মাথা খালি ঘুরে।

কবিতা কত প্রকার এবং কী কী?

চিন্তার কারণ নেই, বই প্রকাশ হলে আমার আগে আপনি বনবাসে যাবেন।

এত মারাত্ম তথ্য।

৩০| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

-জাঁকের জা জাঁতা কিনে বেজুত হয়েছে, জাঁদরেল জহুরি জাঁকড়ে জাওলা বেচে পালিয়েছে।
-বুঝেছি ফক্কড়ের খপ্পরে পড়ে ফড়িঙ্গা আজ ফক্কিকা হয়েছে।


হাহাহা :)

আব্দুলহাক ভাইয়ের সাথে একদিন পান খাইতাম চাই B-)

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মইনুলভাই, আমিও চাই আমার পরিচিত পরিবেশে বসে প্রিয়জনদের সাথে গপসপ করি।

আপাত অসম্ভব! :(

৩১| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাটনি সাব, কিতা খাইবেন কন?

উদাস মানুষের মনের দোয়া কামে লাগে ;) আফনেরে কিছূমিছু খাওয়াইয়া যদি ইট্টু দোয়া পাই :)

@ নামের মাঝী না কামের পাটনির কথা কইছী ;) :P

+++

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার জন্য দোয়া করেছি (তখন ওজু ছিল) আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবেন। আমিন।

৩২| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: শব্দের কারিশমা বেশ লেগেছে।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মঙ্গল কামনা করি।
আমার সফলতার জন্য দোয়া করবেন।

৩৩| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ফুলপরি নামে আমার একটা ছোট গল্প আছে।

পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩৪| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৪

বিজন রয় বলেছেন: মাঝিরা কি কখনো উদাস হয়?

হতেও পারে!

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভ্রমরীরাও উদাস হয়, আমি দেখিছি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৫| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৭

বিজন রয় বলেছেন: আপনি কি কখনো উদাস হন?

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আমি যখন উদাস হই তখন মৃত্যু এবং কবর সম্বন্ধে চিন্তা করি।

উদাস [ udāsa ] বিণ. 1 উদাসীন, আসক্তিহীন; 2 আকুল. এলোমেলো (উদাস বাতাস); 3 বিষণ্ণ, উন্মনা (উদাস মূর্তি)। বি. বৈরাগ্য; উদাসীনতা। [সং. উৎ + আস্ + অ]।
উদাসী [ udāsī ] (-সিন্) বিণ. 1 আসক্তিহীন; নির্লিপ্ত; 2 এলোমেলো ('এই উদাসী হাওয়ার পথে পথে': রবীন্দ্র); 3 বিষণ্ণ, উন্মনা। বি. সন্ন্যাসী; সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। [সং. উদাস + ইন্]। স্ত্রী. উদাসিনী ('উদাসিনীবেশে বিদেশিনী কে সে': রবীন্দ্র)।
উদাসীন [ udāsīna ] বিণ. 1 অনাসক্ত, নিরাসক্ত (লাভ-লোকসান সম্পর্কে উদাসীন); 2 বিষয়বাসনা থেকে বিরত হয়ে ধর্মচিন্তায় রত; 3 নিরপেক্ষ, নিঃসম্পর্ক। [সং. উৎ + আসীন] বি. উদাসীনতা। স্ত্রী. উদাসীনা।


আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৩৬| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: মজা

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

৩৭| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৯

বিজন রয় বলেছেন: সুন্দর উত্তর।

আপনি যখন উদাস হন তখন কি মৃত্যু চিন্তা ছাড়া আর কিছু ভাবেন? যেমন কবিতা লেখা?

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি হয়তো কবিতার ভর পড়েননি?

শব্দে প্রভাবে আমার হাবভাব বদলে এবং কবিতারা আমাকে বিভ্রান্ত করে, আমি বাধ্য হয়ে কলম হাতে নিয়ে বুক ভরে শ্বাস টেনে শব্দে তন্ময় হই। তখন মৃত্যুর ভয়ে আত্মা বিত্রস্ত হয়, ক্ষমার্হ হওয়ার জন্য আমি আরাধনা করি, কবিতা তখন সহায়ক হয়। অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে আমি প্রাণবন্ত এবং উজ্জীবিত হই।

আপনি আমাকে অন্যমাত্রায় নিয়ে যেতে চাইছেন :(

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শব্দের"

৩৮| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯

বিজন রয় বলেছেন: তাহলে আপনাকে বলবো, আপনি মৃত্যু চিন্তা বাদ দিন।
তার চেয়ে কবিতার আরাধনা করুন, দীর্ঘঃশ্বাস দূর হয়ে যাবে, মৃত্যু জীবন্ত হয়ে উঠবে।

তবে উদাস হওয়াও ভাল, তন্ময় হওয়ার ভাল।
উদাস হলে, তন্ময় হলে মনের ভিতর কিছুটা শূন্যতা এসে ভর কর। ওই শূন্যতাই আপনার ভিতরে নতুন নতুন কবিতার জন্ম দিবে, আর মৃত্যু চিন্তা দূরে চলে যাবে।

ভয় কি, মৃত্যু জীবন্ত হয়ে ওঠা মানে, মৃত্যুর পরও বেঁচে থাকা।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মৃত্যুর চিন্তায় আমি চিন্তিত হই। এই মৃত্যুকে আলিঙ্গন করার জন্য আমি অপেক্ষমাণ। আমি তা দেখতে চাই যা অনন্ত। ক্ষণস্থায়ি কিচ্ছু আ ভালো লাগে না। তবে মৃত্যুর আগে আমি পরিতৃপ্ত হতে চাই, আত্মা হতে চায় প্রশান্ত।

৩৯| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯

বিজন রয় বলেছেন: আচ্ছা, আপনি কি আমাকে চিনেন একজন ব্লগার হিসেবে?

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দাদা, আমি আসলে আলাভোলা, সহজে ভুলে যাই। ব্লগের সবাইকে আমি আপন মানি। আপনি একজন ব্লগার, তবে ব্যক্তিকে আমি চিনি না।

আমার সাথে উত্তর মন্তব্য বিনিময় হচ্ছে। আমি বিশ্বাস করি আপনি উত্তম মানুষ।

৪০| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমরা সবাই একে অপরের উপর নির্ভশীল। মানুষ হিসেবে কেউ কারো থেকে বড় নয়।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উদাস মাঝির কথা বলছেন নাকি?

৪১| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি- উদাস মাঝির কথা বলছি।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উনি আসলে খুব ভালো মানুষ। পকেটে টাকা না থাকলেও গাঙ পার করে দেন।

৪২| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৪

উদাস মাঝি বলেছেন: আগে ফ্রি পারকত্তাম অহন আর করিনা ,
ময়নার আম্মায় মানা কইরা দিছে গা।

তয় লেডিস প্যাসেঞ্জার হইলে ভিন্ন কথা ;)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.