নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

মানুষ মানুষের জন্য

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬



দেশের মানুষ উপোস ঘুমায়। বন্যায় দেশ ডুবেছে। কাল কয়জন বাঁচবে তার নিশ্চয়তা নেই। এর পরেও লাখলাখ অসহায়কে আশ্রয় দিয়েছে।
ত্রাণ যাচ্ছে কিন্তু কবে যাবে কেউ জানে না। প্ররিত্রাণের জন্য অসহায়রা অসহায়দের উপার ভরসা করেছে। অসহায়রা সহায় হয়েছে। এখন স্রষ্টা নিশ্চয় সহায় হবেন।
দেশে আশ্রয় পেয়ে অন্তত কিছু প্রাণ বাঁচবে। এসব প্রাণের প্রার্থনা স্রষ্টা পর্যন্ত পৌঁছবেই। মানবতার মঙ্গল হবেই।
আমরা মানুষ। মানুষ মানুষের জন্য। দেশির কবি বলেছিলেন, এখন দেশবাসি তা প্রমাণ করেছে। "মানুষ মানুষের জন্য"

জয় বাংলাদেশি! জয় হোক মানবতার।


ছবি নেট থেকে

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা বিশ্বের সমীহ অর্জন করেছে



১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেকে গল্প শুনেছিল, বাঙালিরা নিজে না খেয়ে অন্যকে খেতে দেয়। এখন ওরা দেখবে এবং বলবে, ওরা আসলে সভ্য এবং দরদি জাতি।

বাংলার জয় হোক।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

আমানউল্লাহ রাইহান বলেছেন: মানুষ মানুষের জন্য

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন শ্রদ্ধেয় প্রিয় ভাই। কৃতজ্ঞতা জানবেন পোষ্টের জন্য।

আমি এমনটা বলাতে অনেকের কাছে দোষী, নির্দয় বলে ট্যাগ পেয়েছি।

এবার হাওড় অঞ্চলে ধান মাইর, এখনও পানিতে ভাসছে দেশ।
তারপরও রোহিঙ্গা সন্ত্রাসী আর যে হারে অস্ত্র পাওয়া যাচ্ছে, তাতে ভয় আমার

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সন্ত্রাস এবং অসহায়ত্ব দুই বিষয় প্রিয় ভাই।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তা তো অবশ্যই শ্রদ্ধেয়
ঝামেলা কিন্তু বাংলাদেশেরই

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নিরাপত্তা নিশ্চিত হলে ওরা ফিরে যাবে। যারা থাকবে তাদের খরচ অন্যরা দেবে। তবে ওরা ফিরে যাবে। ওদেরকে ফিরে যেতে আমাদেরকে সাহায্য করতে হবে।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: জয় হোক মানবতার। মানুষ মানুষের জন্য !

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি কবিসাহেব।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭

উম্মে সায়মা বলেছেন: জয় হোক মানবতার....

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

মলাসইলমুইনা বলেছেন: শাসনে-দুঃশাসনে, অত্যাচারে-স্বৈরাচারে ভরা কঠিন সব কাহিনীতে আসল বাংলাদেশটা ঢেকেই ছিল অনেক কাল | সব সরিয়ে আবার বাংলাদেশের উজ্জ্বল সূর্যটা সবাই দেখতে পেলো | অনেক সমস্যার মধ্যে এটাই লাভ হলো দেশের |

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, দুনিয়া যা করতে পারেনি আমরা করেছি।

আল্লাহ আমাদেরকে সবদিকে শ্রেষ্ট করেছেন। স্রষ্টাকে আমি সেজদা করি।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৬

জাহিদ অনিক বলেছেন: বাংলাদেশিরা আগে থেকেই আতিথেয়তার জন্য বিখ্যাত। তবে এতটা অতিথি খেদমত যেন না হয়ে যায় যাতে নিজের
ছেলে-মেয়েরাই অনাহারে থাকে!

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সমস্যা এখানেই। নিজে না খেয়ে মেহমানকে খাওয়াতে হয়। আমরা নবী রসূলদেরকে অনুসরণ করি।

দেশ এবং সবার জন্য দোয়া করা ছাড়া এখন আর কিচ্ছু করার নেই।

জয় সবসময় মানবতারই হয়েছে।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৪

ব্লগ মাস্টার বলেছেন: জয় বাংলাদেশি! জয় হোক মানবতার। সাথে জয় হোক রোহিঙ্গা নিরহ মানুষগুলোর।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করি, জয় মানবতারই হবে।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি মানুষ মানুষের জন্য। কিন্তু কখনো কথনো তা ভুলে গিয়ে প্রাণ সংহারে উদ্যত হয়। যেমনটা এখন মিয়ানমারে চলছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চলতে থাকবে।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


এই মানুষগুলো ভয়ংকর মানসিক কস্ট নিয়ে বাংলাদেশে এসেছে; এরা সঠিকভাবে সাহায্য পাচ্ছে কিনা, বলা মুশকিল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যাসত্য জানতে হলে আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। অন্যদের মত আমরাও দূর থেকে দেখছি এবং শুনছি।

এখানে অনেক সমস্যা আছে। যারা আসছে এবং যারা আগ থেকে দেশে আছে সবাই অসহায়। মাঝেখানে অনেক ঠগ বাটপাড় আছে।
সতর্কতার সাথে এদেরকে সাহায্য করতে হবে। দেশে যথেষ্ট খাবার নেই।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: বিদেশে এদের সাহায্যার্থে কোন কার্যক্রম চলছে কি, আব্দুল হাক ভাই?

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, অনেকে টাকা কামাচ্ছে।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

উদাস মাঝি বলেছেন: ওস্তাদ আফনে বাইচ্চা আচুইন ? /:)

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই তো আমি!

আপনার খবর কী?

১৪| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় আশা জাগানিয়া পোস্ট। অনেক ধন্যবাদ।
প্ররিত্রাণের জন্য অসহায়রা অসহায়দের উপার ভরসা করেছে। অসহায়রা সহায় হয়েছে। এখন স্রষ্টা নিশ্চয় সহায় হবেন - ভাল বলেছেন। অসহায়রা অকাতরে অসহায়দের জন্য এগিয়ে এসেছে, এটাই বড় আশার কথা, গর্বেরও কথা।

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান।

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৬

উদাস মাঝি বলেছেন: আফনেরে বহুত খুজেছি মিয়া , আপনার সাইটে গিয়েও যোগাযোগের চেস্টা করেছিলাম :(

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাঝিভাই, সাইটে মন্তব্য দেখে জবাব দিয়েছি। আসলে একটু বেশি ব্যস্ত। কাজ শুরু করতে হবে। লেখালেখি করে লেখক গরবি হয় এই জন্য আপনারা আমার খবর জানেন না। লেখালেখি করে ধনি হলে সকলে খবর জানতো।

তো যাক, আপনার কথাও আমি মনে মনে মনে করি। গল্প একটা লিখেছিলাম মনে নেই? কবিতার বইয়ে ওটা যোগ করে‌ছি।

আমার জন্য দোয়া করবেন। আপনার মঙ্গল কামনা করি।

১৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: লেখালেখি করে লেখক গরবি হয় এই জন্য আপনারা আমার খবর জানেন না। লেখালেখি করে ধনি হলে সকলে খবর জান।আমি বলবো এখানে অন্ততঃ নয়।। ব্লগে আসি যোগাযোগটাকেই ঝালাই করার জন্য।। কেউ কিন্তু কারো সামািক স্টাটাস জানি না।। আর জানার জন্যও আসি নি।।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা, ভাইজান আমি ব্লগের কথা বলিনি। আমি বাস্তবের কথা বলেছি।

আপনি কেমন আছেন?

১৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০০

সচেতনহ্যাপী বলেছেন: বাস্তব আমার অনেক চেনা।। এসব দেখেই আমি এখানে!!
বরাবরেই মত ভাল।। এখানে আসি একটা নির্দিষ্ট সময়ের জন্য।। কাটাই তারপর চলে যাই।।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হায় বাস্তব!
আমি আমার কথা বলছি তো :(

যাক, কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.