নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

“জয় আমাজন”

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩০



অনেকে আমাকে বলেন, ওই মিঞা লেখা পড়তে দিচ্ছেন না কেন?
আমি কিছু না বললে বলেন, তাইলে বই প্রকাশ করছেন না কেন? আর আমাজন কী, আপনার না আমার মাথা? আমি তখন কই, ভাই গো, আমাজন একটা জঙ্গলের নাম। আমরা সকলে জানি জঙ্গলে মঙ্গল থাকে। আপনাদের কথা জানি না তবে আমার জন্য সত্যি মঙ্গল থাকে। আমি হাঁটার জন্য জঙ্গলে যাই, আমার মাথা ঠাণ্ডা হয়, দুশ্চিন্তা কমে। আমি স্বস্তিবোধ করি। স্ত্রী এবং নাতনিদের সাথে ঝগড়া করতে হয় না। তো যাক, আমাজনে বই প্রকাশ করার কয়েকটা কারণ আছে, ১- আমার কোনো খরচ হয় না। ২- আপসে কপিরাইটস হয়। ৩- কেউ আমার লেখা চুরি করলে আমাজনের উপর আমি মামলা করব এবং ওরা চোরের বারোটা বাজাবে। ৪- যখন ইচ্ছা তখন এবং যত কপি চাইব ততকপি কিনতে পারব। চোরবাটপাড়ের খপ্পরে পড়তে হবে না। ৫- আমি মরে গেলেও আমাজনে আমার সকল বই সংরক্ষিত থাকবে।
ব্লগে এবং ফেইসবুকে চোরাচুরি বিষয়ে লেখা দেখলে আমার জান চমকে ওঠে। মাই গো মাই, এত কষ্টের লেখা পটাপট কপি করে ফেলে এবং ধমকিয়ে বলে, দূরে যা এটা আমার নতুন লেখা।

ইয়া আল্লাহ রহম করো। জ্ঞান আপনার দান, আমাদেরকে জ্ঞানী এবং সম্মানী বানিয়ে দাও। আমিন।


এটা আমার চ্যানেল

মন্তব্য ৮১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নাই গো আপা!!

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪০

জাহিদ হাসান বলেছেন: B:-)

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি জানি না গো ভাই B:-)

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:

হা হা হা :-B

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লেখাচোর ছাড়া আর সকলের জয় হোক!

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক উপকারী পোস্ট। আপনাকে অনুসরণ করে আমাজনে একটি বই পাবলিশ করবো কি না ভাবছি। প্রসিডিউরটা কি জানালে উপকৃত হতাম।

ভাই, একটা প্রশ্ন ছিলো।

আমাজনে প্রকাশিত ই-বই কি অন্যান্য জায়গাতেও প্রকাশ করা যাবে?

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাজনে ইবই প্রকাশ করা যায় না। amazon kindle এ বাংলা বই প্রকাশ করে না।
বই তো আপনার, আপনার মন যা চাইবে তা করবেন। আমিতো আমার সাইটে ফ্রি করে দিয়েছি।

তাদের সাথে একাউন্ড খুলতে হবে।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩

জাহিদ হাসান বলেছেন: বলেন, কেমনে ম্যানেজ করছেন সবকিছু 8-|

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সব নিজে করেছি। (এডভির কাজ জানি। মিউজিক কম্পুজিং ও করি)

৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:

সামু ব্লগেও প্রতিদিন লেখা চোরের কেচ্ছা কাহিনী দিয়ে দিন শুরু হয়।। =p~

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কান্দন ছাড়া আর কিচ্ছু করার নেই :((

৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমিন, আমিন,

আপনার মঙ্গল হতে থাকুক ....।।

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।
আল্লাহ আপনার মঙ্গল করবেন।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫১

নীলপরি বলেছেন: আপনার চ্যানেল ঘুরে আসলাম ।

শুভকামনা রইলো ।

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ নীলপরি।

ওরা এখন কিনডলে বাংলা প্রকাশ করে না। বাংলা করলে কম দামে বিক্রি করা যেত। আমিতো আমার ইংলিস উপন্যাস মাগ্না করে দিয়েছি।

আপনার মঙ্গল হোক।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:

লেখা চুরির জ্বলায় ,নতুন লেখকের জন্ম হচ্ছে না ।। :-B খালি চোর আর চোর !!! B:-)

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসল বিষয় হলো, চোরের চেয়ে সাধুর সংখ্যা বেশি।

খিড়কি দিয়ে চোর পালিয়েছে, তাকে ধরতে চেয়ে পা মচকেছে।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

সামু ব্লগের মুরুব্বীর জন্য শুভকামনা রইল।

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবার মঙ্গল হোক।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ইয়া আল্লাহ রহম করো। জ্ঞান আপনার দান, আমাদেরকে জ্ঞানী এবং সম্মানী বানিয়ে দাও।

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।

১২| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

সেলিম আনোয়ার বলেছেন: আমিন !!!

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

প্রামানিক বলেছেন: আমিন

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করবেন।

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৩

সুমন কর বলেছেন: ব্লগে এবং ফেইসবুকে চোরাচুরি বিষয়ে লেখা দেখলে আমার জান চমকে ওঠে। মাই গো মাই, এত কষ্টের লেখা পটাপট কপি করে ফেলে এবং ধমকিয়ে বলে, দূরে যা এটা আমার নতুন লেখা। -- ঠিক ঠিক।

আগেই আপনার পেজ ঘুরে এসেছিলাম। আজ আবার ঘুরে আসলাম।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কতজনে কত কথা বলে, আমি শুধু বলি, অন্তত খামোখা অর্থ নষ্ট করিনি, তবে যথেষ্ট সময় নষ্ট হয়েছে।

কেউ চাইলে কিনে পড়তে পারবে। আমার সাইটে আছে চাইলে মাগ্নাও পড়তে পারবে।
আমাজনে প্রকাশ করার পর স্বস্তিবোধ করছি।

আপনার মঙ্গল কামনা করি।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩

উম্মে সায়মা বলেছেন: আমিন।।
কেমন আছেন আব্দুলহাক ভাই?

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি বোন, আপনি কেমন আছেন?

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আগে আমিন বলে নেই। সালাত সালাম নবী ও নবীর পরিবারের উপর। আপনাকেও সালাম। আল্লাহ আপনাকে হেফাজত রেখেছেন সবাইকে যেন রাখেন।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।

আপনি কেমন আছেন?

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি ভাল আছি।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করবেন।

১৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
যা বুঝলাম বইগুলো আপনি বা আপনার পাবলিশার ছাপিয়ে .. এখন আপনার জিম্মায় আছে।
আমাজনে ফ্রী একাউন্ট খুলেছেন।
আমাজন থেকে কেউ অর্ডার করলে আপনি তাৎক্ষনিক কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেন, টাকা আপনার একাউন্টে চলে আসে।

আমার মনে হয় এটাই। ঠিক বলেছি?

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি না, প্রিন্ট অন ডিমান্ড । মানে যখন কেউ অর্ডার করে দাম চুকাবে তখন তা সাথে সাথে প্রিন্ট হয়ে তাদের কাছে পোস্ট করা হয়। আমার কোনো খরচ নেই। নিজে ছাপিয়ে আমাজনে বিক্রি করতে হলে দাম দিতে হবে ১৫ পাউন্ড। তবে নিজে গ্রাফিক্স কাজ বানি তাই নিজে সব কাজ করেছি। তবে আমাজনের একাউন্ট ফ্রী, যা সবাই করতে পারবেন। নিজে কাজ না জানলে ৫ শ ডলার দিতে হয়।

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৭

ধ্রুবক আলো বলেছেন: মাথা কেমন যেন ঘুরাইতেছে !!!

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বেশি ঘুরিয়ে লেখেছি নাকি? :((

২০| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চ্যানেল ঘুরে এলাম। ভালো লেগেছে।

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২১| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৫

কামরুন নাহার বীথি বলেছেন:
ভাল থাকুন সব সময়!!

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ আপা।

২২| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৭

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: শুভেচ্ছা।

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

২৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: একজন ডক্টরেটের সাথে দেখলাম যৌথভাবে আপনার লেখা পাবলিশ হয়েছে।

দারুণ!!!

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি প্রকাশ করেছিলাম। আমাজনে প্রিন্ট ওন ডিমান্ড হয়তো আমি এবং আমার চাচাতো ভাই-ই করি। এখানে বই প্রকাশ করতে হলে কমপক্ষে ৫ হাজার পাউন্ড লাগে। পাবলিসিটির জন্য মাগ্না করেছিলাম। লাভ অথবা লোকসান হয়নি। উনি আরেকটা প্রকাশ করতে চান, এবার আমাকে হাজার পাউন্ড দিতে হবে। বাংলা বইয়ে বেশি ঝামেলা।

২৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ভালো আছি।

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করবেন।

২৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

ধ্রুবক আলো বলেছেন: আরে না ভাই । সুন্দর লিখেছেন।
আপনার যেই বুদ্ধি সেটা আমিও এপ্লাই করবো।
পোষ্টে প্লাস।

মাথা ঘুরানোর কথা বললাম, লেখা চুরির যে একটা অবস্থা তা মনে করলেই মাথা ঘুরায়। ব্লগে কিংবা ফেসবুকে লেখা দিতে ইচ্ছে করে না।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন বুঝেছি আপনিও আমার মত ডরপোকা। :P

২৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভাই, আজকে অনেক বড় থ্যাংক ইউ আপনাকে।

আপনার কমেন্টের জন্যেই এই গল্প নির্বাচিত পোস্টের তালিকায়।

ভালো থাকুন নিরন্তর।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাত্র কয়েকটা মন্তব্য করেছি আর আপনি এত খুশি। এখন বলুন যদি মন খুলে মন্তব্য করি তখন কতো খুশি হবেন?

:D

২৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার লেখাগুলোই তো আপনার মনের পরিচয়!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের কারণ অনেকে আমাকে সহ্য করতে পারে না। বলে আমি নাকি গল্প শুরু করে দেই।

আপনি বলুন, আপনার গল্পে কি আমি গল্প শুরু করেছিলাম?

২৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: যারাএটা বলে তুমি দেখে নিয়ো, ইয়া মাবুদ। :)

তবে, মাঝে মাঝে গল্প করা ভালো।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কেন গল্প করি তার সিকরেট হলো, আপনাদের সাথে মন্তব্য বিনিময় করে সংলাপ বানাই। আপনাদের চোখে আমি দেশকে দেখি, দেখি বাস্তবতা। তাতে আমার চরিত্ররা পূর্ণতা পায়, আমার গল্প জীবন্ত এবং প্রাণবন্ত হয়। হাজিবার তো মন্তব্য দিয়েই লিখেছি, অমানিশাতও তেমন।
লেখা নিয়ে আমি আলোচনা করি না, যা বলার ফাঁকে ফাঁকে বলি। বেশি বলল বিরক্ত লাগে।

২৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: খেয়েছে। ট্রেড সিক্রেট ফাঁস করে দিলেন যে, ভাই!!! :P

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ১৬ শো পৃষ্টার বই ঠিকঠাক করেছি আপনাদের সংস্পর্শে থেকে =p~

৩০| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:



আপনি বই লিখতে কোন সফটওয়ার ব্যবহার করেন?

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: টাইপিং করি ইউনিকোডে, আমি ম্যাক ব্যবহার করি, আপলের Pages এ আমি লেখি। শব্দের জন্য অভিধান হাতের কাছে থাকে। সমার্থ শব্দকোষও আছে।

বই প্রকাশ করার জন্য adobe cc 2017 ব্যবহার করি।

৩১| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯

জাহিদ অনিক বলেছেন:



ওরে বাবা ! আপনার তো অনেকগুলা বই !


বাংলাদেশ থেকে কি আমাজন জংগলে যাওয়া যায় ?

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যপথিক শাইয়্যান ভাই একখান প্রকাশ করেছেন। দেশে মেইল করবে কি না জানি না। শোনেছি আগামী বছর নাকি দেশে শুরু করবে। দেশে শুরু হলে আমার জন্য খুব ভালো হবে। কিনডলে এখনও বাংলা প্রকাশ করা যায় না। হার্ডকপি দেশে জন্যব বেশি দাম পড়বে।

৩২| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৭

জাহিদ অনিক বলেছেন:



সেই ভাল, কিন্ডেলে আসুক। তবে নীলক্ষেতে হার্ডকপি পাওয়া গেলে সবথেকে বেশি ভাল হত।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার সাইটে ই-বই আছে।
www.bookorebook.com

নতুন লেখকের বই কেউ কিনে পড়ে না। পুরাতন হলে না হয় টাকা দিয়ে ছাপাব।

৩৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৩

জাহিদ অনিক বলেছেন:
অনেক কিছুই তো আছে আপনার সাইটে !

আপনার গাওয়া গান, ওডিও বুক !

বুক মার্ক করে রাখলাম ব্রাউজারে। অবসরে ঢু মেরে দেখা যাবে মাঝেমধ্যে।


৩৪| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬

জাহিদ অনিক বলেছেন:



আপনার অসমাপ্ত প্রমোপন্যাস ডাউনলোড করলাম, দেখি এটা পড়ে সমাপ্ত করা যায় কিনা।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়া হলে জানাবেন।

ধন্যবাদ।

৩৫| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৯

জাহিদ অনিক বলেছেন:


আপনার গানের কম্পোজিশান বিচ্ছিরি।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহা। অন্তত শুনেছেন এতেই আমি খুশি।
(আমি গায়ক নয়, শখে বশে গাওয়ার বৃথা চেষ্টা করি।)

৩৬| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আব্দুলহাক ভাই, স্বাগতম।

আগের বইটি প্যাপারব্যাক হিসেবেও এসেছে।

আর নতুন একটা বই কিন্ডেলে পাবলিশ হলো আজ। প্যাপারব্যাক হিসেবে এসেছে।

অথরপ্যাজ খুলেছি। তবে, মার্কেটিং এখনো শুরু করিনি।

০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: খুশির খবর। সফলতা কামনা করি।

৩৭| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: সবই আপনার এই পোস্টের কারণে হচ্ছে।

অনেক ধন্যবাদ আপনাকে।

০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইংলস সহজ। বাংলা বেশি ঝামেলা।

মাংকেটিং করলে সত্বর জনপ্রিয় হবেন। আমার জন্য দোয়া করবেন।

৩৮| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমাজনে বাংলা'র অপশন নাই দেখে খুব অবাক হলাম!!!

আপনার জন্যে দোয়া সব সময়। বইগুলো থেকে যদি একজনও লাভবান হয়, সে নিশ্চয় খুশি হবে।

সেই খুশির একটা ভাগ তো আল্লাহ আপনার কাছেই পৌঁছে দিবেন।

একটা হাদিস পড়েছিলাম। তাতে বলা আছে যে, মানুষ মারা যাওয়ার পর কোন ভালো কাজ করার আর সুযোগ থাকেনা। ফলে পূণ্য অর্জনও করতে পারেনা।

কিন্তু, সে যদি এই পৃথিবীতে তিনটি জিনিস রেখে যেতে পারে তাহলে মৃত্যুর পরেও সেটা থেকে সে নেকি পাবে।

সেই তিনটি জিনিসের একটি হচ্ছে- এমন বুদ্ধি/জ্ঞান রেখে যাওয়া যা মানুষের কল্যাণে লাগে।

আপনি তা করেছেন।

০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে সফল করবেন, এবং তা নিশ্চিত হয়েছে আপনার মন্তব্য। কৃতজ্ঞকে আল্লাহ পছন্দ করেন।

আমি যতটুকু করার করি। এখন একটু জানবাঁচিয়ে চলি। ঠকা খাইতে খাইতে ঠক হয়েছি।

শুনেছি, দুয়েক বছরের মধ্য দেশে শুরু করবে।
সমস্যা হলো, আমার কোনো কিছুকে গুরুত্ব দেই না। চাইলে আমাজনের সাথে কাজিয়া করতে পারি। কিন্তু দেশের পাঠক আমাজন থেকে বই কিনে পড়বে না। কিনডালে বাংলা পড়া যায়, এবং আমি ফাইলও বানিয়েছি। ওরা এখনও শুরু করেছি।
আমরা এত বদমেজাজি যে, এখনও ফন্টই বানাতে পারিনি। বিজয়ে সব পরাজিত করেছে।

৩৯| ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার প্রশংসার জন্যে ধন্যবাদ।

বাঙালিরা আসলে অনেক দেরীতে কোন কিছুর গুরুত্ব বুঝতে পারে। যখন বুঝতে পারে, তখন অনেক দেরী হয়ে যায়।

আমার ফুফুতো ভাই তাহমিদ চোধুরী ফোনেটিকে বাংলা টাইপিং-এর এলগোরিদম করেছেন অভ্র'র অনেক আগে। পেটেন্টও আছে উনার।

কিন্তু, বাঙ্গালী কি উনাকে মনে রেখেছে?

ক'জন বলতে পারবে অভ্র'র আবিস্কর্তার নাম? তাদের এই যুগান্তকারী আবিস্কারকে সম্মান জানিয়ে কয়টি পুরস্কার তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে?

জানি এব বলে লাভ নেই। খামাখাই সময় নষ্ট।

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপল ম্যাকে এখন বাংলা আছে। উন্ডোজেও হয়তো আছে। উনারটা সহজ হলে এখনও লোকে ব্যবহার করবে।

আমাদের মাথা একটুবেশি মোটা। আমরা নিজেকে সম্মান করতে জানি না। সাদার আমার সামনে নমনম করে। দেশিরা আমাকে বাঁশ দিতে চায়। কারণ আমি নাকি জাতে বাংলাদেশি।
মজার বিষয় হলো আমি আজন্মের বৃটিশ!
শুধুমাত্র কপিরাইটের জন্য আমি আমাজনে বই প্রকাশ করেছি। আমি যে কিবোড ব্যবহার করি তা শুধু আমার জন্যই মডিপাই করা হয়েছে। বাংলা স্পেলচেকার আছে। কিন্তু কেউ উনাকে সাহয্য করেনি। হায় বাংলা! হায় বাংলা। তোমাকে ভালোবেসে আমি কাঙাল হয়েছি।

৪০| ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: A new chapter began in Bangla software when 'Orcosoft Borno' was launched from the United States in June of 1998. Orcosoft Borno, which was based on the keyboard layout and algorithms designed by Dr. Abdus Shakil, was developed by Tahmid Choudhury


কম্পিউটারে বাংলার ব্যবহারের উপর এই আর্টিকেলের বাকি অংশ এখানে- Bangla Software

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উনার মঙ্গল কামনা করি।

আমি যা করি তা নিজের জন্য করি। এতে অন্যের লাভ হলে আমি বেজার হই না।

৪১| ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার মঙ্গল হোক।

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.