নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

চোরে চোর ডাকে ©

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯




“চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা” এটা বাংলা প্রবাদ।

ইংলিস একটা প্রবাদ পড়েছি “Nothing is original. Steal from anywhere that resonates with inspiration or fuels your imagination.”
“It’s not where you take things from - it’s where you take them to."

“Sometime by encourage you can discourage someone.” © M.A.H

অনেকে ভাববেন হয়তো লেখা চোরকে উৎসাহিত করার জন্য এই দুই লাইন লেখা হয়েছে, আসলে প্রকৃতপক্ষে নিরুৎসাহ করা হয়েছে। সত্য চিন্তক চিন্তা করে, অন্যের চিন্তায় চিন্তিত হয়। সচ্চিন্তায় চিন্তিত হলে চিন্তক সত্যের বৃত্তে ব্যস্ত হয়। © মো.আ.হা

মা বাবার মুখের দিকে তাকিয়ে আমরা প্রথম শব্দ উচ্চারণ করি। মা’র মুখের দিকে তাকিয়ে আম্মু ডাকি। বাবার মুখের দিকে তাকিয়ে আব্বু ডাকি।
দিনেদিনে বেড়ে আমরা বড়ো হই। লেখাপড়া করি। অনেক বই পড়তে হয়। অনেক খাতায় লিখতে হয়। কেউ লেখক হতে চায়।

লেখালেখি করতে হলে চিন্তা করতে হয়। অন্যের কথা জানি না তবে লেখালেখি করে আমি প্রায় আত্মহন্তা হয়েছিলাম। আল্লাহর দয়ায় আমি এখন সুস্থ।
এত কষ্টের পর কেউ যদি আমার লেখা চুরি করে, তখন আমার নিশ্চয় খারাপ লাগবে।

গাড়ি, বাড়ি চুরি হলে মামলা করি। তাইলে লেখা চুরি করলে কেন মামলা করতে পারব না?
আমার সুন্দর শার্ট দেখে হুবহু আরেকজনে কিনলে তাকে আমার নকলনবিশ ডাকব। আবার এমনও হয় দুই দেশের দুই মানুষ হুবহু শার্ট পরে। তাদেরকে কিছু বলার নেই। কারণ হাজারে বিজারে সমান শার্ট বাজারে আছে। অনেক সময় দুই দেশের দুইজন দেখতে প্রায় হুবহু। অনেক যমজ আছে অবয়ব হুবহু নয়।

চুরি এবং হত্যা কখনও চেপে রাখা যায় না। হাজার বছর পরে হলেও ধরা পরে। আমি কারো নাম বলতে চাই না।
চোর আজীবন চোর। চুরি করে সম্মানী হওয়া যায় না। এখন অনেকে বলবেন, এই কম্পানি ওই কম্পানির তথ্য চুরি করেছে।
তা তাদের মাথা ব্যথা আমার নয়। আমার মাথা ব্যথার কারণ হলো লেখা চোর।
চুরি করা জঘণ্য পাপ। চোরকে কেউ পছন্দ করে না। চোরের বউকে আমরা চোরণী ডাকি। চোরের ছেলেমেয়েরা সবার সাথে মিশতে পারে না। যখন কেউ জানে অমুক চোর, অমুক চোরের ছেলে বা মেয়ে তখন আমরা সাবধান হই।
“বাজারে চোর পকেটমার আছে” কোথাও লেখা দেখলে আমরা সাথে সাথে টাকায় হাত দেই।
কেন? কারণ পকেটমারে মেরে দেবে। টাকা রুজি করতে হলে কষ্ট করতে হয়। তদ্রুপ কিছু লিখতে হলও কষ্ট করতে হয়। আজকাল ডাকাতি হচ্ছে। লেখাচোররা অত্যন্ত সাহসী হয়েছে। চুরি করে বলে তুই চোর।

মনে রাখতে হবে, চুরি করলে জাত ইজ্জত সংচূর্ণিত হয়। চোরের মনে অশান্তি থাকে। শান্তিমন্ত্র জপেও শান্তি পায় না।
সভ্য এবং ধার্মিক কখনও চুরি করে না।
তথ্য এবং প্রযুক্তিবিদ্যায় বিদ্বান হয়ে যাথা-তথ্যের জন্য চুরির মাত্রা মাধ্যম এবং সংজ্ঞা সংজ্ঞিত করতে হয়।
লজ্জায় সত্যি মাথা হেট হয়।

“চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা” এটা বাংলা প্রবাদ।

“ছবি নেটে পেয়েছি”
লেখার স্বত্ব আছে।


অনু-প্রাণন [ anu-prāṇana ] বি. শক্তিসঞ্চারণ, প্রেরণাদান; উৎসাহসঞ্চার। [সং. অনু + প্র + অন্ + ণিচ্ + অন]। অনু-প্রাণনা বি. শক্তিসঞ্চার, প্রেরণা, inspiration, animation.

অনু-প্রাণিত [ anu-prāṇita ] বিণ. অনুপ্রাণনা পেয়েছে এমন (স্বামী বিবেকান্দের আদর্শের দ্বারা অনুপ্রাণিত) [সং. অনু + প্র + অন্ + ণিচ্ + ত]।

অনু-প্রেরণা [ anu-prēraṇā ] বি. অনুপ্রাণনা, শক্তির সঞ্চার; উৎসাহ; উদ্দীপনাসঞ্চার (পিতার কাছ থেকেই তিনি সংগীতে অনুপ্রেরণা লাভ করেন)। [সং. অনু + প্রেরণা]। অনু-প্রেরিত বিণ. উৎসাহ বা উদ্দীপনা পেয়েছে এমন (রবীন্দ্রনাথের কাব্যের দ্বারা অনুপ্রেরিত)।
অনু-বদ্ধ [ anu-baddha ] বিণ. সমৃদ্ধ, সংশ্লিষ্ট, সম্পর্কযুক্ত; পরস্পরসংশ্লিষ্ট। [সং. অনু + বন্ধ্ + ত]।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন:
নেন আধা কাপ চা খাইয়া চোর ধরতে নামেন :-B

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি নিশ্চয় আমার সাথে আছেন। একলা ডরাই :((

২| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভালো বলেছেন।

কম্পানি মনে হয় কোম্পানি হবে।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: Co হওয়ায় ক দিয়েছি cu হলে আমি কো দিতাম।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮

সুমন কর বলেছেন: লেখাচোররা অত্যন্ত সাহসী হয়েছে। চুরি করে বলে তুই চোর। -- এটাই অবাক বিষয়।

ভালো লিখেছেন। +।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ। আমি আসলে বোকা বনেছি। সহব্লগারদের লেখা ধুমছে চুরি হচ্ছে।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৯

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,



সত্য চিন্তক চিন্তা করে, অন্যের চিন্তায় চিন্তিত হয়। সচ্চিন্তায় চিন্তিত হলে চিন্তক সত্যের বৃত্তে ব্যস্ত হয়।
চমৎকার এবং উচ্চাঙ্গের ভাবনা আপনার !

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ ভাইজান। আপনাদের সংস্পর্শে এসব সম্ভব হয়েছে।

দোয়া কাম্য।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪

অর্ক বলেছেন: খুব ভালো লাগলো লেখাটি। ব্লগে আমার অনুদিত একটি কবিতা 'এক নতুন অভিজ্ঞতা' এক চোরকে দেখলাম ফেসবুকে সম্পূর্ণভাবে নিজের করে নিয়েছে। পাঠকের কবিতায় প্রশংসার প্রতিমন্তব্য সে এমনভাবে দিচ্ছে, যেন কবিতাটি টাটকা লিখে পোস্ট করেছে। নির্ঘাত কবিতার বই বের করলে এই কবিতাটি নিজ নামে সে দিব্যি গ্রন্থ ভুক্ত করবে। লেখা চুরির ভয়াবহতা সবার বোঝা উচিৎ।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আমি একবার এক চোরকে বলেছিলাম, দেশে হলে আমি তোকে গুলি করে মারতাম! (তওবা তওবা)

আমাদেরকেও সাবধান হতে হবে। ব্লগে আমি তেমন কিছু প্রকাশ করি না ফেইসবুকেও না। যা করি তা তখন লেখা।

সবার মঙ্গল হোক।

সাবধানে থাকবেন।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গুরু কেমন আছেন?

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি ভাই, আপনার খবর কী?

৭| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: =p~ =p~ =p~

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: |-)

৮| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার খবর গুরু ভাল তবে আপনার একপোস্টে আমাকে প্যাচাইছে দেখছেনতো। আরে মেয়েটা বলে আমি চোর না।এই, সেই আমি ভাবছি উফতি লেখক ব্লগে চর্চা করেই একজন ভাল লেখক হবে। ব্লগে সবার সাথে যেম সখ্যতা তার সাথেও তেমনি। কিন্তু ক্যাচাল যারা করে বা সহে তারা বেশতো মজা নিতে থাকলো।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে তাল পাচ্ছি না। আপনার প্র-পিক দেখেছিলাম এক মন্তব্যের ছবিতে। আমি তেমন পাত্তা দেইনি।
আপনি হয়তো জানেন আমি কারো পেক্ষ যাই না। আমি আমার দুঃখের বারোমাসি গাই।

কারো পক্ষে যেয়ে পাপ করে থাকলে তওবা করতে হবে। কারণ ব্লগে কাউকে আমি বিশ্বাস করি না। কারণ, কে আসল কে নকল আমি অন্তত জানি না। :((

৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: গুরু চুর চুর কইরা জান দিয়া ফালাইতেছেন কিয়ের লাইগা। চুর ডরাইবো তো-- - -!

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলেই ডরাইছি :(

১০| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৪

উম্মে সায়মা বলেছেন: আহা, চোর যদি এসব বুঝতো!

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হয়তো ওরা বুঝবেনা, তবে আমাদরকে বুঝতে হবে।

১১| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮

নীলপরি বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ ।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

১২| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভাই, কি বড় কোন লেখায় হাত দিয়েছেন?

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পয়গম্বর সাহেব একটিভ হয়েছেন। আমি আর ব্লগিং করব না।

ফেইসবুেক থাকলে এড করবেন।

তওবা তওবা, আমি আর ব্লগিং করতে চাই না। পয়গম্বররা যা তা লিখে ব্লগিং করেন। আমার ভয় হয়।

আপনার মন্তব্যের জবাব দেওয়ার জন্য লগিন করছি।
আসলে কিছু গুরুত্বপূর্ণ কাজে হাত দিয়েছি। আমার দুইটা বই এবং আরেকজনের একটা বই প্রকাশ করব।
দোয়া কাম্য।

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪

শামচুল হক বলেছেন: মিয়া ভাই, ঠুসসাইয়া চোরের থোতা ভাইঙা ফালান

২৪ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি হয়, ইতারে আমি কালাগুল চালন করমু। বান্দরে মাইরা ঠিক করবনে। আমি মারলে খামোখা মামলা করব আর আমার জেল হই।


আপনে ভালা আছইননি?

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: হাতেনাতে চোর ধরুন! - আপনার এ আহ্বানের সাথে একমত, কিন্তু চোর কিভাবে ধরবো?
৫ নং মন্তব্য প্রসঙ্গে অর্ককে জিজ্ঞেস করছি, আপনি সেই চোরকে কিছু বলেন নি?

০৩ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মন্তব্য জবাব না দিলে মনে কষ্ট পাব।

আপনি কেমন আছেন?

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: আমি ভাল আছি ভাই। আশাকরি, আপনিও স্ত্রী, পুত্র, কন্যা ও নাতি নাতনিদেরকে নিয়ে ভালই আছেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান, আপনাদের দোয়ায় ভালো আছি।

এখন এখানে খুব ঠাণ্ডা পড়েছে।

১৬| ০৭ ই মে, ২০১৮ রাত ১:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ভাই, সালাম। অনেক দিন আপনার লেখা পাচ্ছি না। ব্লগিং করে করে কি টায়ার্ড!

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.