নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

অভাবীর ভাবনা ©

৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭



কবিমন যা জানে তা শুধু কবিতার জন্য, ব্যক্তিসত্তার আন্দাজ অনেক সময় উলটা হয়, বিপরিতে হেঁটে বিপদে পড়ার মত। কবিরা আসলে বোকা, খুব সহজে প্রেমে পড়ে এবং অলিক সুন্দরকে বিশ্বাস করে। ভাবুক বিবাগিরা অন্যমনস্ক থাকে, কাজ করে না বিধায় পাতে ভাত না পড়ে। প্রেম হলো সার বিষয়, প্রেমের ভিতরই সব এবং প্রেম থেকে সব শুরু হয়েছিল। অবহেলিতরা অন্যকে আপ্যায়ন করতে পার না, আদৃত এবং সম্মানিত হতে হলে অন্যকে সম্মান এবং সমাদর করতে হয়। পবিত্র মনের চিন্তাই ব্যক্তিসত্তাকে বাস্তবিক করে, বিশ্বাস মানুষকে সহজে অসহায় করতে পারে। আমি স্রষ্টাকে সিজদা করে বলি, আমাকে ক্ষমা করলে আমার সকল আক্ষেপ অনুতাপ এবং ক্লান্তি দূর হবে, আমি ক্ষমার্হ হতে চাই। আত্মিকশান্তি বড় শান্তি, সকলের মঙ্গল হোক, এই কামনা করি।

স্বত্ব. মো.আ.হা
১৭/০১/ ২০২০
বেথনাল গ্রিন, লণ্ডন


ছবির লণ্ঠন ছাড়া অন্যসব আমার

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: প্রভুর কাছে শুধু চাইলেই হবে না।
আগে প্রভুকে নামাজ রোজা ইত্যাদি বিষয়ে ১০০% খুশী করতে হবে। তারপর চাইতে হবে।

৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আমি তাই করি, প্রথম মন্তবের জন্য আন্তরিক ধন্যবাদ।

২| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫

নিভৃতা বলেছেন: ঠিক বলেছেন। মনের শান্তিই আসল শান্তি। আর নিজে সম্মানিত হতে হলে অন্যকে আগে সম্মান জানানো শিখতে হবে।

৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,




যে সবচেয়ে সুখী মানুষ এবং শ্রেষ্ঠ গন্তব্যে পৌছেছে সে-ই হলো একজন , যে সাধারন নাগরিক হিসাবে কর্ষন করেছে ভালোত্বের ভূমি যাকে বলা হয় আত্ম-নিয়ন্ত্রন এবং চারিত্রিক সরলতা যা অর্জিত হয় অভ্যাস ও অনুশীলনের দ্বারা এবং নীতিশাস্ত্র ও কোনও কারনের সাহায্য ছাড়াই ।

৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ঠিক বলেছেন, আমি আসলে বাস্তবিক হওয়ার জন্য সচেষ্ট। বর্তমানে বাস্তবতা সত্যি তিক্ত এবং অলিক বিষয় হয়েছে। নাটকিয় সাজসজ্জায় সব সুজ্জিত। কায়িক কাজ করে ক্লান্ত না হলে কয়েক ঘণ্টা বিছানায় ছিৎ হয়ে পড়ে থাকার জন্য ঘুমের বড়ি খেতে হয় কয়েকটা।

আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

বায় দা ওয়ে আপনাদের মন্তব্যে উৎসাহিত হয়ে সত্য প্রেমে আবার কাজ করছি। আপনাদের হজম শক্তি সত্যি প্রশংসনীয়।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জি আমি তাই করি, প্রথম মন্তবের জন্য আন্তরিক ধন্যবাদ।

অথচ আমি তা পারি না।

৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একটু আগে চায়না থেকে পার্সেল এসেছিল, ফালাইয়া দিছি।

আপনি অনেক কিছু পারেন অথচ চেষ্টা করেন না।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯

নেওয়াজ আলি বলেছেন: অসামান্য ভাবনা

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ

৬| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: As a moralist, Plato disapproves of poetry because it is immoral, as a philosopher he disapproves of it because it is based in falsehood. He is of the view that philosophy is better than poetry because philosopher deals with idea / truth, whereas poet deals with what appears to him / illusion

সোর্স: উইকি এডুকেটর

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি চিন্তক হতে চাই বা হয়েছি, চিন্তকরা বাস্তবিক, কবিতা লিখে বা পড়ে পাতে ভাত পড়ে না। চিন্তা সবসময় করা যায়।

৭| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো ভাবনা।

৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

৮| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: দার্শনিকসুলভ কথাবার্তা। খুব ভালো লাগলো।

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আত্মিকশান্তি বড় শান্তি, সকলের মঙ্গল হোক, এই কামনা করি।
............................................................................................
নিজে বসবাস করার পাশাপাশি সমাজের কিছু কিছু কাজ করা যায়, যা
মনে প্রশান্তি আনে, সে কাজ গুলিতে নিয়োজিত করেন,
দেখবেন শরীর ও মন ভালো থাকবে ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি তাই করার চেষ্টা করব। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৩

কালো যাদুকর বলেছেন: ৫ টি আলাদা ভাবনা আলাদা ভাবেই বুঝলাম। একসাথে গেল না, বা আমার এন্টেনাতে ধরল না। এখন আর ভাবতে ভাল লাগছে না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাস্তবতা সত্যি বিচিত্র, কারো জন্য সত্য কারো জন্য অসত্য।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.