নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

বৃত্তে বৃতান্ত (কবিতার বই)

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৮



‘মৌসুমি’
বর্ষার প্রথম সকালে তোমার হাতে পানিফলের ফুল দিয়েছিলাম,
অবাকদৃষ্টে আমার দিকে তাকিয়ে বলেছিল, প্রেমে মজেছ নাকি?
বোকার মত হেসে বলেছিলাম, তোমার সংস্পর্শে প্রেম ধন্য হয়েছে,
আমি বিশ্বাস করি অকৃপণ তুমি হলে প্রেমের উৎস,
তোমার বদান্যে প্রেম অমরত্ব পেয়েছে,
আমাকে কথা দাও, স্বর্গে তোমার সাথে তনুমিলন হবে।
আমার সংলাপ শুনে তুমি খিল খিল করে হেসে বলেছিলে,
পাগলরা প্রেমের অর্থ বুঝে না, তুমি পাগল হয়েছ নাকি?



‘মনস্তুষ্টি’
মানসী তুমি আর মনে মনে মোহনবাঁশি বাজিও না,
ধন্যামগ্ন হলে মনশ্চক্ষে তোমার মনোহর রূপ দেখি,
রাত নিশি হলে নিধুবনে আসলে মানভঞ্জন করব,
মনশ্চাঞ্চল্য দূর হবে, মনের ভিতর অনুতাপ না থাকবে।
মতান্তর থেকে মনান্তর হয়েছে জানি মনোমালিন্যে মন মলিন,
তোমার মনে ব্যাধি, ব্যাধিনী তুমি আমার মনকে খুন করেছ,
খুনির মনে নয়ছয়, নাজানি কখন হাতেনাতে ধরা খাবে,
মান ভুলে ছায়াবিতানে এসে মনস্কাম পূরালে মনস্তুষ্টি পাবে।

প্রথম প্রকাশ সেপ্টেম্বর ২০১৭
ISBN-13: 978-1977595935
Copyright © 2017 by Mohammed abdulhaque

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১২

নেওয়াজ আলি বলেছেন: বেশ লেখা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫০

নিভৃতা বলেছেন: সুন্দর। ভালো লাগলো খুব।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:



আপনি অভিধানকে ভালোবেসেছেন

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, অভিধান আমার সত্য প্রেম।

আপনি আমাকে ভালোবাসেন এবং তা প্রমাণসিদ্ধ। আপনার মন্তব্যে আমার জন্য টনিক থাকে, আমার লেখার মান বাড়ে।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১২

পদাতিক চৌধুরি বলেছেন: শুধু প্রগলভতা নয়, মৌসুমী ঠিকই বুঝতে পেরেছিল পাগল ভালোবাসাকে।
কাব্যে ভালোলাগা।
যদি কিছু না মনে করেন,
কবিতার বইটির নাম 'বৃত্তে বৃত্তান্ত' কিন্তু উপরে শিরোনামে 'বৃত্তে বৃতান্ত' হয়ে গেছে।

দ্বিতীয় কবিতার দ্বিতীয় লাইনে ধ্যানমগ্ন হবে কিনা ভাইজানকে আরেকটু চেক করে নিতে অনুরোধ করবো।
জমজ কবিতায় ভালোলাগা।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি ভাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি বোন, বানান দুটাতেই ভুল ধরেছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। এই জন্য আমি ব্লগিং করি কিন্তু অন্যরা তো ঝাক্কাস ভালা হইছে, এক্কেবারে খাসা লিখে দায় ছাড়ায়।

আসল ফাইলে ধন্যামগ্নকে ধ্যানমগ্ন করেছি। বৃতান্তকে পরের বার বৃত্তান্ত করব। এতে অন্যারাও আগ্রাহান্বিত হবেন।

আপনাকে আবারও ধন্যবাদ। (আমি কিন্তু বানানে সত্যি কাঁচা)

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমি আপনারি এক ছোট ভাই। হেহেহে

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহা, আমার কপাল ভালো মুখের চা গিলে মন্তব্য পড়েছিলাম নইলে সেরেছিল! সব্বনাশ! আমারে চালিশায় ধরেছে, ক পরে যা আকার নেই তা আমি খেয়াল করিনি।

ভাইজান এবারের মত গোস্তাকি মাফ করে দিন। :P

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: আসসয়ালামুয়ালাইকুম। কেমন আছেন??

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওস্সালাম,

গতকাল পোস্ট দিতে চেয়েছিলাম, সারাদিন আপনাকে দেখিনি। আমি ভালো আপনি কেমন আছেন?

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার শব্দচয়ণ আমার খুব ভালো লাগে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শব্দরা আমার প্রিয় খেলনা। যেমন খুশি তেমন খেলি, শব্দরা আমার সাথে রাগ গোসা করে না।
আপনি কেমন আছেন?

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি আছি ভালোই। দিনকাল একরকম চলে যাচ্ছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: থামলেই তো শেষ, চলতে হবে। আমিও চলছি সময়ের সাথে, সময় থামলে আমিও থেমে যাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.