নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

বৃত্তে বৃত্তান্ত (কবিতার বই)

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪১



‘প্রেমাসন’

অন্তর্যামী, অন্তরকে তোমার জন্য প্রেমাসন বানিয়েছি,
অন্তরে বসে অধমকে প্রেম শিক্ষা দাও,
আত্মশুদ্ধি করিয়ে সিদ্ধাই বানাও।
পাপের পথে চলে অন্তরকে অন্ধকার করেছি,
রূপ জেল্লার চটকে রূপকানা হয়েছি,
তোমার পরশ পাওয়ার আশায় সংসারী হয়েছি,
অন্তর্যামী অন্তরে পরশ দাও,
পাপে তাপে আমি অতিষ্ট হয়েছি।

————

‘স্বাধীনতা কী?’
স্বাধীনতা কী? যুদ্ধ জিতে পরাধীন হওয়া,
দেশকে মুক্ত করে শাসিত শোষিত নিষ্পেষিত হওয়া?
এত বছর পরেও সবাই পেট ভরে চারটা ভাত খেতে পারে না,
সুন্দর একখান লুঙি কিনতে পারে না,
মনের মত একখান শাড়ি কিনে স্ত্রীকে দিতে পারে না,
ছেলেমেয়ের আবদার রাখাতো জল্পনা মাত্র,
নিরালায় একেলা বসলে আঁখিজলে যোদ্ধার বুক ভাসে,
স্বাধীনতা কী আমি জানি না, জানলে কেউ বলো।


মায়া বেগমে মায়া লাগাইছে (আমার গাওয়া গান)

প্রথম প্রকাশ সেপ্টেম্বর ২০১৭
ISBN-13: 978-1977595935
Copyright © 2017 by Mohammed abdulhaque

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৭

নীল আকাশ বলেছেন: প্রেমাসন তো কবিতা নয় যেন উপদেশমন্ডলী হয়ে গেছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সার্বিক উন্নতি কামনা করছি, মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৩

নীল আকাশ বলেছেন: মাঝখানে কিছুদিন ছিলাম না ব্লগে। সত্যপ্রেম কই? আমি বেশ মজা করে সেটা পড়ি? হুট করে সেটা বন্ধ করে দিলেন কেন? আমি প্রথমেই বলেছিলাম এত পাঠক কম হবে। এটা শেষ করুন। কত পেজ এটাতে? আধাখেচরা কাজ আমি পছন্দ করি না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মেভাই, আপনার মন্তব্য না পেয়ে হতাশ হয়েছিলাম, আর রাজীবভাইতো লেগেইছিলেন ওটার সাথে তাই বাদ দিয়েছিলাম। রিরাইটিং করছি, কিছু সংলাপ বাদ দেব এবং বচিত্রানুগ বর্ণনা করব।

আপনার বইর সফলতা কামনা করছি।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর ভাইজান

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ আপা, আপনি কেমন আছেন?

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩১

নীল আকাশ বলেছেন: খবরদার কিছু পরিবর্তন করবেন না। যেমন আছে তেমনি থাক। আমি অরিজিনাল ভার্শন পড়তে চাই। মাত্র আগেই একটা পড়ে এসেছি। সব মিলিয়ে পেজ কত। বললে অসুবিধা নেই। আমি শেষ পর্যন্ত পড়বো, যদি বেচে থাকি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই মিলিয়ে তিনবার লিংক দিয়ে মন্তব্য করেছি, মন্তব্য প্রকাশ হয় না।

আপনাকে মেসেঞ্জারে লিংক দিচ্ছি ইবইর।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: কবিতা পড়তে শুধু ঘুম পায়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জানি, আমি আসলেই বিরক্তিকর লেখক :(

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৪

নীল আকাশ বলেছেন: আমি ধাপে ধাপে পড়ে যাচ্ছি। আপনি পোস্ট দিয়ে যান। লেখাটা ব্লগে থাক। মোবাইলে এত বড় লেখা পড়তে চোখে সমস্যা হয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পরে হয়তো ইবই পোস্ট করব। যাক আপনি আমার মন্তব্যের উত্তন দিন যেয়ে, আপনার গল্পে মন্তব্য করেছি।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৬

নিভৃতা বলেছেন: অসাধারন লিখেছেন কবি! ভালো লাগা রেখে গেলাম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০

নিভৃতা বলেছেন: আমি দুর্গেশনন্দিনী পড়ছি। পড়তে গিয়ে আপনার কথা মনে পড়লো। এরকম লেখা আসলে বই আকারে পড়তেই ভালো লাগে। অনেক সময় নিয়ে পড়তে হয়। একই লাইন দুই তিনবার পড়ে অর্থ বুঝতে হয়। তবু ভালো লাগে। আপনি তেমনই একজন লেখক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি অনেক ভালো লেখিকা, সমস্যা হচ্ছে আপনি মনোযোগ দিয়ে লিখছেন না এবং সম্পাদনা করছেন না। লেখার পর কয়েকবার পড়তে হয়। ১৬ শো পৃষ্টার বই আমি কম হলেও একশো বার পড়েছি এবং রিরাইট করেছি।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯

নিভৃতা বলেছেন: ঠিকই বলেছেন আপনি। পুরোনো লেখা এগুলো। তাড়াহুড়োতেই লেখা। কী করবো বলেন। সময় যে নেই হাতে। কিচেন সামলাতে সামলাতে, বাচ্চাদের পড়াতে পড়াতে, ঘর সামলাতে সামলাতে লিখি। রিরাইট করার টাইমই তো নাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পাঠকরা মন্তব্য করার সযোগ আছে, যার যেমন লাগবে তেমন বলবে। যেমন আমার 'সত্য প্রেম' ওটা আমার মনোমতো ছিল না, পাঠকদের মন্তব্যে আমি উৎসাহিত হয়ে রিরাইট করছি।

আপনার গল্পগুলো আরো উন্নত হবে। পড়তে শুরু করলে বুঝতে পারবেন। আপনার মঙ্গল কামনা করি।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৯

নিভৃতা বলেছেন: জ্বী। ঠিক বলেছেন আপনি। পাঠকের আয়নায় লেখক নিজেকে দেখে। আপনিও ভালো থাকবেন। অফুরান শুভ কামনা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২১

ফয়সাল রকি বলেছেন: গান কি আপনি কম্পোজ করেছেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান, কিছু বললে খুশি হব।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৪

ইসিয়াক বলেছেন: আপনি এতো সুন্দর করে কিভাবে লেখেন?
আগের পোষ্টগুলো পড়েছি সময় করে মন্তব্য করা হয়নি । ভালো থাকুন । শুভকামনা ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মন সুন্দর। যার মন সুন্দর তার কাছে সব সুন্দর। আপনার সার্বকি মঙ্গল কামনা করি, সকলের মঙ্গল হোক।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫

ইসিয়াক বলেছেন: আপনার গানটা শুনলাম । ভালো লাগলো।
শুভসন্ধ্যা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা। আপনাদের সাথে সময় কাটাই, আমার মন ভালো হয়।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


গান ভালো লেগেছে।

বাংলার স্বাধীনতা ও বাংলার পরাধীনতা অনেকটা একই রকম

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গান ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগছে। অনেকাগে গান গাওয়ার শখ হয়েছিল, কম্পুজিং শিখলেও হারমুনি বাজাতে পারিনা।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার কবিতা ভালো হয়েছে।
তবে আমার ব্যক্তিগত উপলব্ধি যেটা গদ্য রচনায় আমরা আপনার যে ভাষাশৈলী বা রূপ ব্যঞ্জনার পরিচয় পেয়েছি, কেন জানি কবিতায় আপনি সেই ভাষা শৈলীর ধার পাশ দিয়েও যাচ্ছেন না। পাঠক নিশ্চয়ই মূল্য পাবে তবে কবির কবি সত্তাকে হত্যা করে নয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনা আসলেই চমৎ-কারী। প্রথম কথা হলো "কবি [ kabi ] বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং. কব্ + ই]। ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। গান বি. সভায় উপস্থিতমতো মুখে মুখে রচিত ও তত্ক্ষণাৎ সুরারোপিত গানবিশেষ। প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা। "

তারপর হলো, আমি যা বলতে চাই তা অক্ষরবৃত্তে বা মাত্রাবৃত্তে হয় না। ছন্দপতন হয়, তাল লয় বোলে ঝামেলা লাগে। প্রায় ত্রিশ বছর পর স্থিরসিদ্ধান্ত করেছি যা করার নিজের মনোমতো করেই করব। "বৃত্তে বৃত্তান্ত" বইয়ে কবিতা নামে আমার মনের ভাব প্রকাশ করেছি।


১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২১

পদাতিক চৌধুরি বলেছেন:
অপূর্ব!অপূর্ব! আপনার ফ্লেভারে আমি মুগ্ধ।

যেহেতু বৃত্ত বৃত্তান্তে আছে তাই আপনার ভাবাবেগকে সম্মান জানাতে আপনার সিদ্ধান্তকে স্বাগত।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বৃত্ত বৃত্তান্ত' বইয়ে চিন্তক এবং ভ্রমরী নামে দুইটা কবিতা আছে, সময় হলে পড়বেন। (হাহাহাহা, চিন্তক পড়লে আমার নিজেরই মাথা ঘুরে)

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাপে তাপে আমি অতিষ্ট হয়েছি
সুন্দর

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জানি, আমি আসলেই বিরক্তিকর লেখক

না, আমি তা বলতে চাই নি।
কবিতা তো অনেকেই লিখে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে আজ আর কবিতা পোস্ট করব না :P

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৮

নীল আকাশ বলেছেন: রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জানি, আমি আসলেই বিরক্তিকর লেখক। না, আমি তা বলতে চাই নি। কবিতা তো অনেকেই লিখে।
তার মানে কবিতা লিখে অনেকেই রাজীব ভাই'কে বিরক্ত করে। হায় রে কবি'রা? কেন রে এত কষ্ট করে কবিতা লেখে?

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তার কারণ নেই আজ অন্য কিছি পোস্ট করব এতে সকল খুশি না হলেও রাজীবভাই খুশি হবেন।

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিকাছে আজ আর কবিতা পোস্ট করব না

মনে হচ্ছে আমার উপর বেশ রেগে আছেন??
আমি তো সহজ সরল মানুষ। সহজ সরল জীবন যাপন করি।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপনি যে সহজ সরল তা আমি জেনেছি।
যাক এখন বলুন নতুন কিছু হয়েছে না হয়নি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.