নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

বৃত্তে বৃত্তান্ত (কবিতার বই)

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৬



‘তত্ত্ব’
তাত্ত্বিক কৃত্যকর্ম কৃত্রিম মানের মতিগতি তাথ্যিক মনস্তত্ত্ব,
আস্তিক অধ্যবসায়ী চিন্তকের চিন্তার বিষয় ধর্মের মূলতত্ত্ব।
অমরত্বের গল্প কপোলকল্পিত অমৃত কাঁঠালের আমসত্ত্ব,
জীবের জন্ম জীবজগতে মৃত্যু হল অবধারিত পরমতত্ত্ব।

————

সত্যসত্যের পার্থক্য জানে না মন তথ্যে অমাত্য হতে চায়,
তারতম্যের একাধিক অর্থ না জেনে মন দিনমান তড়পায়।
শোনা কথা শুনে মুর্খ মন জ্ঞানগর্ভ খবর তারবার্তায় পাঠায়,
তড়িচ্চালককে পিছনে ফেলে তড়বড় করে উপরে উঠতে চায়।


প্রথম প্রকাশ সেপ্টেম্বর ২০১৭
ISBN-13: 978-1977595935
Copyright © 2017 by Mohammed abdulhaque

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫২

নিভৃতা বলেছেন: আল্লাহ আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন আমরা ততটুকুই বুঝতে পারবো। বোকারা তা বোঝে না এটাই সমস্যা। তারা ভাবে তারা যা ভাবছে তাই সঠিক। বাকি সবাই ভুল।

কপোলকল্পিত কথাটা বুঝিনি।

অসাধারণ লিখেছেন। ভালো লাগা রেখে গেলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কপোল [ kapōla ] বি. গণ্ড, গাল। [সং. কপ্ + ওল]। কল্পনা বি. অবান্তর কল্পনা; গালগল্প। কল্পিত বিণ. মনগড়া (কপোলকল্পিত গল্প)।

স্বকপোল-কল্পিত [ sbakapōla-kalpita ] বিণ. স্বীয় কল্পনাপ্রসূত; মনগড়া। বি. গালগল্প। [সং. স্ব + কপোল + কল্পিত]।


মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর
ভালো লাগলো
প্লাস দিতেও ভুলি নাই ভাইজান

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সেই সংলাপ যখন মনে হয় তখন হাসি।

সবার মন ভালো হোক, হোক সকলের মঙ্গল।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়লে মনে হয় আপনি একজন অভিজ্ঞ মানুষ।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বানান হয়তো ভুল করেছেন, আমি হলাম কামালভাইর দলের লোক।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮

সাদা মনের মানুষ বলেছেন:



রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়লে মনে হয় আপনি একজন অভিজ্ঞ মানুষ।
আর আমি আপনার কবিতা পড়লে মনে হয় আমি একজন অ-বিজ্ঞ পাঠক। :D

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমরা একদলের লোক।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪

নেওয়াজ আলি বলেছেন: অনুপম,অতুলনীয় l

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫০

নিভৃতা বলেছেন: কপোল অর্থ জানি। কিন্তু কপোলকল্পিত জানতাম না। আজ জানলাম। সত্যি আপনি জ্ঞানের ভাণ্ডার।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে অভিধান বেশি ব্যবহার করি। আমার চোখের সামনে অভিধান এবং শব্দকোষ খোলা থাকে।

আপনাকে আন্তরিক ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.