নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

বৃত্তে বৃত্তান্ত (কবিতার বই)

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১২




চতুষ্পদী
(অমিত্রাক্ষর)

জীবনের নিজস্ব গতি আছে,
চাইলেও আমরা থামাতে অথবা বদলাতে পারব না।
চাওয়া এবং পাওয়ার অর্থ যে জানে সে সামান্য চায়,
সন্তুষ্ট হতে চাইলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট।
---------

আমি একবার ধেয়ান করে কবরে শুয়েছিলাম,
ছায়া তখন আমার নিচে ছিল, আমি বিত্রস্ত হয়েছিলাম,
আত্মা আঁতকে বলেছিল, আমি নিশ্চয় পাপিষ্ট!
ক্ষমার্হ হওয়ার জন্য ডুকরে কেঁদে বলেছিলাম ক্ষমা করো।
---------
সকল আনাজে শুটকিসুরুয়া সিজালে মজা লাগে,
বৈশাখমাসী দিন, নিদান শুরু হয়েছে নিদাঘে।
মন জবর চালাক, পাতার বানর হয় বিবাগী,
হরিণকে নয়া পাতা দেয় বাঘের খবর জানার লাগি।

---------
গরিবের সংসারের খবর লেখা খুব কঠিন কাজ,
সুন্দরীর দিকে তাকিয়ে প্রেমে মজা সহজ,
অবহেলিত অবলাকে কেউ ভালোবাসতে চায় না,
কলঙ্কিনীর হাতে কাঁকন পরালে কলঙ্কিত হতে হয়।
---------
পূবালী বাতাসে শিমুলের তুলা ভেসে যায় পশ্চিমে,
আমার চটফটানি দেখে চাঁদ হাসে আষাঢ় মাসে,
বধুর মনের খবর শুনার জন্য উচাটন আমার মনে,
বধুকে নয়ন ভরে দেখার জন্য মন উড়েছে আশমানে।

প্রথম প্রকাশ সেপ্টেম্বর ২০১৭
ISBN-13: 978-1977595935
Copyright © 2017 by Mohammed abdulhaque

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১১

নেওয়াজ আলি বলেছেন: দারুণ । শুভেচ্ছা সতত ।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: আপনি কি হিসাবি মানুষ?? না আবেগি?
হিসাবি মানূষেরা কবিতা লিখতে পারে না।
তার মানে আপনি আবেগি মানুষ।
ভালো থাকুন।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আবেগে বেগার্ত না আয়-ব্যয়ের হিসাব কষে অর্থকাতর হয়েছি তাতো কবিতা পড়ে নিশ্চতি হতে পারবেন না ।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ আপা।

আপনার কবিতা আমার খুব ভালো লাগে। আমিতো বিটলামি করি। চাইলেও আমি কবিতা লিখতে পারব না।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫

সাইন বোর্ড বলেছেন: সুন্দর ভাবনা এবং সহজ সরল প্রকাশ, ভাল লাগল ।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মন্তব্যে মন ভালো হয়েছে। আপনার মঙ্গল কামনা করি।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩

নিভৃতা বলেছেন: এক রাশ ভালো লাগা।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সফলতা কামনা করছি।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো্।
শুভকামনা।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মঙ্গল হবে।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


পাঁচমিশালী

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ডাকের একটা কথা আছে, গরিবের গরিবানা নুন দিয়ে পিঠা খানা।

কেমন আছেন আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.