নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

‘পথ ভুলে পথিক হয়েছি’

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২




ভালোবেসে বিবাগী হয়ে আমি পথ ভুলে পথিক হয়েছি,
তোমাকে দেখতে চাই,
তাই চেনা পথে পথ হারিয়ে তোমার দুয়ারে এসেছি।
সজনী, তোমাকে ভালবাসি; দোহাই নিরাশ কর না,
দু হাত প্রসারিত করে আমাকে বরণ কর,
শত আশায় সুখের বাসর বানিয়েছি।
জানি তুমি আপন হবে না,
জানি তুমি আমাকে আপন করবে না,
জানি তুমি ভিড়ের মাঝে হারিয়ে যাবে,
জানি তুমি আমাকে চিনতেও চাইবে না,
তাই আমি স্বপ্নকে বিরহনলে পুড়িয়ে উদাস হয়েছি,
মিলনের আশায় জলাঞ্জলি দিয়েছি।
জানি তুমি আপন হবে না,
আমি জেনেছি তুমি আর আপন হবে না,
আপন হবে না তুমি আমাকে আপন করবে না,
জানি আমি জেনে গেছি,
আমি জেনে গেছি তুমি ভিড়ের মাঝে হারিয়ে গেছ,
জানি তুমি আমাকে চিনতেও চাওনি,
তাই আমি স্বপ্নকে বিরহনলে পুড়িয়ে উদাস হয়েছি।
ভালোবেসে বিবাগী হয়ে আমি পথ ভুলে পথিক হয়েছি।।

ছবি নেট থেকে
© মোহাম্মাদ আব্দুলহাক

প্রেমোপন্যাস লেখা আসলে খুব জটিল কাজ! প্রেমের কবিতা এবং গান লিখতে হয়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: এই কবিতার নায়ক কি আপনি?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি জিন ডরাই :((

আমার সকল গল্প কবিতা এবং উপন্যাসের আসল নায়ক আমি। এখন যা বলার বলতে পারবেন।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


একপক্ষীয় ভালোবাসার নিবেদন, এবং আশাহত হওয়ার চিরকাহিনী

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপনি ঠিক ধরেছেন, তয় আসল খবর জানার কথা, লণ্ডন সব চলে এবং বিরহ একটা অলীক শব্দ জেনেও প্রেম প্রেম খেলা হয়। (হাহাহাহা)

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৬

নিভৃতা বলেছেন: অসাধারণ! আপনি তো এই ভাষায় লিখেন না। কিন্তু আপনি আসলে সবই পারেন। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুরুতে আমি সহজ ভাষায় লিখতাম, আমারে সাথে একজন কাজ করত সে আমাকে নিয়ে হাসাহাসি করেছিল, সেই থেকে আমি শব্দকোষ ব্যবহার করি এবং ধীরে ধীরে মারাত্মক মার্কা হয়ে যাই (হাহাহাহাহা)
আমার কাছে ৩ হাজার কবিতা আছে, অখন পড়লে বা ডায়েরির দিকে তাকালে আমার হাতে পায়ে কাতুকুতু করে এবং গায়ে কাটা দেয়।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৯

নেওয়াজ আলি বলেছেন: মনোরম লেখা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি জিন ডরাই :((
আমার সকল গল্প কবিতা এবং উপন্যাসের আসল নায়ক আমি। এখন যা বলার বলতে পারবেন।

লেখায় ভিন্নতা আনার জন্য মাঝে মাঝে আমাকে নায়ক করতে পারেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ, তবে আমি নতুন কিছু আর করতে চাই না যা করেছি তা নিয়ে এখন অকূলপাথারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.