নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

বৃত্তে বৃত্তান্ত (কবিতার বই)

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৪



ত্রিপদী
মিত্রাক্ষর

২৬/১০/২০১৭
জ্বালানের ভাগে জ্বালানি পড়েছে,
জ্বালার জ্বালাতন অহর্নিশ জ্জ্বালাচ্ছে,
জ্বালানিয়া প্রেমে মজে মন জ্বালানে হয়েছে।
---------
কবিতার ভিড়ে কবিতা হারালো কবির ভিড়ে কবি,
পানিতে রং মিশিয়ে নয়নজলে এঁকেছিলাম ছবি,
বাস্তবিক হয়ে জেনেছি স্বপ্নের বাস্তবতা হয়েছে নাবি।
---------
মনের মাঝে দুঃখ আছে, সুখের জন্য কোথায় যাই?
মেঘ জমে আকাশ হয়েছে কালো, ভয়ে দেই দোহাই,
আমার বুক কাঁপে গো মাবুদ আমি তোমার দয়া চাই।
---------
জীবন নদী থামে না ভাটিতে বহে গোপন ইশারায়,
সাগরে ভেসেও পাপিষ্ঠরা অতিষ্ট হয় পিপসায়,
একলা বৃষ্টিস্নান ভালো লাগে, দিন কাটে আশায়।
---------
মনের মানুষ মনে থাকে, মন গুনগুন করে খুঁজে তাকে,
মনের মানুষের ছবি মন স্মৃতির দেয়ালে আঁকে,
মানসীর জন্য বিমনা মন বসতে চায় চৌরাস্তার বাঁকে।
---------
হে অভিধান, তুমি কি জানো তোমার কারণ শত্রু হয় রূপসি?
অভিধান, তুমি আমাকে বরণ করেছ বিধায় আমি হয়েছি দোষী,
সব্যসাচী শাব্দিক হয়েছি আমি আভিধানিক অর্থ ভালোবাসি।
---------
আমি মাটিতে শুয়ে থাকব জানি মাটি থেকে আমাকে করা হয়েছে সৃষ্টি,
মাটি নিষ্প্রাণ, শুকালে কিচ্ছু জন্মে না, প্রাণ ফিরে পায় যখন ঝরে বৃষ্টি,
চারপাশে জেল্লা, মনে কষ্ট, তবুও খেলতামাশা দেখি, দুচোখে অবাক দৃষ্টি।


প্রথম প্রকাশ সেপ্টেম্বর ২০১৭
ISBN-13: 978-1977595935
Copyright © 2017 by Mohammed abdulhaque

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আপনাকে আন্তরকি ধন্যবাদ।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৩

নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখেছেন

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: কবিতায় দুই এক জাগায় গন্ডগোল আছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একখান খাসা কথা কইছেন, আমিতো জানি আমি যে আনাড়ি। কোন জায়গায় গণ্ডগোল লিখলে ঠিকঠিক করে ইজ্জত বাঁচাইতাম।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৯

নীল আকাশ বলেছেন: মনের মানুষ মনে থাকে, মন গুনগুন করে খুঁজে তাকে,
মনের মানুষের ছবি মন স্মৃতির দেয়ালে আঁকে,
মানসীর জন্য বিমনা মন বসতে চায় চৌরাস্তার বাঁকে।

এই লাইনগুলি খুব পছন্দ হয়েছে।

আমি হলে এভাবে লিখতাম-
মনের মানুষ মনেই লুকিয়ে টুকি দেয়, সারাক্ষণ খুঁজি তাকে,
মনের মানুষের ছবি স্মৃতির দেয়ালে অগোচরে কে যেন আঁকে,
মানসীর জন্য বিমনা মন উতলা হয় হৃদয়ের চৌরাস্তার বাঁকে!!!

উস্তাদ আপনার লেখায় হাত দিলাম দেখে আবার মাইন্ড খাইলেন না তো?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পাঠকের অধিকার আছে যা তা করার। আমার ভাবে ভাবুক তো আর অভীক হবে না।

মনের প্রতিশব্দ দেখলে সব ঠিক হয়ে যাবে :P

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনার এই ধরণের ভাবনাগুলো ক্ষণিকের বুদবুদের মতো, আপনাকে কিছু লিখতে হবে, যা মানুষের মনে থাকে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি জানেন আমি আপনার উপদেশ মানি, কেমন লিখব উপদেশ করলে কৃতজ্ঞ হব। এসব আমার নিজ চিন্তা এবং ২-৩-৪-৫-৬-৭-৮-৯-১০-১১-১২-১৩-১৪ লাইনের কবিতা।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০১

নিভৃতা বলেছেন: সুন্দর অইসে কবিতা। বালা লাগসে। :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধইন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.